পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

অবশেষে বাচ্চুকে মামলায় অন্তর্ভুক্ত করতে রুল

ঢাকা: অবশেষে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যদের মামলায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ব্যাংকটির সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতি ও নানা অনিয়মের ঘটনায় এ রুল জারি করা হয়েছে।

নোয়াখালীর জনৈক হারুনর রশিদ এ রিট দায়ের করেন। আজ মঙ্গলবার রুল জারির বিষয়টি সাংবাদিকদের জানান, রিট আবেদনকারীর আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। অবশ্য সোমবার বিচারপতি মো. রুহুল কদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে দুদকের চেয়ারম্যান, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে তাঁদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় চার বছর তিন মাসে ব্যাংকটি ছয় হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে। ব্যাংকটির গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখার মাধ্যমে গুরুতর ঋণ অনিয়ম সরেজমিনে উদ্ঘাটন করে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল।

আর্থিক কেলেঙ্কারি, নিয়োগ, পদোন্নতিতে দুর্নীতি নিয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, সিএজি কার্যালয় এবং বেসিক ব্যাংকের নানা প্রতিবেদনে ব্যাংকটির সাবেক চেয়ারম্যানের সংশ্লিষ্টতার চিত্র উঠে আসে। অথচ বেসিক ব্যাংকের পর্ষদ ও এর চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁকে এবং পরিচালনা পর্ষদকে বাদ দিয়েই সেপ্টেম্বর মাসে ৫৬টি মামলা করে দুদক।

এরশাদ আমলে শেখ আবদুল হাই বাগেরহাট-মোল্লারহাট থেকে একবার সংসদ সদস্য হয়েছিলেন। সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে বলে প্রচার রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

অবশেষে বাচ্চুকে মামলায় অন্তর্ভুক্ত করতে রুল

আপডেট টাইম : ০৬:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫

ঢাকা: অবশেষে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যদের মামলায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ব্যাংকটির সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতি ও নানা অনিয়মের ঘটনায় এ রুল জারি করা হয়েছে।

নোয়াখালীর জনৈক হারুনর রশিদ এ রিট দায়ের করেন। আজ মঙ্গলবার রুল জারির বিষয়টি সাংবাদিকদের জানান, রিট আবেদনকারীর আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। অবশ্য সোমবার বিচারপতি মো. রুহুল কদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে দুদকের চেয়ারম্যান, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে তাঁদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় চার বছর তিন মাসে ব্যাংকটি ছয় হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে। ব্যাংকটির গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখার মাধ্যমে গুরুতর ঋণ অনিয়ম সরেজমিনে উদ্ঘাটন করে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল।

আর্থিক কেলেঙ্কারি, নিয়োগ, পদোন্নতিতে দুর্নীতি নিয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, সিএজি কার্যালয় এবং বেসিক ব্যাংকের নানা প্রতিবেদনে ব্যাংকটির সাবেক চেয়ারম্যানের সংশ্লিষ্টতার চিত্র উঠে আসে। অথচ বেসিক ব্যাংকের পর্ষদ ও এর চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁকে এবং পরিচালনা পর্ষদকে বাদ দিয়েই সেপ্টেম্বর মাসে ৫৬টি মামলা করে দুদক।

এরশাদ আমলে শেখ আবদুল হাই বাগেরহাট-মোল্লারহাট থেকে একবার সংসদ সদস্য হয়েছিলেন। সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে বলে প্রচার রয়েছে।