ঢাকা: রাজধানীর বকশীবাজারের আলীয়া মাদ্রাসার আল্লাহমা কাশগরি হলের ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নতুন কমিটি গঠনের কার্যক্রম নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আহতরা হলেন- মাহমুদুল হাসান, রাকিব, বাবু, ফেরদৌস, জুলহাস ও আমিরুল।
আহত মাহমুদুল হাসান জানান, আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের কর্যক্রম চালাতে গিয়েই এই মারামারি ঘটনা ঘটেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।