অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক Logo লালমনিরহাটে আজহারীর মাহফিল, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ Logo প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি Logo বরগুনা বিএনপির মাথার উপর নেই বটগাছ,যে যার মত চালাচ্ছেন দলীয় কাজকর্ম । Logo নরসিংদী সদর ও কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল কোর্ট পরিচালনা

আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা মহানগর আ.লীগের কমিটি

index_51241বাংলার খবর২৪.কম: অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটি। নতুন-পুরাতনের মেলবন্ধনে গঠিত হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার মূল চালিকা শক্তি ঢাকা মহানগর আওয়ামী লীগ। মহানগর কমিটি ঘোষণার তারিখ নিয়ে চলতি মাসেই সিদ্ধান্ত হতে যাচ্ছে। কমিটি ঘোষণার ক্ষেত্রে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মুখ্য ভূমিকা রাখবেন বলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিভিন্ন সভা-সমাবেশে ঘোষণা দিয়ে আসছেন।

ইতোমধ্যে ঢাকা মহানগর কমিটি ঘোষণার ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে তোড়জোড় দেখা গেছে। এক্ষেত্রে দলটির নীতি-নির্ধারকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন; এমন আশাবাদ ব্যক্ত করছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের দক্ষিণের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাচ্ছেন প্রয়াত সাবেক ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফের ছেলে,উদীয়মান নেতা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন।

এছাড়া খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও ঢাকা মহানগর দক্ষিণের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।

অপরদিকে ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগের দায়িত্ব পেতে যাচ্ছেন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এ কে এম রহমতুল্লাহ এমপি। আর সাধারণ সম্পাদক হচ্ছেন মো. আসলামুল হক আসলাম এমপি।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে সাম্ভব্য আরো দু’জনের নাম জানা গেছে, দক্ষিণে সাধারণ সম্পাদক পদে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ। উত্তরে সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খান।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগরের একাধিক নেতা এ প্রতিবেদককে বলেন, খুব শিগগিরই ঢাকা মহানগরের যে কমিটি ঘোষণা হতে যাচ্ছে। সেই কমিটিতে কেবল মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি আগামী ডিসেম্বর মাসে ঘোষণা করা হবে।

মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া বলেন, খুব শিগরিগই কমিটি ঘোষণা করা হবে। সকল নেতা-কর্মীদের উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তারা নতুন নেতৃত্বকে বরণ করতে অধীরভাবে অপেক্ষা করছেন।

ঢাকা- ১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক আসলাম বলেন, আগামী সপ্তাহে ঢাকা মহানগর নেতৃবৃন্দ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী ঠিক করবেন প্রার্থীদের নাম। কমিটিতে কে বা কারা নেতৃত্ব আসছেন এ বিষয়ে আমি কিছু জানি না। তবে আমি একজন প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ঠিক করবেন তিনি কার হাতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দায়িত্ব দেবেন।

ঢাকা মহানগর আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, আমিও একজন প্রার্থী। নেত্রী আমাকে যে পদে রাখবেন তাতেই আমি খুশি। তবে কবে নাগাদ এই কমিটি ঘোষণা করা হবে তা আমি জানি না।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’

আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা মহানগর আ.লীগের কমিটি

আপডেট টাইম : ০৩:০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪

index_51241বাংলার খবর২৪.কম: অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটি। নতুন-পুরাতনের মেলবন্ধনে গঠিত হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার মূল চালিকা শক্তি ঢাকা মহানগর আওয়ামী লীগ। মহানগর কমিটি ঘোষণার তারিখ নিয়ে চলতি মাসেই সিদ্ধান্ত হতে যাচ্ছে। কমিটি ঘোষণার ক্ষেত্রে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মুখ্য ভূমিকা রাখবেন বলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিভিন্ন সভা-সমাবেশে ঘোষণা দিয়ে আসছেন।

ইতোমধ্যে ঢাকা মহানগর কমিটি ঘোষণার ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে তোড়জোড় দেখা গেছে। এক্ষেত্রে দলটির নীতি-নির্ধারকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন; এমন আশাবাদ ব্যক্ত করছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের দক্ষিণের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাচ্ছেন প্রয়াত সাবেক ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফের ছেলে,উদীয়মান নেতা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন।

এছাড়া খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও ঢাকা মহানগর দক্ষিণের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।

অপরদিকে ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগের দায়িত্ব পেতে যাচ্ছেন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এ কে এম রহমতুল্লাহ এমপি। আর সাধারণ সম্পাদক হচ্ছেন মো. আসলামুল হক আসলাম এমপি।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে সাম্ভব্য আরো দু’জনের নাম জানা গেছে, দক্ষিণে সাধারণ সম্পাদক পদে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ। উত্তরে সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খান।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগরের একাধিক নেতা এ প্রতিবেদককে বলেন, খুব শিগগিরই ঢাকা মহানগরের যে কমিটি ঘোষণা হতে যাচ্ছে। সেই কমিটিতে কেবল মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি আগামী ডিসেম্বর মাসে ঘোষণা করা হবে।

মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া বলেন, খুব শিগরিগই কমিটি ঘোষণা করা হবে। সকল নেতা-কর্মীদের উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তারা নতুন নেতৃত্বকে বরণ করতে অধীরভাবে অপেক্ষা করছেন।

ঢাকা- ১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক আসলাম বলেন, আগামী সপ্তাহে ঢাকা মহানগর নেতৃবৃন্দ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী ঠিক করবেন প্রার্থীদের নাম। কমিটিতে কে বা কারা নেতৃত্ব আসছেন এ বিষয়ে আমি কিছু জানি না। তবে আমি একজন প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ঠিক করবেন তিনি কার হাতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দায়িত্ব দেবেন।

ঢাকা মহানগর আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, আমিও একজন প্রার্থী। নেত্রী আমাকে যে পদে রাখবেন তাতেই আমি খুশি। তবে কবে নাগাদ এই কমিটি ঘোষণা করা হবে তা আমি জানি না।