ডেস্ক: ‘সাইবার সিকিউরিটি দ্য অনলি ওয়ে টু ফ্লাই’ স্লোগানকে সামনে রেখে বড় পরিসরে শুরু হলো ছয় দিনব্যাপী ডিজিটাল আইসিটি মেলা। বৃহস্পতিবার রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ মেলা উদ্বোধন করেন।
৮ম বারের মতো আয়োজিত এ মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্য-প্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। বাড়তি আয়োজনের পাশাপাশি থাকবে প্রযুক্তিপণ্যের উপর বিশেষ ছাড় ও উপহারের ছড়াছড়ি।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আইসিটি খাতে অনেক এগিয়ে গেছে। আমার মনে হয় বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশের আইসিটি খাতকে অনুসরণ করতে পারে।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ আইসিটি খাতে পাঁচ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এই কম্পিউটার সিটি সেন্টার দেশের সবচেয়ে বড় আইটি মার্কেট এবং সবচেয়ে বড় আইটি মেলা হচ্ছে শুনে আমি মুগ্ধ হয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক, এইচপি বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ইমরুল হাসান, স্মার্ট টেকনোলোজিসের ব্যাবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, ডেল বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মো. আতিকুর রহমানসহ আরো অনেকে।