ঢাকা : ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের নির্বাহী পরিষদের এক সভা আজ বুধবার সকাল ১১টায় ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ডিইউজের দ্বিবার্ষিক সাধারণ সভা ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এবং নির্বাচন ১৮ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।
ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি খন্দকার হাসনাত করিম ও সৈয়দ আলী আসফার, যুগ্ম সম্পাদক শাহীন হাসনাত, প্রচার সম্পাদক আকন আবদুল মান্নান, জনকল্যাণ সম্পাদক আবদুস সেলিম, নির্বাহী পরিষদ সদস্য এরফানুল হক নাহিদ, ও মোঃ শাহজাহান সাজু, বাসসের ইউনিট প্রধান আবুল কালাম মানিক, দৈনিক আমার দেশ ইউনিট প্রধান বাছির জামাল, দৈনিক নয়া দিগন্ত ইউনিট প্রধান ফয়েজ উল্ল্যা ভূঁইয়া, দৈনিক মুক্ত খবরের ডেপুটি ইউনিট প্রধান জসিম মেহেদী প্রমুখ।
নির্বাহী পরিষদের এই সভায় ডিইউজের গঠনতন্ত্র লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের সুনাম ক্ষুণ্য এবং সাংবাদিক ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।