ঢাকা ঃএক প্রতারকের খপ্পরে পড়ে রূপগঞ্জ ও ডেমরা এলাকার মুক্তিযোদ্ধাসহ ১০ পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। প্রতারকের নানা হয়রানি ও চাপের মুখে অসহায় এক নৌকার মাঝি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পরও কোনো সুরাহা না হওয়ায় নিঃস্ব হওয়া পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকেলে নগরপাড়া-চনপাড়া সড়কে বিক্ষোভ মিছিল করে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রতারককে গ্রেফতার করা না হলে স্মারকলিপি, সড়ক অবরোধসহ আরো কঠোর কর্মসূচী দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধরা।
ভুক্তভোগী পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, চাঁদপুর জেলার মতলব থানার চক্কর গ্রামের মৃত আবুল খায়েরের বখাটে ছেলে টিটো ছোটকাল থেকেই নেশায় আসক্ত হয়ে পড়ে। এক সময় সে ঢাকায় চলে আসে। ঢাকার যাত্রাবাড়ীর ব্রাক্ষণচিরণ এলাকার বাসায় সে বসবাস শুরু করে। একপর্যায়ে প্রতারণা শুরু করে টিটো। সে বিভিন্ন জনের কাছ থেকে জমি দেওয়া বাবদ টাকা হাতিয়ে নেয়। তার প্রতারণার শিকার হয়েছেন রূপগঞ্জ ও ডেমরা থানার ১০টি পরিবার।
প্রতারণার শিকার রূপগঞ্জের দেইলপাড়া এলাকার মাজেদা বেগম। তিন শতক জমি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এ প্রতারক। একই এলাকার নৌকার মাঝি ফজলুল হকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এক লাখ টাকা। টাকার শোকে আর প্রতারক টিটোর হয়রানির শিকার হয়ে গত এক মাস আগে ফজলুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আর বাবুল চন্দ্রের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৭০ হাজার টাকা। সেলিনা বেগমের স্বর্ণালংকারসহ ৬ লাখ টাকা। খামার পাড়া এলাকার শফিউল্লাহ মৃধার কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ডেমরা এলাকার মোস্তফা মিয়ার কাছ থেকে হাতিয়ে নিয়েছে দুই লাখ টাকা।
কথা হয় ফজলুল হকের স্ত্রী মরিয়ম আক্তার মরির সঙ্গে। তিনি কান্নাজড়িতকন্ঠে বলেন, ভাই আমার ‘সোয়ামি সারাদিন নৌকা চালাইতো। এইডা দিয়া আমাগো সংসার চলতো। এই টেকা থেইক্যাই জমাইয়া এক টেকা দিছি টিটোরে। ও কইছে ৫ শতাংশ জমিন দিবো। টেকারতো খবরই নাই। উল্টা আমার সোয়ামিরে হুমকি দিতো। চিন্তায়-চিন্তায় হেয় (স্বামী) মারা গেলো। থানায় জানাইলাম। দারোগা বেডায় আর খবর লইলো না। পাঁচজন পোলাপাইন। মাইনসের বাড়িত কাম কইরা সংসার চালাই। পুলিশ গরীবের লেইগা না। চোর বাটপার আর বড়লোকগো লেইগা।’ প্রতারণার শিকার মাজেদা বেগম। তিনি বাড়ি বাড়ি কাপড় বিক্রি করে সংসার চালান। মাজেদা বেগম বলেন, ‘ভাই কইয়েন না। টিটো একটা বাটপার। কত্তো মাইনসেরে জমি দেওনের কতা কইয়া টেকা-পয়সা নিছে এর ইয়াত্তা নাই। আমারে তিন শতাংশ জমি দেওনের কতা কইয়া ৪ লাখ টেকা নিছে। এহন টেকা চাইলে হুমকি-ধামকি দেয়।’
টিটোর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, প্রতারণা, জালিয়াতি আর ইয়াবার ব্যবসা করে সে এখন অগাধ টাকার মালিক হয়েছে। রূপগঞ্জের কায়েতপাড়া, গাজীপুরের বোর্ডবাজার ও যাত্রাবাড়ী এলাকায় তার রয়েছে বাড়ি।
এ ব্যাপারে টিটোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, টাকা নিয়েছি। দিয়ে দিবো। কিন্তু হুমকি-ধমকি দেইনি। আর আমি কোনো অবৈধ ব্যবসা করি না। আমার কোনো বাড়ি নেই। এগুলো সব বাবার ও পরিবারের লোকজনের নামে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছিলো। সে সুবাদে প্রতারক টিটোকে থানায় ডাকা হয়েছিলো। সে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলেছিলো। এরপর থেকেই সে আর কারো সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে জেনেছি। তবে তাকে আটকের চেষ্টা চলছে।
শিরোনাম :
প্রতারকের খপ্পরে রূপগঞ্জ ও ডেমরা এলাকার মুক্তিযোদ্ধাসহ ১০ পরিবার নিঃস্ব হয়ে পড়েছে
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:৪৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
- ১৪৫১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ