ঢাকা: আজ শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
রেলওয়ের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকিট দেওয়া হবে এবং বিক্রির পর ফেরত হবে না।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা স্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করবেন।