পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক Logo সীমান্তে দুই নারী পাচারকারি আটক Logo কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর Logo বরগুনার আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান হোটেল বন্ধ ও দুই নারীকে কারাদণ্ড Logo যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত Logo বগুড়ায় ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার Logo লালমনিরহাট সীমান্তে ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত

“আমার সাথে বিয়ের কথা চলছে, ওই ছেলেটির সাথেও সম্পর্ক চালিয়ে যাচ্ছে…”

ডেস্ক : আপু, কয়েক মাস আগে আপনারই একটি পোস্টের লাইক/কমেন্টের সূত্র ধরে একটি মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় এবং বন্ধুত্ব হয়, যে ফেসবুকে আপনারও বন্ধু। পরবর্তীতে সে ঐ আইডি ডিএকটিভ করে নতুন নামে আরেকটি একাউন্ট চালু করে। যদিও তার সাথে ফোনে আলাপের সূত্র ধরে জানতে পারি তার আসল নাম এবং ডাক নাম তানিয়া।

যাই হোক, তানিয়ার সাথে আমার আলাপ বাড়তেই থাকে। সে ব্লগে কিছু লেখালেখির সাথে যুক্ত, যা আমার ভাললাগে। তার প্রতি আমার বিশেষ ধরণের ভাললাগা তৈরি হতে থাকে। এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করি, তার কারো সাথে সম্পর্ক আছে কি না। সে জানায় একটি সম্পর্ক ছিল যা তিন বছর আগে টোটালি ব্রেক আপ হয়ে গেছে। আমি তাকে প্রেমের প্রস্তাব দিই, সে কয়েকদিন পরে সম্মতি জানায়।

এর মধ্যে সে তার বাবার সাথে ঢাকায় বেড়াতে গেলে আমাদের প্রথম দেখা হয়। দেখা হওয়ার প্রথম দিন আমরা ঘন্টাখানেক সময় একসাথে কাটাই। দ্বিতীয় দিন আমি অফিস ছুটি নিয়ে প্রায় সারাদিন একসাথে ঘোরাফেরা করি।

আমাদের সম্পর্ক দ্রুত এগোচ্ছিল। সে বলে বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে, কারণ প্রায়ই নাকি তার বাড়িতে বিয়ের প্রস্তাব আসে। তখন আমি তার বাড়ি বগুড়াতে আমার পরিচিত বড় ভাই দ্বারা একটু আনুষ্ঠানিক খোঁজ খবর নিই। পরবর্তীতে উত্তরবঙ্গেরই আমার এক বড় ভাই দ্বারা তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিই। তার বাবা সন্তোষজনক কথা বলে। এরপর আমার বাবা তার বাবার সাথে ফোনে কথা বলে। আমি ঢাকায় চাকরিরত তার ভাবীর সাথে দেখা করি। দুই পরিবারের অভিভাবকদের মধ্যে নিয়মিত কথাবার্তা হতে থাকে। বাকি থাকে শুধু বিয়ের তারিখ ঠিক করা।

এর মাঝে তার ফেসবুক স্টাটাসের কমেন্ট থেকে সন্দেহ করে একটি ছেলে আমার ইনবক্সে নক করে। সে তার সাথে আমার সম্পর্ক জানতে চায়। আমি সংক্ষেপে বলি আমাদের সম্পর্কের কথা। ছেলেটি আকাশ থেকে পড়ে। সে জানায় তানিয়ার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, যা এখনো চলমান। তানিয়া যখনই ঢাকায় আসে তার সাথে সময় কাটায়, শুধু নাকি লাস্ট বার বেশি সময় দেয়নি তবে দেখা-সাক্ষাত হযেছে।

ছেলেটি রিসেন্ট টাইমের তাদের ফেসবুক চ্যাটিংয়ের কিছু স্ক্রিনশট করে আমাকে পাঠায়। আমি খুব অবাক এবং মর্মাহত হই। অতি রোমান্টিক আবেগী কথাবার্তায় ভরপুর দুই দিক থেকেই। আমি তানিয়াকে সেগুলো দেখালে সে প্রথমে ওগুলো ফেক বলে অস্বীকার করে। পরে আমার চাপে পড়ে স্বীকার করতে বাধ্য হয়। কারণ, তার বাক্য গঠণের স্টাইল আমার জানা। সে অস্বীকার করতে পারেনা।

এরপর তানিয়া আমার কাছে ক্ষমা চাইতে থাকে এবং এরকম ভুল আর করবে না, সে শুধু আমাকেই ভালবাসে এগুলো বলে। আমি এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ওদিকে অন্য ছেলেটি আমার সাথে যোগাযোগ রাখছে। এতো কিছুর পর তানিয়া তার সাথেও সম্পর্ক রাখছে। তার কাছেও একই ধরণের কথা বলে ক্ষমা চাচ্ছে।

এই সম্পর্কটা নিয়ে আমি সিরিয়াস ছিলাম, তা আপনি হয়তো বুঝতে পারছেন। কিন্তু তানিয়ার এ ধরণের আচরণে আমি খুব ভেঙে পড়েছি। কী করবো বুঝতে পারছিনা। প্লিজ আমাকে একটা পরামর্শ দিন।”

পরামর্শ:

ভাই, শুনে খুবই কষ্ট হলো যে আমার কারণে মেয়েটির সাথে পরিচয়। আপনার এই কষ্টের জন্য কোথাও না কোথাও নিজেকেই দায়ী মনে হচ্ছে।

যাই হোক, যেহেতু আমার কাছে পরামর্শ চেয়েছেন, সেহেতু বোন হিসাবে আমি বলব মেয়েটির সাথে সম্পর্ক ত্যাগ করুন এবং ভুলেও একে বিয়ে করার কথা চিন্তা করবেন না। অনেকেই ছদ্মনামে ফেসবুকে আইডি খোলে, সেটা দেখলেই বোঝা যায়। কিন্তু কেউ যেন নিজের নাম আগাগোড়া পাল্টে আরেকজনের নাম নিয়ে আইডি খোলে বা একাধিক আইডি থেকে একাধিকজনের সাথে সম্পর্ক রক্ষা করে, তাঁকে কোন ভাবেই সৎমানুষ বলা যায় না। আর যে মানুষ সাধারণ জীবনেই সৎ নন, তিনি ব্যক্তিগত জীবনে কী সততা দেখাবেন।

আমার মনে হয় না মেয়েটি আপনাদের দুজনের কাউকেই ভালোবাসে। সে স্রেফ দুজনকেই হাতে রাখছে, বিয়ে করে যার স্ত্রী হওয়া যায়, একজনের হলেই হলো। ধরুন, আপনি তাঁকে অনেক বুঝিয়ে সম্পর্ক রাখলেন, তাঁর ওয়াদায় বিশ্বাস করে বিয়েও করলেন… কী গ্যারান্টি আছে যে এই মেয়েটি বিয়ের পর পরকীয়া করবে না? কিংবা এই একই ছেলের সাথে সম্পর্ক রাখবে না?

এই সম্পর্ক থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন। নিজের পরিবারকেও সরিয়ে নিন। সত্য কথাই বলুন যে মেয়েটি প্রতারক। আর যদি মেয়ের পরিবার খুব বেশী চিৎকার চেঁচামেচি করে, তাঁদেরকেও সত্য জানিয়ে দিন। বুঝতেই পারছি আপনি খুব কষ্ট পেয়েছেন। কিন্তু এই মিথ্যা সম্পর্ক চালিয়ে গেলে কষ্টের বোঝা আরও বাড়বে ভাই। সেটা করা মোটেও আপনার জন্য ভালো হবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

“আমার সাথে বিয়ের কথা চলছে, ওই ছেলেটির সাথেও সম্পর্ক চালিয়ে যাচ্ছে…”

আপডেট টাইম : ০১:৪১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ডেস্ক : আপু, কয়েক মাস আগে আপনারই একটি পোস্টের লাইক/কমেন্টের সূত্র ধরে একটি মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় এবং বন্ধুত্ব হয়, যে ফেসবুকে আপনারও বন্ধু। পরবর্তীতে সে ঐ আইডি ডিএকটিভ করে নতুন নামে আরেকটি একাউন্ট চালু করে। যদিও তার সাথে ফোনে আলাপের সূত্র ধরে জানতে পারি তার আসল নাম এবং ডাক নাম তানিয়া।

যাই হোক, তানিয়ার সাথে আমার আলাপ বাড়তেই থাকে। সে ব্লগে কিছু লেখালেখির সাথে যুক্ত, যা আমার ভাললাগে। তার প্রতি আমার বিশেষ ধরণের ভাললাগা তৈরি হতে থাকে। এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করি, তার কারো সাথে সম্পর্ক আছে কি না। সে জানায় একটি সম্পর্ক ছিল যা তিন বছর আগে টোটালি ব্রেক আপ হয়ে গেছে। আমি তাকে প্রেমের প্রস্তাব দিই, সে কয়েকদিন পরে সম্মতি জানায়।

এর মধ্যে সে তার বাবার সাথে ঢাকায় বেড়াতে গেলে আমাদের প্রথম দেখা হয়। দেখা হওয়ার প্রথম দিন আমরা ঘন্টাখানেক সময় একসাথে কাটাই। দ্বিতীয় দিন আমি অফিস ছুটি নিয়ে প্রায় সারাদিন একসাথে ঘোরাফেরা করি।

আমাদের সম্পর্ক দ্রুত এগোচ্ছিল। সে বলে বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে, কারণ প্রায়ই নাকি তার বাড়িতে বিয়ের প্রস্তাব আসে। তখন আমি তার বাড়ি বগুড়াতে আমার পরিচিত বড় ভাই দ্বারা একটু আনুষ্ঠানিক খোঁজ খবর নিই। পরবর্তীতে উত্তরবঙ্গেরই আমার এক বড় ভাই দ্বারা তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিই। তার বাবা সন্তোষজনক কথা বলে। এরপর আমার বাবা তার বাবার সাথে ফোনে কথা বলে। আমি ঢাকায় চাকরিরত তার ভাবীর সাথে দেখা করি। দুই পরিবারের অভিভাবকদের মধ্যে নিয়মিত কথাবার্তা হতে থাকে। বাকি থাকে শুধু বিয়ের তারিখ ঠিক করা।

এর মাঝে তার ফেসবুক স্টাটাসের কমেন্ট থেকে সন্দেহ করে একটি ছেলে আমার ইনবক্সে নক করে। সে তার সাথে আমার সম্পর্ক জানতে চায়। আমি সংক্ষেপে বলি আমাদের সম্পর্কের কথা। ছেলেটি আকাশ থেকে পড়ে। সে জানায় তানিয়ার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, যা এখনো চলমান। তানিয়া যখনই ঢাকায় আসে তার সাথে সময় কাটায়, শুধু নাকি লাস্ট বার বেশি সময় দেয়নি তবে দেখা-সাক্ষাত হযেছে।

ছেলেটি রিসেন্ট টাইমের তাদের ফেসবুক চ্যাটিংয়ের কিছু স্ক্রিনশট করে আমাকে পাঠায়। আমি খুব অবাক এবং মর্মাহত হই। অতি রোমান্টিক আবেগী কথাবার্তায় ভরপুর দুই দিক থেকেই। আমি তানিয়াকে সেগুলো দেখালে সে প্রথমে ওগুলো ফেক বলে অস্বীকার করে। পরে আমার চাপে পড়ে স্বীকার করতে বাধ্য হয়। কারণ, তার বাক্য গঠণের স্টাইল আমার জানা। সে অস্বীকার করতে পারেনা।

এরপর তানিয়া আমার কাছে ক্ষমা চাইতে থাকে এবং এরকম ভুল আর করবে না, সে শুধু আমাকেই ভালবাসে এগুলো বলে। আমি এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ওদিকে অন্য ছেলেটি আমার সাথে যোগাযোগ রাখছে। এতো কিছুর পর তানিয়া তার সাথেও সম্পর্ক রাখছে। তার কাছেও একই ধরণের কথা বলে ক্ষমা চাচ্ছে।

এই সম্পর্কটা নিয়ে আমি সিরিয়াস ছিলাম, তা আপনি হয়তো বুঝতে পারছেন। কিন্তু তানিয়ার এ ধরণের আচরণে আমি খুব ভেঙে পড়েছি। কী করবো বুঝতে পারছিনা। প্লিজ আমাকে একটা পরামর্শ দিন।”

পরামর্শ:

ভাই, শুনে খুবই কষ্ট হলো যে আমার কারণে মেয়েটির সাথে পরিচয়। আপনার এই কষ্টের জন্য কোথাও না কোথাও নিজেকেই দায়ী মনে হচ্ছে।

যাই হোক, যেহেতু আমার কাছে পরামর্শ চেয়েছেন, সেহেতু বোন হিসাবে আমি বলব মেয়েটির সাথে সম্পর্ক ত্যাগ করুন এবং ভুলেও একে বিয়ে করার কথা চিন্তা করবেন না। অনেকেই ছদ্মনামে ফেসবুকে আইডি খোলে, সেটা দেখলেই বোঝা যায়। কিন্তু কেউ যেন নিজের নাম আগাগোড়া পাল্টে আরেকজনের নাম নিয়ে আইডি খোলে বা একাধিক আইডি থেকে একাধিকজনের সাথে সম্পর্ক রক্ষা করে, তাঁকে কোন ভাবেই সৎমানুষ বলা যায় না। আর যে মানুষ সাধারণ জীবনেই সৎ নন, তিনি ব্যক্তিগত জীবনে কী সততা দেখাবেন।

আমার মনে হয় না মেয়েটি আপনাদের দুজনের কাউকেই ভালোবাসে। সে স্রেফ দুজনকেই হাতে রাখছে, বিয়ে করে যার স্ত্রী হওয়া যায়, একজনের হলেই হলো। ধরুন, আপনি তাঁকে অনেক বুঝিয়ে সম্পর্ক রাখলেন, তাঁর ওয়াদায় বিশ্বাস করে বিয়েও করলেন… কী গ্যারান্টি আছে যে এই মেয়েটি বিয়ের পর পরকীয়া করবে না? কিংবা এই একই ছেলের সাথে সম্পর্ক রাখবে না?

এই সম্পর্ক থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন। নিজের পরিবারকেও সরিয়ে নিন। সত্য কথাই বলুন যে মেয়েটি প্রতারক। আর যদি মেয়ের পরিবার খুব বেশী চিৎকার চেঁচামেচি করে, তাঁদেরকেও সত্য জানিয়ে দিন। বুঝতেই পারছি আপনি খুব কষ্ট পেয়েছেন। কিন্তু এই মিথ্যা সম্পর্ক চালিয়ে গেলে কষ্টের বোঝা আরও বাড়বে ভাই। সেটা করা মোটেও আপনার জন্য ভালো হবে না।