ঢাকা: ২০১৩ সালের আয়-ব্যায়ের হিসাব যথাসময়ে জমা দিতে পারছে না দেশের অন্যতম বড় দল বিএনপি। এজন্য দলটি নির্বাচন কমিশনের (ইসি) কাছে দু’সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে সময় চেয়ে এ আবেদন করে দলটি।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ওই আবেদন ইসিতে এসে জমা দেন।
ইসি সচিবের একান্ত সচিব মঈনউদ্দিন খান জানান, ২০১৩ সালের নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৪ আগস্ট পর্যন্ত সময় বাড়াতে সিইসির কাছে আবেদন করেছে বিএনপি। তবে আইন অনুযায়ী, ৩১ জুলাইয়ের পর কারো নিরীক্ষা প্রতিবেদন বা আয়-ব্যয়ের হিসাব জমা দিলেও তা আমলে নেওয়ার সুযোগ নেই।