কক্সবাজার: মন্ত্রীরা নিজ এলাকায় গিয়ে দেশের প্রতি ও মন্ত্রিত্বের শপথের প্রতি সুবিচার করছেন না। অনেকে এলাকায় গিয়ে কোন্দল সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সপ্তাহ শেষে মন্ত্রীদের নিজেদের এলাকায় চলে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শনিবার দুপুরে কক্সবাজার শহরে জন্মাষ্টমীর র্যালির আগে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমার এলাকায় আমি এমপি। কিন্তু মন্ত্রী হচ্ছে বাংলাদেশের। সপ্তাহ শেষে মন্ত্রীরা যার যার এলাকায় চলে যাবেন এটা দেশের প্রতি সুবিচার নয়। এটা মন্ত্রিত্বের শপথের প্রতি ও প্রধানমন্ত্রীর প্রতি সুবিচার নয়। কারণ তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের। আপনি এলাকায় ছুটে যান। কী জন্য যান? অনেকে তো গিয়েই কোন্দল বাধান।’ তিনি এ ধরনের মানসিকতা ও কলহ-কোন্দল থেকে দলকে বাঁচানোর আহ্বান জানান।
মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশে কোনো মন্ত্রীই এখনো সফল মন্ত্রী নয়। আমি বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র সফল মন্ত্রী। মন্ত্রীরা, আমরা এখনো সফলতা অর্জন করেছি, এই দাবি করতে পারি না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের চমৎকার সহযোগিতামূলক সম্পর্ক বিরাজমান। বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুকালের অবিশ্বাসের একটা দেয়াল ছিল। ৪১ বছর পর সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি যে ঐতিহাসিক যে মাইলফলক রচনা করেছেন, সেখান থেকে সম্পর্কের অবিশ্বাস ও সন্দেহের দেয়াল ভাঙতে শুরু করেছে।
পরে মন্ত্রী জন্মাষ্টমীর র্যালি উদ্বোধন করেন। এ সময় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, জেলা পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রণজিৎ দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।