বাংলার খবর২৪.কম, সিলেট : অধিপত্য বিস্তার নিয়ে সিলেট নগরীর তালতলায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি শাহরীয়ার আলম সামাদ গ্রুপের হামলায় জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সহ-সম্পাদক ফরহাদ হোসেন খানসহ চার জন আহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নতুন কমিটির নেতৃত্ব ও তালতলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে বলে দলীয় সূত্র জানিয়েছে।
দলীয় সূত্র জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর থেকে নেতৃত্ব নিয়ে তালতলা গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খানের কাছ থেকে তালতলা এলাকার আধিপত্য নিতে নবনির্বাচিত সভাপতি শাহরীয়ার আলম সামাদ গ্রুপের নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর জের ধরে শনিবার রাতে সামাদের নেতৃত্বে ফরহাদ হোসেন খান গ্রুপের ওপর হামলা চালানো হয়। এতে ফরহাদ হোসেন খানসহ চার জন আহত হন।
এ হামলার ঘটনার পর সামাদ গ্রুপ কাজিরবাজার মাদরাসার সামনে ও ফরহাদ গ্রুপ নন্দিতা সিনেমা হলের সামনে অবস্থান করে। পরে পুলিশ সাড়ে ১০টার দিকে প্রথমে নন্দিতা সিনেমা হলের সামনে থেকে ফরহাদ গ্রুপকে ও কাজিরবাজার মাদরাসার সামনে থেকে সরিয়ে দেয়। এসময় উভয় গ্রুপ সশস্ত্র অবস্থায় ছিল।
এ ব্যাপারে শাহরীয়ার আলম সামাদ বলেন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান পদ-পদবী দেয়ার কথা বলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর কাছ থেকে টাকা নেন। কিন্তু তিনি ছাত্রলীগের সভাপতি হতে না পারায় ওইসব নেতাকর্মী তাদের টাকা ফেরত চায়। কিন্তু ফরহাদ তাদের টাকা ফেরত দেননি। এর জের ধরে পাওনাদাররা তার ওপর হামলা করেছে। হামলার সঙ্গে নিজের গ্রুপের কেউ জড়িত নন বলে দাবি করেন সামাদ।
এ ব্যাপারে জানতে ফরহাদ হোসেন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সিলেট কোতোয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, কমিটির নেতৃত্ব নিয়ে তালতলায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পুলিশ তালতলায় অবস্থান করছে।