বাংলার খবর২৪.কম, সিলেট : সিলেট নগরীর চাঁদনীঘাটস্থ সুরমা নদীর উত্তরপাড়। বিকেল হলেই নগরীর বিভিন্ন এলাকার লোকজন ভিড় করেন হাওয়া খেতে। বিভিন্ন বয়সী নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয় সুরমার তীর। চটপটির দোকান বসানোর জন্য এই তীর নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। চলছে নানা বাণিজ্য। সুযোগ বুঝে চাঁদাবাজরা যে যার মতো করে আদায় করছেন চাঁদা। মঙ্গলবার এনিয়ে সুরমাপাড়ে দুইদল চটপটি বিক্রেতার মধ্যে ঘটেছে হাতাহাতির ঘটনা। এতে ক্ষুব্ধ হয়েছেন সিটি মেয়র। বুধবার থেকে সকল চটপটি বিক্রেতাকে সুরমাপাড় হতে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এখন থেকে আর আর ‘মাগনা’ নয়, সুরমাপাড়ে সীমিত সংখ্যক চটপটির দোকান বসার জন্য জায়গা লিজ দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। ঘটনার সময় বিকেল ৫টা। চটপটির নতুন তিনটি দোকান (ভ্যানগাড়ি) বসানোকে কেন্দ্র করে দুইদল ব্যবসায়ীর মধ্যে শুরু হয় বাকবিতন্ডা। একপর্যায়ে তা পরিণত হয় হাতাহাতিতে। বেঁধে যায় হুলস্থুল কান্ড। এ সময় কিন ব্রিজের নিচ দিয়ে গাড়ি করে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে যাচ্ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। হাতাহাতির ঘটনা দেখে গাড়ি থেকে নামেন মেয়র। তখন কয়েকজন ব্যবসায়ী তাদের দোকান ভাঙচুরের অভিযোগ করেন। অভিযোগ শুনে মেয়র তাদেরকে থানায় নিয়ে যান। সেখানে হাবিব মিয়া নামের এক দোকানদার লিখিত অভিযোগ দায়ের করেন। পরে খলিল মিয়া নামের এক ব্যবসায়ী মেয়রের অফিসে দেড়শত টাকার স্ট্যাম্পের উপর সম্পাদিত একটি চুক্তিনামা নিয়ে আসেন। তিনি জানান- অরুন নামের এক যুবক ১ লাখ ৪ হাজার টাকা নিয়ে এই চুক্তি সম্পাদন করেছে। চুক্তি অনুযায়ী এই টাকার বিনিময়ে সুরমার তীরে চটপটির ৩টি দোকান বসানোর অনুমতি দেয়া হয়। এই চুক্তি থাকলে পুলিশ বা সিটি করপোরেশন চটপটির দোকানগুলো উচ্ছেদ করবে না বলেও আশ্বাস দেয় তাকে। থানায় অভিযোগ দায়েরকারী হাবিব মিয়া জানান- সুরমা পাড়ে চটপটির ৭টি দোকান বসানোর অনুমতি দিয়েছেন মেয়র। এর বাইরে টাকা নিয়ে ফারুক মিয়া ও অরুন আরো কয়েকটি দোকান বসিয়েছেন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। মেয়র আরিফ তার অফিসে কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার মোবাশ্বির আলীকে ডেকে নিয়ে বুধবার সুরমা পাড়ের চটপটি ও চায়ের দোকান উচ্ছেদের নির্দেশ দেন। এছাড়া দোকানগুলো থেকে যারা চাঁদাবাজি করত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি। মেয়র আরিফুল হক চৌধুরী জানান- সুরমাপাড়ে বেড়াতে আসা লোকজনের সুবিধার্থে ৭জন চটপটির দোকানদারকে বসার মৌখিক অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু এরপর একটি চক্র সুরমাপাড়ে দোকান বসানো নিয়ে বাণিজ্য শুরু করেছে। তাই পুলিশকে বলা হয়েছে সকল দোকান উচ্ছেদ করতে। এখন আর বিনা পয়সায় কাউকে এখানে ব্যবসা করতে দেয়া হবে না। সীমিত সংখ্যক দোকানের জন্য জায়গা লিজ দেয়া হবে।
শিরোনাম :
কঠোর হলেন সিলেট সিটি মেয়র
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪
- ১৬৩৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ