পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে দুঃস্থ অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ। Logo বিএনপি অফিস ভাঙচুর, ১৪ মাস পর সাংবাদিকসহ ৬৯ জনের নামে মামলা Logo বাউফলে গভীর রাতে বিএনপির অফিসে আগুন দেয় দূর্বৃত্তরা! Logo নড়াইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন Logo ডেমরায় শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন হাজী নুর উদ্দিন Logo প্রেমের টানে নাটোরে এলেন মালয়েশিয়ার তরুণী,আজ বিয়ে। Logo বগুড়ায় হত্যা মামলার বাদীকে হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার Logo সুন্দরগঞ্জে পূর্বশত্রুতার জেরে ভুট্টা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। Logo বাউফলে এক ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, পরে ব্যবসায়ীকে অপহরন! Logo বগুড়ায় তালগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুত স্পষ্ট হয়ে ১ ব্যাক্তির মুত্যু

আপনি নকল গুগল ব্যবহার করছেন না তো?

ডেস্ক : সার্চ ইঞ্জিনের অভাব নেই এ ইন্টারনেটের যুগে। কিন্তু গুগল-এর ধারে-কাছে যাওয়ার সাধ্য কার? এর কারণ অনেকগুলো। সবার প্রথমে আমাদের অভ্যাস। দীর্ঘ দিন ধরে গুগল ব্যবহার করতে করতে আমরা এতটাই অভ্যস্ত যে অন্য কোন সার্চ ইঞ্জিনের কথা ভাবতেই পারি না। কিন্তু অজান্তেই নকল গুগল ব্যবহারের অভ্যাস তৈরি হয়ে যায় নি তো আমাদের?

সম্প্রতি দ্য নেক্সট ওয়েব নামের এক সংস্থা গুগল অ্যানালিটিককে কাজে লাগিয়ে এই নকল গুগলের সন্ধান পেয়েছে। তারা দেখতে পেয়েছে সিক্রেট.গুগল.কম নামের এক ওয়েবসাইটের অস্তিত্ব। সেই ওয়েবসাইট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করছিল। সেখানে লেখা ছিল- ভোট ফর ট্রাম্প- ট্রাম্পকে ভোট দিন! আর এখন সেখানে লেখা রয়েছে- ট্রাম্প, ইউ ডিড ইট!

তবে শুধুই দ্য নেক্সট ওয়েব নয়, তাদের আগে অ্যানালিটিক এজ নামের এক সংস্থাও খবর দিয়েছিল এই নকল গুগলের। পার্থক্যটা খুব সামান্য। চোখে পড়ার মতো নয়। গুগল.কম-এ জি অক্ষরটা লেখা বড় হাতে। নকল গুগলেও তাই, কিন্তু তার আকার আসলটার চেয়ে একটু ছোট। যেন একটা বড় হাতের জি অক্ষর সঙ্কুচিত হয়ে গিয়েছে। অ্যানালিটিক এজ জানিয়েছে, এটা আসলে একটা বিশেষ ল্যাটিন অক্ষর, যাকে ইউনিকোড ০২৬২ নামেও চিহ্নিত করা হয়।

এর পর আসে সেই আসল প্রশ্ন। এই নকল গুগল দিয়ে কী স্বার্থসিদ্ধি হয়? উত্তরটা অনুমান করে নেওয়া খুব একটা শক্ত নয়। অ্যানালিটিক এজ জানিয়েছে, স্প্যামার অর্থাৎ যারা স্প্যাম ছাড়ে ওয়েবসাইটে, তারাই মূলত এই ওয়েবসাইট বানিয়েছে। যার সাহায্যে ট্রাফিক টেনে আনা যায়। এছাড়া হ্যাকিংয়ের সুবিধা তো রয়েছেই! এবার একটু খেয়াল করুন তো, আপনি কোন গুগল ব্যবহার করছেন! আসলটা না নকলটা!
সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে দুঃস্থ অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ।

আপনি নকল গুগল ব্যবহার করছেন না তো?

আপডেট টাইম : ০৪:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬

ডেস্ক : সার্চ ইঞ্জিনের অভাব নেই এ ইন্টারনেটের যুগে। কিন্তু গুগল-এর ধারে-কাছে যাওয়ার সাধ্য কার? এর কারণ অনেকগুলো। সবার প্রথমে আমাদের অভ্যাস। দীর্ঘ দিন ধরে গুগল ব্যবহার করতে করতে আমরা এতটাই অভ্যস্ত যে অন্য কোন সার্চ ইঞ্জিনের কথা ভাবতেই পারি না। কিন্তু অজান্তেই নকল গুগল ব্যবহারের অভ্যাস তৈরি হয়ে যায় নি তো আমাদের?

সম্প্রতি দ্য নেক্সট ওয়েব নামের এক সংস্থা গুগল অ্যানালিটিককে কাজে লাগিয়ে এই নকল গুগলের সন্ধান পেয়েছে। তারা দেখতে পেয়েছে সিক্রেট.গুগল.কম নামের এক ওয়েবসাইটের অস্তিত্ব। সেই ওয়েবসাইট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করছিল। সেখানে লেখা ছিল- ভোট ফর ট্রাম্প- ট্রাম্পকে ভোট দিন! আর এখন সেখানে লেখা রয়েছে- ট্রাম্প, ইউ ডিড ইট!

তবে শুধুই দ্য নেক্সট ওয়েব নয়, তাদের আগে অ্যানালিটিক এজ নামের এক সংস্থাও খবর দিয়েছিল এই নকল গুগলের। পার্থক্যটা খুব সামান্য। চোখে পড়ার মতো নয়। গুগল.কম-এ জি অক্ষরটা লেখা বড় হাতে। নকল গুগলেও তাই, কিন্তু তার আকার আসলটার চেয়ে একটু ছোট। যেন একটা বড় হাতের জি অক্ষর সঙ্কুচিত হয়ে গিয়েছে। অ্যানালিটিক এজ জানিয়েছে, এটা আসলে একটা বিশেষ ল্যাটিন অক্ষর, যাকে ইউনিকোড ০২৬২ নামেও চিহ্নিত করা হয়।

এর পর আসে সেই আসল প্রশ্ন। এই নকল গুগল দিয়ে কী স্বার্থসিদ্ধি হয়? উত্তরটা অনুমান করে নেওয়া খুব একটা শক্ত নয়। অ্যানালিটিক এজ জানিয়েছে, স্প্যামার অর্থাৎ যারা স্প্যাম ছাড়ে ওয়েবসাইটে, তারাই মূলত এই ওয়েবসাইট বানিয়েছে। যার সাহায্যে ট্রাফিক টেনে আনা যায়। এছাড়া হ্যাকিংয়ের সুবিধা তো রয়েছেই! এবার একটু খেয়াল করুন তো, আপনি কোন গুগল ব্যবহার করছেন! আসলটা না নকলটা!
সূত্র: সংবাদ প্রতিদিন