বাংলার খবর২৪.কম: সম্প্রতি রাশিয়ার হ্যাকাররা ৪৯ লাখ ৩০ হাজার জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি করে তা অনলাইনে প্রকাশ করেছে। যেসব গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেগুলোর অধিকাংশ ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে এখনও অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে বলেই হ্যাকারদের দাবি। গুগলের মেইল সার্ভিস জিমেইল, গুগল ড্রাইভ, ইউটিউব, ম্যাপ প্রভৃতি সেবার ক্ষেত্রেও চুরি করা অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে কাজে লাগাতে পারে দুর্বৃত্তরা।
চুরি যাওয়া গুগল অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে বিটকয়েন ফোরাম বিটিসিসেক ডটকমে। টিভিস্কিট নামের এক ব্যবহারকারী বিটকয়েনের ওই ফোরামে তথ্যগুলো বিক্রি করেছেন। ওই হ্যাকারের দাবি, এই অ্যাকাউন্টগুলো ক্ষেত্রে ৬০ শতাংশ পাসওয়ার্ড এখনও পরিবর্তন করা হয়নি।
এদিকে, গুগল কর্তৃপক্ষ অ্যাকাউন্ট হ্যাকের কথা অস্বীকার করেছে। এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এখানে যেসব পাসওয়ার্ড দেওয়া হয়েছে তার মধ্যে সর্বোচ্চ দুই শতাংশ অ্যাকাউন্টের ক্ষেত্রে তা কার্যকর হতে পারে। এ নিয়ে একটি টুইটও প্রকাশ করেছে গুগল। গুগলের ব্লগ পোস্টে দাবি করা হয়েছে, ‘অন্য কোনো পদ্ধতিতে গুগল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া অ্যাকাউন্টগুলোর লগ ইন তথ্য এক জায়গায় করে এত লগ ইন তথ্য জোগাড় করা হয়েছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে একই ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করলে এবং অনলাইনের অন্য কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে সেই তথ্য ব্যবহার করে গুগল অ্যাকাউন্টের তথ্যও হাতিয়ে নেওয়া হতে পারে। এ ছাড়াও ম্যালওয়্যার বা ফিশিংয়ের মাধ্যমে লগ ইন তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা।
গুগলের স্বয়ংক্রিয় অ্যান্টি-হাইজাকিং সিস্টেম এই পাসওয়ার্ড ব্যবহার করে অ্যকাউন্টে লগ ইন করতে গেলে তা বন্ধ করে দেবে। গুগল দাবি করেছে, তারা গুগল অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি অবগত। তবে গুগলের কোনো সিস্টেম হ্যাক করতে পারেনি সাইবার দুর্বৃত্তরা।
শিরোনাম :
৪৯ লাখ ৩০ হাজার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০১:৫৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪
- ১৭১৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ