অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত Logo নওগাঁয় স্থানীয়দের উদ্যােগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত Logo আজ ৭৩০ জনযাত্রী নিয়ে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য Logo বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সোহেল হাফিজ সভাপতি।। সালেহ্ সম্পাদক Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ – নারী Logo পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে “রূপসী বাংলা এক্সপ্রেস” ট্রেনের যাত্রা শুরু Logo বরগুনায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার  Logo বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

নিম্নমানের হওয়ায় গম খালাস না করার সিদ্ধান্ত

খুলনা : খাবার অনুপোযোগী ও নিম্নমানের হওয়ায় ফ্রান্স থেকে আমদানি করা ২১ হাজার টন গম গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে মংলা বন্দর আমদানি গম খালাস তদারকি কমিটি। এর ফলে সাইপ্রাস পতাকাবাহী এমভি পিনটেল নামে একটি জাহাজ মংলা বন্দরের হারবারিয়াতে ছয় দিন ধরে ভাসছে।

গম গ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করেছেন তদারকি কমিটির আহ্বায়ক খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী নূরুল ইসলাম। আটকে যাওয়া গমের মূল্য প্রায় ৪৪ কোটি টাকা বলে জানান তিনি।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী নূরুল ইসলাম জানান, ফ্রান্স থেকে আমদানি করা গম নিয়ে জাহাজটি ১২ অক্টোবর দুপুরে মংলা বন্দরে প্রবেশ করে। গমের মান পরীক্ষার ৬ সদস্যের কমিটি ১৩ অক্টোবর জাহাজে গিয়ে গম সরেজমিনে দেখে ও নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় নিম্নমান এবং খাবার অনুপোযোগী থাকায় গম গ্রহণে অস্বীকৃতি জানানো হয়।

তিনি জানান বিষয়টি খাদ্য মন্ত্রণালয়সহ আমদানীকারক ঠিকাদারকে জানানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের জন্য এই গম আমদানি করেছে ঢাকার ইমপেক্স কনসালটেন্ট লিমিটেড।

সাইপ্রাসের পতাকাবাহী এমভি পিনটেল জাহাজের স্থানীয় এজেন্ট লিডমন্ড শিপিংয়ের ম্যানেজার সৈয়দ মুরতজা আলী বাপ্পি জানান, জাহাজটিতে মোট ৫২ হাজার ৫০০ টন গম আমদানি করা হয়েছিল। চট্টগ্রাম বন্দরে ৩১ হাজার ৫০০ টন গম খালাসের পর বাকি ২১ হাজার টন গম নিয়ে জাহাজটি ১২ অক্টোবর মংলা আসে।

তিনি প্রশ্ন রেখে বলেন, যে গম চট্টগ্রামে খালাস হতে পারে, সেই একই গম মংলায় খালাস হতে দোষের কি? তিনি কিছু গমের নমুনা দেখিয়ে বলেন গমের একটু ডাস্ট বেশি, তবে খাবার অনুপযোগী নয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ

নিম্নমানের হওয়ায় গম খালাস না করার সিদ্ধান্ত

আপডেট টাইম : ০১:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫

খুলনা : খাবার অনুপোযোগী ও নিম্নমানের হওয়ায় ফ্রান্স থেকে আমদানি করা ২১ হাজার টন গম গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে মংলা বন্দর আমদানি গম খালাস তদারকি কমিটি। এর ফলে সাইপ্রাস পতাকাবাহী এমভি পিনটেল নামে একটি জাহাজ মংলা বন্দরের হারবারিয়াতে ছয় দিন ধরে ভাসছে।

গম গ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করেছেন তদারকি কমিটির আহ্বায়ক খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী নূরুল ইসলাম। আটকে যাওয়া গমের মূল্য প্রায় ৪৪ কোটি টাকা বলে জানান তিনি।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী নূরুল ইসলাম জানান, ফ্রান্স থেকে আমদানি করা গম নিয়ে জাহাজটি ১২ অক্টোবর দুপুরে মংলা বন্দরে প্রবেশ করে। গমের মান পরীক্ষার ৬ সদস্যের কমিটি ১৩ অক্টোবর জাহাজে গিয়ে গম সরেজমিনে দেখে ও নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় নিম্নমান এবং খাবার অনুপোযোগী থাকায় গম গ্রহণে অস্বীকৃতি জানানো হয়।

তিনি জানান বিষয়টি খাদ্য মন্ত্রণালয়সহ আমদানীকারক ঠিকাদারকে জানানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের জন্য এই গম আমদানি করেছে ঢাকার ইমপেক্স কনসালটেন্ট লিমিটেড।

সাইপ্রাসের পতাকাবাহী এমভি পিনটেল জাহাজের স্থানীয় এজেন্ট লিডমন্ড শিপিংয়ের ম্যানেজার সৈয়দ মুরতজা আলী বাপ্পি জানান, জাহাজটিতে মোট ৫২ হাজার ৫০০ টন গম আমদানি করা হয়েছিল। চট্টগ্রাম বন্দরে ৩১ হাজার ৫০০ টন গম খালাসের পর বাকি ২১ হাজার টন গম নিয়ে জাহাজটি ১২ অক্টোবর মংলা আসে।

তিনি প্রশ্ন রেখে বলেন, যে গম চট্টগ্রামে খালাস হতে পারে, সেই একই গম মংলায় খালাস হতে দোষের কি? তিনি কিছু গমের নমুনা দেখিয়ে বলেন গমের একটু ডাস্ট বেশি, তবে খাবার অনুপযোগী নয়।