ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় এশিয়ান কার্ডিয়াক নামে একটি হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলার কারণেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর পালিয়েছে হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসকরা।
বর্তমানে হাসপাতালটির আইসিইউতে ২টি ও এনআইসিউতে আরো ৫টি শিশু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ওদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।