বাংলার খবর২৪.কম : জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় সম্পর্কে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আমি আশা করেছিলাম তার মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে। এই রায়ে আমি ব্যথিত হয়েছি। তিনি আরো বলেন, এই রায়ের পর আর রিভিউ আবেদন করার সুযোগ নেই।
বুধবার রায় ঘোষণার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহবুবে আলম আরো বলেন, সাঈদী নিজেকে সাধারণ মানুষের কাছে একজন ধার্মীয় নেতা হিসেবে প্রকাশ করতো। এই রায়ের পর মানুষ জানবে যে, তাকে নারী ধর্ষণের দায়ে এবং জোরপূর্বক ধর্মান্তর করার জন্য আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।