ভোলা: ভোলার চরফ্যাশন থানাধীন বঙ্গোপসাগরের কালকিনী এলাকায় জেলেদের চারটি ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়েছে। তাদের ছোড়া গুলিতে এক জেলে নিহত ও অন্তত ২০ জেলে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ গণডাকাতির ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে মোসলে উদ্দিন, রফিক, সাহাজল ও আলমগীরের নাম পাওয়া গেছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় জেলেরা জানান, দৌলতখান উপজেলার জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরছিল। এ সময় একদল জলদস্যু অস্ত্রের মুখে জেলে নৌকায় গণডাকাতি চালায়। জেলেরা বাধা দিতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে দস্যুরা জেলেদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন নিহত ও ২০ জেলে গুলিবিদ্ধ হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, জেলেদের ট্রলারে দস্যুদের হামলার খবর পেয়েছি। বিস্তারিত জানার জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।