ডেস্ক : সিঙ্গাপুর ও মিয়ানমারের অভিবাসী শ্রমিক বোঝাই একটি আন্তরাজ্য বাস মালয়েশিয়ায় দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ১৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
শনিবার ভোরে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্য থেকে রাজধানী কুয়ালালামপুরে যাওয়ার পথে এ দুর্ঘটনা বলে জানিয়েছেন মালয়েশিয়ার কর্মকর্তারা। খবর এএফপির।
মালয়েশিয়ার অগ্নিনির্বাপক ও উদ্ধার অভিযান দফতরের উপ-পরিচালক মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ গুনুছ বলেছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে একটি গর্তে গড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ গুনুছ বলেন, জোহর প্রদেশে ভোরে সংঘটিত এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মুয়ার জেলা সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।
ক্রিসমাসের আগের এ দুর্ঘটনাকে চলতি বছরে জোহর প্রদেশের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা বলে এএফকে জানিয়েছেন তিনি।
মালয়েশিয়ায় অদক্ষ গাড়ি চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চললেও সেখানে নিয়মিত প্রাণক্ষয়ী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে বিভিন্ন উৎসব শেষে জনসাধারণ নিজ শহরে ফেরার পথে এমন দুর্ঘটনা ঘটে।
শিরোনাম :
মালয়েশিয়ায় বাস দুর্ঘটনা; নিহত ১৪
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৩৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
- ১৬৬৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ