রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
তার নাম মোস্তাফিজুর রহমান ওরফে মন্টু (৫২)।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার হামিরকুৎসা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মন্টু উপজেলার কালুপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।
বাগমারা থানার ওসি সেলিম রেজা জানান, মন্টু থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য। তালিকায় তার নাম আছে ২১ নম্বরে। তার নামে থানায় দুটি মামলাও আছে। এর মধ্যে একটি মামলা হত্যার।
এছাড়া অপহরণের একটি মামলায় মন্টুর সাঁজাও হয়েছিল। সাজা হওয়ার পর তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
ওসি জানান, মন্টু এলাকায় ফিরে জেএমবি সদস্যদের সংগঠিত করার কাজ করছিলেন বলে তাদের কাছে খবর ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।