অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত Logo নওগাঁয় স্থানীয়দের উদ্যােগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত Logo আজ ৭৩০ জনযাত্রী নিয়ে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য Logo বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সোহেল হাফিজ সভাপতি।। সালেহ্ সম্পাদক Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ – নারী Logo পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে “রূপসী বাংলা এক্সপ্রেস” ট্রেনের যাত্রা শুরু Logo বরগুনায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার  Logo বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

সীতাকুন্ডে ২দিন ব্যাপী আয়কর মেলা উদ্বোধন

এম ,ইব্রাহিম খলিল,সীতাকুন্ড প্রতিনিধি: সুখী স্বদেশ গড়তে ভাই আয়কর এর বিকল্প নাই, সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন” এই শ্লোগান কে সামনে রেখে চলতি বছরের আয়কর মেলার আয়োজন করেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ কর কমিশনারের কার্যালয় সার্কেল Ñ১৭ (সীতাক্ন্ডু ) কর অঞ্চল Ñ১ চট্টগ্রাম । সর্বসাধারণ কে সচেতন করার লক্ষে মেলার আয়োজন করা হয়েছে ১৯ ও ২০ সেপ্টেম্বর শনিবার ও রবিবার উপজেলাস্থ জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ( এল কে সিদ্দিকী স্কয়ার ) আয়কর মেলা ২০১৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হইয়েছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এম পি, সহকারী কমিশনার ভুমি মাহবুবুল আলম , সহকারী পুলিশ সুপার সাইফল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুইয়া , সীতাকুন্ড পৌর সভার মেয়র নায়েক (অব:) সফিঊল আলম, প্রেস ক্লাবে আহবায়ক আলহাজ্ব এম হেদায়েত, প্যানেল মেয়র জুলফিকার আলী মাসুদ শামীম, সাঈদ মিয়া , যুগ্ম কর কমিশনার আমিনুর রহমানের সভাপতিত্বে সহকারী কর কমিশনার এ কে এম শামশুল আলম , সার্কেল Ñ১৭( সীতাকুন্ড ) কর অঞ্চল Ñ১, চট্টগ্রাম ও পৌর আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীরের যৌথ পরিচালনায় করদাতা কমিশনার বদিউর আলম বদি, মফিজুর রহমান, আলা উদ্দিন, ছাত্র লীগ সভাপতি জাহেদ চৌধুরী ফারুক প্রমুখ,
মেলায় নতুন পুরাতন করদাতাদের রিটার্ণ পুরণে সহায়তা প্রধান । ইÑ টিআইএন রেজিস্ট্রেশন । আয়কর রিটার্ণ গ্রহণ ,ব্যাংকিং সেবা প্রদান, রিটার্ণ ফরম ও অন্যানন্য পুস্তিকা বিনামুল্যে সরবরাহ সহ যাবতীয় সেবা প্রদান করা হইয়েছে । কর দাতাদের সাথে করে ই- টিআইএন রেজিস্ট্রেশনের জন্য ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ২০১৫Ñ ১৬ সালের কর বর্ষের পরিমান তিন হাজার টাকা নুন্যতম করের সাথে করে আনার আহবান জানান সহকারী কর কমিশনার ।
এক জন দায়িত্ববান নাগরিক মাত্র তিন হাজার টাকা কর দিয়ে সরকারে খাতায় করদাতা হিসাবে লিপি বদ্ধ হওয়া , আয়কর রিটার্ণের টিন সার্টিফিকেট ব্যক্তিগত বিভিন্ন কাজে প্রয়োজন লাগতে পারে । প্রধান অতিথি ১৯Ñ২০ সেপ্টেম্বর আয়কর মেলায় অংশ গ্রহণ করে আয়কর বিভাগের বিশেষ সুবিধা গ্রহণ করার জন্য সীতাকুন্ডের শিল্পপতি, ব্যবসায়ী ,চাকুরীজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী , দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উর্দ্ধে যার আয় প্রতি বছর হয় সে করের আওতায় পড়বে সকল নাগরিকদের কে কর দেওয়ার আহবান জানান ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ

সীতাকুন্ডে ২দিন ব্যাপী আয়কর মেলা উদ্বোধন

আপডেট টাইম : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

এম ,ইব্রাহিম খলিল,সীতাকুন্ড প্রতিনিধি: সুখী স্বদেশ গড়তে ভাই আয়কর এর বিকল্প নাই, সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন” এই শ্লোগান কে সামনে রেখে চলতি বছরের আয়কর মেলার আয়োজন করেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ কর কমিশনারের কার্যালয় সার্কেল Ñ১৭ (সীতাক্ন্ডু ) কর অঞ্চল Ñ১ চট্টগ্রাম । সর্বসাধারণ কে সচেতন করার লক্ষে মেলার আয়োজন করা হয়েছে ১৯ ও ২০ সেপ্টেম্বর শনিবার ও রবিবার উপজেলাস্থ জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ( এল কে সিদ্দিকী স্কয়ার ) আয়কর মেলা ২০১৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হইয়েছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এম পি, সহকারী কমিশনার ভুমি মাহবুবুল আলম , সহকারী পুলিশ সুপার সাইফল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুইয়া , সীতাকুন্ড পৌর সভার মেয়র নায়েক (অব:) সফিঊল আলম, প্রেস ক্লাবে আহবায়ক আলহাজ্ব এম হেদায়েত, প্যানেল মেয়র জুলফিকার আলী মাসুদ শামীম, সাঈদ মিয়া , যুগ্ম কর কমিশনার আমিনুর রহমানের সভাপতিত্বে সহকারী কর কমিশনার এ কে এম শামশুল আলম , সার্কেল Ñ১৭( সীতাকুন্ড ) কর অঞ্চল Ñ১, চট্টগ্রাম ও পৌর আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীরের যৌথ পরিচালনায় করদাতা কমিশনার বদিউর আলম বদি, মফিজুর রহমান, আলা উদ্দিন, ছাত্র লীগ সভাপতি জাহেদ চৌধুরী ফারুক প্রমুখ,
মেলায় নতুন পুরাতন করদাতাদের রিটার্ণ পুরণে সহায়তা প্রধান । ইÑ টিআইএন রেজিস্ট্রেশন । আয়কর রিটার্ণ গ্রহণ ,ব্যাংকিং সেবা প্রদান, রিটার্ণ ফরম ও অন্যানন্য পুস্তিকা বিনামুল্যে সরবরাহ সহ যাবতীয় সেবা প্রদান করা হইয়েছে । কর দাতাদের সাথে করে ই- টিআইএন রেজিস্ট্রেশনের জন্য ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ২০১৫Ñ ১৬ সালের কর বর্ষের পরিমান তিন হাজার টাকা নুন্যতম করের সাথে করে আনার আহবান জানান সহকারী কর কমিশনার ।
এক জন দায়িত্ববান নাগরিক মাত্র তিন হাজার টাকা কর দিয়ে সরকারে খাতায় করদাতা হিসাবে লিপি বদ্ধ হওয়া , আয়কর রিটার্ণের টিন সার্টিফিকেট ব্যক্তিগত বিভিন্ন কাজে প্রয়োজন লাগতে পারে । প্রধান অতিথি ১৯Ñ২০ সেপ্টেম্বর আয়কর মেলায় অংশ গ্রহণ করে আয়কর বিভাগের বিশেষ সুবিধা গ্রহণ করার জন্য সীতাকুন্ডের শিল্পপতি, ব্যবসায়ী ,চাকুরীজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী , দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উর্দ্ধে যার আয় প্রতি বছর হয় সে করের আওতায় পড়বে সকল নাগরিকদের কে কর দেওয়ার আহবান জানান ।