ঢাকা : শিক্ষার ওপর ভ্যাট প্রত্যাহার দাবিতে শুক্রবার সকাল থেকে ফের অবস্থান কর্মসূচি শুরু করবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীদের দাবি, শিক্ষার ওপর থেকেই ভ্যাট প্রত্যাহার করতে হবে। এ দাবিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দু’দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন তারা।
ঘোষণা অনুযায়ী, ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় সারাদেশে মানববন্ধন পালন করা হবে। এরমধ্যেও দাবি মানা না হলে ১৩ সেপ্টেম্বর রোববার সকাল থেকে আবারও রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
এর আগে আজ বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর রামপুরা ব্রিজ-মেরুল বাড্ডা এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে বিকালে ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এনবিআর জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর নয়, ভ্যাটের অর্থ পরিশোধের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আর টিউশন ফির মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত। নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। আর টিউশন ফি বাড়ারও কোনো সুযোগ নেই। তবে এনবিআরের এ বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলছেন, আমরা টিউশন ফি’র ওপর নয়, শিক্ষার ওপরই ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছি। শিক্ষার ওপর ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়ে দেয় তারা।