বাংলার খবর২৪.কম: সংসদের হাতে বিচারপতিদের অভিসংশন ক্ষমতা দেওয়ার বিলের বিষয়ে ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির উল ইসলাম যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির দুই নম্বর হলে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির উল ইসলাম যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না তাদের সঙ্গে একমত হয়েছেন। তাদের কাছ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।’
বিভিন্ন দেশের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশে সাংবিধানিক পদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে আছে। সুতরাং বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে থাকলে কোনো সমস্য নেই।’
মাহবুবে আলম বলেন, ‘বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে দেওয়াটা স্বাধীনতার অন্যতম চেতনা। তাই সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে সংসদের হাতে ফিরিয়ে আনা হচ্ছে। সংসদ সদস্যরা ইচ্ছা করলেই কোনো বিচারপতিকে অভিসংশন করতে পারবে না। এ বিষয়ে পূর্ণাঙ্গ আইন করার পর নিয়ম ও আইন মেনেই সবকিছু করতে পারবে।’
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাসেত মজুমদার বলেন, ‘ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির উল ইসলাম ছিলেন সংবিধানের প্রবক্তা। সুতরাং সংসদের হাতে ক্ষমতা দেওয়ার ব্যাপারে তাদের বক্তব্যে আইনজীবীদের মাঝে বিভক্তি সৃষ্টি হয়।’
ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির উল ইসলামের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু লোকের খপ্পরে পড়েই তারা এমন নেতিবাচক কথা বলছেন।’
সংসদের হাতে বিচারপতিদের অভিসংশন ক্ষমতা দেওয়ার পক্ষে মত দেন বাসেত মজুমদার। আলোচনা সভায় ইউসুফ হোসেন হুমায়ুন, শ ম রেজাউল করিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।
শিরোনাম :
ড. কামাল ও আমীর-উল যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে : অ্যাটর্নি জেনারেল
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪
- ১৫৫৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ