বাংলার খবর২৪.কম, সিলেট : সিলেটে ডাকাতির সময় গৃহকর্তার কান কেটে নিলো ডাকাতরা। এসময় বাড়ির লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে তারা। রবিবার ভোররাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমার পিরিজপুরের বাসিন্দা ইজ্জত আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির লোকজন জানান, রাত ৩টার দিকে ৭-৮ জনের ডাকাত দল দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় গৃহকর্তা ইজ্জত আলী (৫৮) চিৎকার করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তার কান কেটে নেয়। এরপর ঘরে থাকা নারী ও শিশুদের বেঁধে রেখে নগদ ২ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন বলেন, ঘটনাটি ডাকাতি নয়। ঘরে ঢুকে অস্ত্রধারী যুবকরা গৃহকর্তার কান কেটেছে। এছাড়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটের কথা স্বীকার করেছেন তিনি।
শিরোনাম :
সিলেটে গৃহকর্তার কান কেটে নিলো ডাকাত!
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪
- ১৬২৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ