অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo সেনাসদস্য পরিবারের উপর হামলায় আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু

সতীত্ব-কুমারত্ব!

রাজু আহমেদ : মহাশয় ! মেয়েদের সতীত্ব নামক বৈশিষ্ট্য নিশ্চিতভাবে থাকতে হবে আর ছেলেদের না থাকলেও চলবে-এমন বলদা বুদ্ধি আপনার বোধে কে প্রবেশ করালো ? শুধু মেয়েরা সতীত্ব রক্ষা করে চলবে আর কিছু পুরুষ জৈষ্ঠ্য মাসের ষাঁড়ের মত এদিক-সেদিক নাসিকা ডোবানোর চেষ্টা করার অধিকার রাখে, এমন ভাবনা যাদের মাথায় ঘুরপাক খায় তাদের মস্তিষ্ক আর গরুর মাথার মগজে খুব বেশি পার্থক্য আছে-এটা স্বীকার করতে বলেন? আপনি পুরুষ, তাই গ্যারান্টি দিয়ে নিজের স্বচ্চরিত্র-কুমারত্ব রক্ষা করার সক্ষমতা আপনার থাকা উচিত । আমাদের সমাজ ব্যবস্থায় আজও মেয়েরা সর্বাধিক পরিমানে দূর্বল । তাদের দূর্বলতা এতোটাই প্রকট যে কিছু কিছু ক্ষেত্রে তারা মানবেতর জীব-জন্তুর চেয়েও অসহায় । তাদের এ দূর্বলতা সৃষ্টিগত নয় বরং আদিমযুগ থেকে পুরুষশাসিত সমাজের অত্যাধিক প্রক্রিয়ার ফসল । যে কারণে নারীরা কখনো কখনো তাদের ইচ্ছার বিরুদ্ধেই সতীত্ব-সম্ভ্রম লুণ্ঠিত হওয়ার তিক্ত অভিজ্ঞতা লাভ করে । আমাদের সমাজে নিত্যাকার যে সকল ধর্ষণ-গণধর্ষণ ঘটছে সেগুলো এর উজ্জ্বলতম দৃষ্টান্ত । এসব ক্ষেত্রে নারীদের কোন দোষ না থাকলেও তারা প্রকৃত এবং কৃত্রিমতার কাছে অনিচ্ছামূলকভাবে হার মানতে বাধ্য হয় ।

আপনি পুরুষ তাই জোরপূর্বক কেউ আপনার কুমারত্ব নষ্ট করেছে-এমনটা দাবী করলে সেটা মানুষ তো দূরের কথা শয়তানেও বিশ্বাস করবে না । প্রকৃত বাস্তবতাও পূর্বোল্লেখিত দাবীর সাথে সামঞ্জস্য নয় । আমাদের দেশের পরিবেশ এখনো ততোটা অধোঃগতিত হয়নি যে কারণে নারীরা অবৈধভাবে জৈবিকা চাহিদা নিবারণে আগ্রাসী হওয়ার মত তেমন কোন প্রকাশ ঘটাবে । কাজেই পুরুষ হিসেবে আমৃত্যু আপনার এতটুকু গৌরবের সম্বল থাকা উচিত, যেটুকুকে পুঁজি করে বলা যায়, আপনি পূতঃপবিত্র চরিত্রের । যদি এটা না পারেন তবে নিজেকে চরিত্রবান দাবী করার মত আত্মগাতী সিদ্ধান্ত কখনোই প্রকাশ করবেন না । অন্য কোন কর্তৃপক্ষকে না হোক, অন্তত আপনার ঘুমন্ত বিবেক যেদিন জেগে উঠবে সেদিন কি আপনি আত্ম-জিজ্ঞাসার সম্মূখীন না হয়ে পারবেন ?

কোন কোন মেয়েকে তার অসামাজিক কাজের জন্য আমরা জঘণ্য ভাষায় তিরস্কার করি । আচ্ছা, মাত্র একবার ভেবে বলুন তো, কোন জীন-ভূত কি কোন মেয়ের সতীত্ব-সম্ভ্রম কেড়ে লয় ? এবার বলুন, দুশ্চরিত্রের কারনে একটা মেয়েকে যদি বেশ্যা-পতিতা বলে গালি দেয়া যায়, তবে পুরুষের অধঃপতিত চরিত্রের কারণে তাকে কি বলে গালি দেয়া উচিত ? যারা অসহায় হয়ে সতীত্ব হারায় তাদের ইঙ্গিত করার জন্য পৃথিবীর সর্বনিকৃষ্ট অর্থবোধক শব্দগুলো ব্যবহার করা হলে, পুরুষ যে চেতনায় আপন কুমারত্ব নষ্ট করছে, তার জন্য তাদের কি প্রাপ্য ?

ভাবুন তো, যদি গর্ব করে নিজের কাছে নিজেকে একজন আদর্শবান পুরুষ হিসেবে উপস্থাপন করতে পারেন, তবে সেটা কতটুকু তৃপ্তিদায়ক ? হয়ত স্বচ্চরিত্রের হেতুতে তৃপ্তির সীমা বোঝানোর সাধ্য অনেকের নাই কিন্তু বিশ্বাস রাখুন, যাদের দেহ-মন আজও পবিত্র তারা জগতের শ্রেষ্ঠতার সুধায় পুলকিত । অন্তত ঘুমানোর পূর্বে একবার তৃপ্তির ঢেঁকুর তোলার অধিকার তাদের থাকে । বর্তমান সময়ে জোয়ারের উছলে পড়া পানি দর্শনের চেয়েও নিজের চরিত্র নিলামে তোলা সহজ, তাই বলে কি আপনি গড্ডালিকা প্রবাহে গাঁ ভাসিয়ে দিবেন ? মানুষ হিসেবে আপনার আমানতদারীর দায়িত্ব সঠিকভাবে পালন করা কি আপনার উচিত নয় ? অপরের কাছে নয়, বরং এ প্রসঙ্গে নিজের কাছেই নিজে প্রশ্ন রাখুন । নিশ্চিতভাবে বলতে পারি, সঠিক উত্তর পাবেন । মেকি ভদ্রতার কোন আত্মমূল্য নাই যদি আপনি আদর্শের অনুসারী হতে না পারেন । হয় ভালো থাকুন নয়ত নর্দমার কীট হিসেবে চিহ্নিত হোন । অযথা মানুষকে ধোঁকা দিতে ভদ্রতার মিথ্যা মুখোশে সাজলে সেটা পরিনামে কিছুই দিবে না বরং নানাভাবে লজ্জিত করবে এবং বিবেকবোধের দহন আপনাকে পুড়িয়ে পুড়িয়ে যন্ত্রনা দেবে । কয়েক মিনিটের উত্তেজনা যেনো মানুষ থেকে পশুর শ্রেণীতে পদস্খলিত না করে-সে ব্যাপারে আমরা সবাই বিশেষভাবে যত্নবান হই । এ ব্যাপারে প্রতিশ্রুতবদ্ধ হলে একটি সুন্দর মানসিকতার জাতি এবং কলঙ্কহীন প্রজন্মের পরিকল্পনার বাস্তবায়ন সন্নিকটেই জানবেন ।

রাজু আহমেদ । কলামিষ্ট ।

Tag :
জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

সতীত্ব-কুমারত্ব!

আপডেট টাইম : ১০:২৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬

রাজু আহমেদ : মহাশয় ! মেয়েদের সতীত্ব নামক বৈশিষ্ট্য নিশ্চিতভাবে থাকতে হবে আর ছেলেদের না থাকলেও চলবে-এমন বলদা বুদ্ধি আপনার বোধে কে প্রবেশ করালো ? শুধু মেয়েরা সতীত্ব রক্ষা করে চলবে আর কিছু পুরুষ জৈষ্ঠ্য মাসের ষাঁড়ের মত এদিক-সেদিক নাসিকা ডোবানোর চেষ্টা করার অধিকার রাখে, এমন ভাবনা যাদের মাথায় ঘুরপাক খায় তাদের মস্তিষ্ক আর গরুর মাথার মগজে খুব বেশি পার্থক্য আছে-এটা স্বীকার করতে বলেন? আপনি পুরুষ, তাই গ্যারান্টি দিয়ে নিজের স্বচ্চরিত্র-কুমারত্ব রক্ষা করার সক্ষমতা আপনার থাকা উচিত । আমাদের সমাজ ব্যবস্থায় আজও মেয়েরা সর্বাধিক পরিমানে দূর্বল । তাদের দূর্বলতা এতোটাই প্রকট যে কিছু কিছু ক্ষেত্রে তারা মানবেতর জীব-জন্তুর চেয়েও অসহায় । তাদের এ দূর্বলতা সৃষ্টিগত নয় বরং আদিমযুগ থেকে পুরুষশাসিত সমাজের অত্যাধিক প্রক্রিয়ার ফসল । যে কারণে নারীরা কখনো কখনো তাদের ইচ্ছার বিরুদ্ধেই সতীত্ব-সম্ভ্রম লুণ্ঠিত হওয়ার তিক্ত অভিজ্ঞতা লাভ করে । আমাদের সমাজে নিত্যাকার যে সকল ধর্ষণ-গণধর্ষণ ঘটছে সেগুলো এর উজ্জ্বলতম দৃষ্টান্ত । এসব ক্ষেত্রে নারীদের কোন দোষ না থাকলেও তারা প্রকৃত এবং কৃত্রিমতার কাছে অনিচ্ছামূলকভাবে হার মানতে বাধ্য হয় ।

আপনি পুরুষ তাই জোরপূর্বক কেউ আপনার কুমারত্ব নষ্ট করেছে-এমনটা দাবী করলে সেটা মানুষ তো দূরের কথা শয়তানেও বিশ্বাস করবে না । প্রকৃত বাস্তবতাও পূর্বোল্লেখিত দাবীর সাথে সামঞ্জস্য নয় । আমাদের দেশের পরিবেশ এখনো ততোটা অধোঃগতিত হয়নি যে কারণে নারীরা অবৈধভাবে জৈবিকা চাহিদা নিবারণে আগ্রাসী হওয়ার মত তেমন কোন প্রকাশ ঘটাবে । কাজেই পুরুষ হিসেবে আমৃত্যু আপনার এতটুকু গৌরবের সম্বল থাকা উচিত, যেটুকুকে পুঁজি করে বলা যায়, আপনি পূতঃপবিত্র চরিত্রের । যদি এটা না পারেন তবে নিজেকে চরিত্রবান দাবী করার মত আত্মগাতী সিদ্ধান্ত কখনোই প্রকাশ করবেন না । অন্য কোন কর্তৃপক্ষকে না হোক, অন্তত আপনার ঘুমন্ত বিবেক যেদিন জেগে উঠবে সেদিন কি আপনি আত্ম-জিজ্ঞাসার সম্মূখীন না হয়ে পারবেন ?

কোন কোন মেয়েকে তার অসামাজিক কাজের জন্য আমরা জঘণ্য ভাষায় তিরস্কার করি । আচ্ছা, মাত্র একবার ভেবে বলুন তো, কোন জীন-ভূত কি কোন মেয়ের সতীত্ব-সম্ভ্রম কেড়ে লয় ? এবার বলুন, দুশ্চরিত্রের কারনে একটা মেয়েকে যদি বেশ্যা-পতিতা বলে গালি দেয়া যায়, তবে পুরুষের অধঃপতিত চরিত্রের কারণে তাকে কি বলে গালি দেয়া উচিত ? যারা অসহায় হয়ে সতীত্ব হারায় তাদের ইঙ্গিত করার জন্য পৃথিবীর সর্বনিকৃষ্ট অর্থবোধক শব্দগুলো ব্যবহার করা হলে, পুরুষ যে চেতনায় আপন কুমারত্ব নষ্ট করছে, তার জন্য তাদের কি প্রাপ্য ?

ভাবুন তো, যদি গর্ব করে নিজের কাছে নিজেকে একজন আদর্শবান পুরুষ হিসেবে উপস্থাপন করতে পারেন, তবে সেটা কতটুকু তৃপ্তিদায়ক ? হয়ত স্বচ্চরিত্রের হেতুতে তৃপ্তির সীমা বোঝানোর সাধ্য অনেকের নাই কিন্তু বিশ্বাস রাখুন, যাদের দেহ-মন আজও পবিত্র তারা জগতের শ্রেষ্ঠতার সুধায় পুলকিত । অন্তত ঘুমানোর পূর্বে একবার তৃপ্তির ঢেঁকুর তোলার অধিকার তাদের থাকে । বর্তমান সময়ে জোয়ারের উছলে পড়া পানি দর্শনের চেয়েও নিজের চরিত্র নিলামে তোলা সহজ, তাই বলে কি আপনি গড্ডালিকা প্রবাহে গাঁ ভাসিয়ে দিবেন ? মানুষ হিসেবে আপনার আমানতদারীর দায়িত্ব সঠিকভাবে পালন করা কি আপনার উচিত নয় ? অপরের কাছে নয়, বরং এ প্রসঙ্গে নিজের কাছেই নিজে প্রশ্ন রাখুন । নিশ্চিতভাবে বলতে পারি, সঠিক উত্তর পাবেন । মেকি ভদ্রতার কোন আত্মমূল্য নাই যদি আপনি আদর্শের অনুসারী হতে না পারেন । হয় ভালো থাকুন নয়ত নর্দমার কীট হিসেবে চিহ্নিত হোন । অযথা মানুষকে ধোঁকা দিতে ভদ্রতার মিথ্যা মুখোশে সাজলে সেটা পরিনামে কিছুই দিবে না বরং নানাভাবে লজ্জিত করবে এবং বিবেকবোধের দহন আপনাকে পুড়িয়ে পুড়িয়ে যন্ত্রনা দেবে । কয়েক মিনিটের উত্তেজনা যেনো মানুষ থেকে পশুর শ্রেণীতে পদস্খলিত না করে-সে ব্যাপারে আমরা সবাই বিশেষভাবে যত্নবান হই । এ ব্যাপারে প্রতিশ্রুতবদ্ধ হলে একটি সুন্দর মানসিকতার জাতি এবং কলঙ্কহীন প্রজন্মের পরিকল্পনার বাস্তবায়ন সন্নিকটেই জানবেন ।

রাজু আহমেদ । কলামিষ্ট ।