মোস্তফা রুমি
আমার দেশ কতটুকু উন্নত হয়েছে? কতদূর এগিয়েছি আমরা..একটি হাতির মৃত্যু তাই প্রশ্ন রেখে গেছে।।
গত কত দিন থেকে ভারত থেকে বন্যায় ভেসে আসা হাতিটি নিয়ে নানান নাটক দেখে আসছি। বলতে আমার খুব লজ্জা হচ্ছে- এটি কে নিয়ে কত কিই-না হল…অবশেষে সেই হাতিটি পরপারে পাড়ি জমাতে হল। আমরা কেমন জাতি এই প্রাণীটির জন্য কিছুই করতে পারলাম না।। সাবাশ বাংলাদেশ। সাবাশ!!!!!!!! দেশের সঠিক উদ্যোগের অভাবে এই হাতিটিকে ধুঁকে ধুঁকে মরতে হল।
গত কতদিন ধরে এই হাতির জ্বালায় ওই অঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছে। রাত জেগে জেগে স্থানীয়রা হাতিটিকে পাহারা দিয়েছে-। সরকারের কোন মহলের টনক নড়েনি। আর যখন টনক নড়েছে তখন তাকে বশে আনতে না পেরে মেরেই ফেলা হল। অথচ আধুনিক প্রযুক্তির ও ডিজিটাল সময়ে এতদিনই বা লাগবে কেন একটা হাতিকে বশ করতে..? আমাদের বন্য বিশেষজ্ঞদের কতটুকুই দক্ষতা হয়েছে…কতটুই আমরা উন্নত হয়েছি …তাই প্রমাণ রেখে গেছে হাতিটি…
জানি না কেনি এমন হল…!!!!!!!!!!!! দু:থিত বঙ্গবাহাদু….সরি…আমাদের ক্ষমা করো..
শিরোনাম :
এ লজ্জা রাখি কোথায়???
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬
- ১৭৬২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ