বাংলার খবর২৪.কম, চুয়াডাঙ্গা : জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পাটি সংসদ থেকে প্রদত্যাগ করলে সংবিধান মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অবঃ জাবেদ আলী।
মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষ্যে এক মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন।
জাতীয় পাটি প্রদত্যাগ করলে দেশে কোন সাংবিধানিক সংকট দেখা দেবে কিনা এবং বাংলাদেশে আগাম মধ্যবর্তী নির্বাচনের স¤া¢বনা আছে কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন জাবেদ আলী।
তিনি বলেন এমন সংকট দেখা দিলে সংবিধানের ৬৫,৭৩, ১২৩ ও ১৪৮ ধারায় স্পষ্ট করে বলা আছে কিভাবে নির্বাচন হবে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মজিবর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, পুলিশ সুপার রশীদুল হাসানসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার চুয়াডাঙ্গার নবনির্মিত সার্ভার ষ্টেশন আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পর তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন।