ময়মনসিংহে মুক্তাগাছায় ‘প্রেমিকের’ বিয়ের আসরে বিষপান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ওই নারী।
মৃত আমেনা খাতুন (২৫) উপজেলার মহিষতারা গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
এলাকাবাসী জানান, দেড় বছর আগে আমেনা খাতুনের বিয়ে হয় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা এক ছেলের সঙ্গে। বিয়ের ছয় মাস পর মুক্তাগাছা উপজেলার হরিপুর গ্রামের ইব্রাহিম মন্ডল খেরুর ছেলে আমিরুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে আমেনাকে স্বামীর ঘর থেকে নিয়ে আসে।
গত ২১ ডিসেম্বর আমিরুল নিজ বাড়িতে অন্য একটি মেয়েকে বিয়ে করতে বিয়ের আসরে বসে। আমেনা জানতে পেয়ে ওই রাতে ঘটনাস্থলে এসে কীটনাশক (বিষ) পান করে আতœহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । তিনদিন পর আজ দুপুরে তিনি মারা যান।
এ ব্যাপারে মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মাহবুবুল হক জানান, ‘বিষয়টি তিনি শুনেছেন। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’