ফারুক আহম্মেদ সুজন: এক হাজার ৭৭২ কোটি টাকা ব্যয়ে ৪টি নতুন প্রকল্প চূড়ান্ত অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সরকারি অর্থায়নে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার একনেকের ২০১৪-১৫ অর্থবছরের ৭ম সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়ন প্রকল্প, পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া ও চাঁদপুর), সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প এবং নড়াইল জেলার সদর উপজেলাধীন পুরাতন ফেরীঘাট সংলগ্ন চিত্রা নদীর উপর ১৪০ মিটার ব্রিজ ও ১৪০ মিটার ভায়াডাক্ট নির্মাণ প্রকল্প।
এর মধ্যে চট্রগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়ন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৯ কোটি ৭০ লাখ টাকা। বাস্তবায়নকাল জুলাই ২০১৪ হতে জুন ২০১৮ পর্যন্ত। প্রাক্কলিত ব্যয়ের মধ্যে জিওবি এক হাজার ৬৩ কোটি ৬২ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৬ কোটি ৮ লাখ টাকা। বিদ্যুৎ বিভাগের অধীন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ প্রকল্পটি বাস্তবায়িত করবে। এ প্রকল্পের আওতায় ২০২১ সালের মধ্যে দেশের সবাইকে বিদুৎ সেবার আওতায় আনার লক্ষে চট্রগ্রাম জোনের বিদ্যমান দুর্বল বিতরণ অবকাঠামোর উন্নয়ন করা হবে বলে সভায় জানানো হয়।
পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া ও চাঁদপুর) প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫শ’ ৬৪ কোটি ১১ লাখ টাকা। অর্থায়ন করবে স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০১৪ হতে জুন ২০১৯ পর্যন্ত।
সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি টাকা। সরকারের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জুলাই ২০১৪ হতে জুন ২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এছাড়া নড়াইল জেলার সদর উপজেলাধীন পুরাতন ফেরীঘাট সংলগ্ন চিত্রা নদীর উপর ১৪০ মিটার ব্রিজ এবং ১৪০ মিটার ভায়াডাক্ট নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ১৩ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) জুলাই ২০১৪ হতে জুন ২০১৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।