পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়া ৩৪৫, উত্তর শাহজাহানপুর ঢাকার জনাব কনক পারভেজের স্ত্রী সাবিনা রহমানের (৫০) দীর্ঘ ১৪ দিনেও খোঁজ মেলেনি। বর্তমানে তার পরিবাওে চলছে শোকের মাতম।
সাবিনা রহমান মক্কায় হজ্ব পালনের উদ্দেশ্যে গত ২৭ আগস্ট স্বামীসহ বাংলপাদেশ ত্যাগ করেন। গত ২৩ সেপ্টেম্বও তিনি আরাফাতের ময়দানে হজ্বব্রত পালন শেষে গত ২৪ সেপ্টেম্বর মিনায় প্রতীকি শয়তানকে পাথর নিক্ষেপের সময় তিনি পদদলিত হন। এসময় তার স্বামী তাকে একটি এ্যাম্বুলেন্সে তুলে দেন। সে থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তবে তিনি নিহত হয়েছেন নাকি নিখোঁজ রয়েছেন সে বিষয়ে সরকারী ভাবে কিছু জানানো হয়নি বলে পরিবারের দাবী।