ঢাকা: চিত্রনায়ক রিয়াজের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাঁকে এ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছে চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে তবে তিনি শঙ্কামুক্ত আছেন।
‘কৃষ্ণপক্ষ’ সিনেমার সহকারী পরিচালক জুয়েল রানা গণমাধ্যমকে বলেন এই তথ্য জানান।
মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার শুটিং সেটে সোমবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। তাৎক্ষণিক তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে এ্যাপলো হাসপাতালে স্থানান্তর করা হয়। এনজিওগ্রাম করার পর চারটি ব্লক ধরা পড়ে।
কৃষ্ণপক্ষ’ সিনেমার প্রধান সহকারী পরিচালক জুয়ের রানা সোমবার রাত সাড়ে ১১টায় গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে শঙ্কামুক্ত চিত্রনায়ক রিয়াজ।
তাকে হাসপাতালে এনজিওগ্রাম করার পর চারটি ব্লক ধরা পড়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই। প্রাথমিকভাবে তিনি এখন শঙ্কামুক্ত।’
অনেকদিন ধরেই সিনেমায় অভিনয় করছেন তাকে মাঝে বেশ কিছু টিভি নাটকে দেখা গেলেও সিনেমায় দেখা যায়নি এই অভিনেতাকে। দীর্ঘদিন পর শাওনের ‘কৃষ্ণপক্ষ’ সিনেমায় অভিনয় করছিলেন তিনি।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করছেন মেহের আফরোজ শাওন। এটি শাওনের পরিচালনায় প্রথম সিনেমা। অভিনয় করছেন মাহিয়া মাহি, ফেরদৌস, তানিয়া আহমেদ’সহ অনেকে।
হুমায়ূন আহমেদের জন্মদিনে (১৩ নভেম্বর) সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের।