অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত Logo নওগাঁয় স্থানীয়দের উদ্যােগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত Logo আজ ৭৩০ জনযাত্রী নিয়ে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য Logo বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সোহেল হাফিজ সভাপতি।। সালেহ্ সম্পাদক Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ – নারী Logo পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে “রূপসী বাংলা এক্সপ্রেস” ট্রেনের যাত্রা শুরু Logo বরগুনায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার  Logo বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

বেড রুম ছাড়াও সেক্সের আরও কয়েকটি আদর্শ স্থানের হদিশ

ওয়েব ডেস্ক: আপনি আর আপনার সঙ্গী বা সঙ্গিনী কি অ্যাডভেঞ্চার প্রিয়? সেক্স-এর ব্যাপারে এক্সপেরিমেন্টাল? কিন্তু পছন্দ করেন গোপনীয়তাও? তাহলে শুধু কেন নিজেদের বেডরুমের চার দেওয়ালে আটকে রাখবেন। জেনে নিন আর কোথায় কোথায় লুকিয়ে আছে ভালবাসার ভাল-বাসা।

রান্নাঘর- যদি বাড়িতে শুধু আপনারা দুজন থাকেন, তাহলে রান্নাঘর হতে পারে লভ মেকিংয়ের একসাইটিং অপশন। তাজা ফলাহার আপনার মেজাজ আরও ফুরফুরে করে দিতে পারে।

স্টোররুম- এমনিতে অবাঞ্চিত জিনিসপত্র জড় করতে স্টোররুমকে ব্যবহার করা হয়। তবে সেক্সের জন্য স্টোর রুমের তুলনা নেই। কারণ- নির্জনতা।

পাবলিক রেস্ট রুম- এটা খানিক রিস্কি তবে অ্যাডভেঞ্চারে ভরপুর। ধরুণ ঘুরতে বেড়িয়েছেন পার্টনারের সঙ্গে, কিন্তু আপনাদের দুজনেরই তখন মিলিত হওয়ার ইচ্ছা। সেক্ষেত্রে পাবলিক রেস্ট রুম ট্রাই করা যেতে পারে।

চেঞ্জিং রুম- যদি ইউনিসেস্ক চ্যাঞ্জিং রুম হাতের কাছে মেলে, তাহলে সেই সূবর্ণ সুযোগ ভুলেও হাতছাড়া করবেন না।

সিনেমা হল- সিনেমা হলে ভালবাসা-বাসির ট্র্যাডিশন পুরনো। অন্ধকারের থেকে ভাল অপশন আর কী বা হতে পারে।

পার্কিং লট- সেক্সের জন্য পার্কিং লটের থেকে ভাল আর কী হতে পারে? নিজেদের গোপন সময় কাটানোর অন্যতম আদর্শ স্থান পার্কিং লট।

ছাদ- খোলা আকাশের নীচে নিজেদের ভালবাসায় ভরিয়ে দিন। রাতের নিস্তব্ধতায় তারাদের প্রেমের সঙ্গি করুন।

সেক্স জীবনের চাহিদা। কিন্তু সব সময় মাথায় রাখবেন সম্মতিহীন বলপূর্বক সেক্স যে কোনও ক্ষেত্রেই অপরাধ। অন্যদের শরীর ও মনকে সম্মান জানান। দেখবেন আপনার জীবনের অন্যতম বেসিক এই চাহিদা আনন্দের হয়ে উঠবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ

বেড রুম ছাড়াও সেক্সের আরও কয়েকটি আদর্শ স্থানের হদিশ

আপডেট টাইম : ০২:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫

ওয়েব ডেস্ক: আপনি আর আপনার সঙ্গী বা সঙ্গিনী কি অ্যাডভেঞ্চার প্রিয়? সেক্স-এর ব্যাপারে এক্সপেরিমেন্টাল? কিন্তু পছন্দ করেন গোপনীয়তাও? তাহলে শুধু কেন নিজেদের বেডরুমের চার দেওয়ালে আটকে রাখবেন। জেনে নিন আর কোথায় কোথায় লুকিয়ে আছে ভালবাসার ভাল-বাসা।

রান্নাঘর- যদি বাড়িতে শুধু আপনারা দুজন থাকেন, তাহলে রান্নাঘর হতে পারে লভ মেকিংয়ের একসাইটিং অপশন। তাজা ফলাহার আপনার মেজাজ আরও ফুরফুরে করে দিতে পারে।

স্টোররুম- এমনিতে অবাঞ্চিত জিনিসপত্র জড় করতে স্টোররুমকে ব্যবহার করা হয়। তবে সেক্সের জন্য স্টোর রুমের তুলনা নেই। কারণ- নির্জনতা।

পাবলিক রেস্ট রুম- এটা খানিক রিস্কি তবে অ্যাডভেঞ্চারে ভরপুর। ধরুণ ঘুরতে বেড়িয়েছেন পার্টনারের সঙ্গে, কিন্তু আপনাদের দুজনেরই তখন মিলিত হওয়ার ইচ্ছা। সেক্ষেত্রে পাবলিক রেস্ট রুম ট্রাই করা যেতে পারে।

চেঞ্জিং রুম- যদি ইউনিসেস্ক চ্যাঞ্জিং রুম হাতের কাছে মেলে, তাহলে সেই সূবর্ণ সুযোগ ভুলেও হাতছাড়া করবেন না।

সিনেমা হল- সিনেমা হলে ভালবাসা-বাসির ট্র্যাডিশন পুরনো। অন্ধকারের থেকে ভাল অপশন আর কী বা হতে পারে।

পার্কিং লট- সেক্সের জন্য পার্কিং লটের থেকে ভাল আর কী হতে পারে? নিজেদের গোপন সময় কাটানোর অন্যতম আদর্শ স্থান পার্কিং লট।

ছাদ- খোলা আকাশের নীচে নিজেদের ভালবাসায় ভরিয়ে দিন। রাতের নিস্তব্ধতায় তারাদের প্রেমের সঙ্গি করুন।

সেক্স জীবনের চাহিদা। কিন্তু সব সময় মাথায় রাখবেন সম্মতিহীন বলপূর্বক সেক্স যে কোনও ক্ষেত্রেই অপরাধ। অন্যদের শরীর ও মনকে সম্মান জানান। দেখবেন আপনার জীবনের অন্যতম বেসিক এই চাহিদা আনন্দের হয়ে উঠবে।