এম,ইব্রাহিম খলিল,সীতাকুন্ড প্রতিনিধি: চট্টগ্রাম মেডিকেল কলেজ শিশু ওয়ার্ড মরন ফাঁদ প্রতিদিন গড়ে ৭ শিশুর মৃতদেহ মা ও বাবা আত্মিয় স্বজনের নিকট হস্তান্তর করছে ,শিশু মৃত্যুর পর আত্মীয় স্বজন কান্না করা ও মানা । অভিযোগ করার কোন স্থান নাই সাধারণ মানুষের। চট্টগ্রাম মেডিকেলে আর ভর্তি হইবি নি ? টাকা কম খরচে ভাজা মছমছে হইবো আশা করচ কেমনে । প্রাইভেট ক্লিনিকে গেলে বাচ্ছা মরতো না এখানে মরব বেশী উল্টা পাল্টা করলে পুলিশ দিয়ে পিটাইব । এই ভাবে আয়া মাসি নার্স ও ইর্ন্টানি ডাক্তার দের ধমক এবং বাচ্চা মৃত্যুর জন্য মা, বাবা , আত্মীয় স্বজন কান্না করা ও নিষেধ পুলিশে দেওয়ার ধমক। ভাল সুস্থ বাচ্ছাকে শিশু ওয়ার্ডে চেক করতে পাঠালে ই লাইফ সার্পোটে জীবিত ডুকিয়ে মৃত বাহির করে । কোন শিশুর মৃত্যুকুপ থেকে ফিরে আসার সম্ভবনা নাই । এই রকম ভুক্তভুগি সীতাকুন্ডের বারবকুন্ড এলাকার রবিঊল হোসেনের ও স্ত্রী আনজুমান আরা প্রথম সন্তান ভূল চিকিৎসা ও ডাক্তার, নার্স, আয়াদের অবহেলায় সুস্থ নবজাতক শিশুর মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেন নিহত শিশুর মা-বাবা ও আত্বীয়-স্বজনরা। এভাবে ভূল চিকিৎসায় প্রতিদিন ৭-১০ জন শিশুর মৃত্যু ঘটে বলেও অভিযোগে বলেন।
সূত্রে জানা যায়, সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড নতুনপাড়া গ্রামের আ’লীগ নেতা নিজাম উদ্দিনের মেয়ে আনজুমান আরা (২৭) সন্তান প্রসবের সময় হলে ডাক্তার কৃষ্ণা দত্তের কাছে প্রাইভেট চেকআপ এর পর তিনি চমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরামর্শনুযায়ী গত ১৯ সেপ্টেম্বর ২০১৫ইং চমেক হাসপাতালে ৩৪নং ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির পর নরমাল ডেলিভারী করার জন্য ওয়েটিং এ রাখেন। সে দিনই অন্য একটি গ্রুপ এসে নার্সরা জানায় সিজার করতে হবে । এরই মধ্যে তিন দফা বিপুল পরিমান ঔষুধ কিনিয়ে নার্সদের হেফাজতে নিয়ে নেয়। ঐ দিন সন্ধ্যা ৭টায় সিজার করে এবং নবজাতক ছেলে শিশু ও মা সুস্থ অবস্থায় ডেলিভারী হওয়ার পর শিশুকে বুকের দুধ খাওয়ানোর ইচ্ছা পোষন করলে নার্স ও আয়ারা নবজাত শিশুটিকে আলাদা করে ৩২নং ওয়ার্ডে ৩৩নং বেডে নিয়ে যায় চেক আপ করানোর জন্য। সেখানে শিশুটিকে লাইফ সাপোর্ট দেয়া শুরু করে কোন প্রকার পরীক্ষা ছাড়াই। লাইফ সাপোর্ট কেন দিচ্ছে জিজ্ঞাস করলে শিশুরটির ছোট নানি তাসলিমা কে নাজেহাল করে আয়া নার্সরা। এভাবে লাইফ সাপোর্টে দুই দিন রাখার পর এক ডাক্তার সান্তা বলেন জন্ডিস হতে পারে তাই তাকে লাইফ সাপোর্ট দেয়া হচ্ছে। শিশুর নানী নূর নাহার বেগম জানায়, শিশুটি দুই দিন দুধ খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। কিন্তু নার্স আয়ারা খেতে দেয়নি। জন্ডিস না হলেও শিশুটিকে লাইফ সাপোর্ট দেয়ায় অতিরিক্ত গরমে শিশুটি তিন দিনের মাথায় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। শিশুটির চোখে তুলা দিয়ে পাওয়ারী লাইট জ্বালিয়ে তাপ দেয়া হয়েছিল। নূর নাহার বেগম আরো অভিযোগ করে বলেন, নার্স আয়ারা শুধু ঔধুধের স্লিপ দিয়ে ঔষুধ কিনায় কিন্তু রোগীকে ব্যবহার করতে দেখা যায় না। তার সুস্থ মেয়েকে অসুস্থ করে দিয়েছে সিজার করে গত এক মাসে ও আমর মেয়ে সুস্থ হচ্ছে কি ক্ষতি করেছে এখনো বুঝতে পারছি না। প্রয়োজনীয় ঔষুধ কিনে দিলেও তারা দেয়নি। অপরদিকে নবজাতক শিশুটিকে কোন প্রকার পরীক্ষা ছাড়া লাইট সাপোর্ট দিয়ে তিন দিনে মেরে ফেলেছে। কর্মরত ডাক্তাররা ঠিকমত দেখেন না। এই ওয়ার্ডে আয়া-নার্সরাই সর্বসর্বা। তারা রোগীর সঙ্গে থাকা লোকদের সঙ্গেঁ চরম খারাপ ব্যবহার করেন। তারা ঔষুধ বাহিরে নিয়ে পূনরায় ফার্মেসীতে বিক্রি করে দেন। শুধু ঔষুধ কেনানোর জন্য রোগীকে ভর্তি দেখান, চিকিৎসার জন্য নয়। ডাক্তার নার্সদের সঙ্গেঁ প্রাইভেট হাসপাতালের যোগ সাজস রয়েছে বলেও অভিযোগে বলেন।
শিরোনাম :
চমেক হাসপাতালের শিশু ওয়ার্ড যেন মরন ফাঁদ প্রতিদিন ৫-১০নবজাতকের মৃত্যু হয়
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫
- ১৮৫৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ