পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক Logo সীমান্তে দুই নারী পাচারকারি আটক Logo কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর Logo বরগুনার আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান হোটেল বন্ধ ও দুই নারীকে কারাদণ্ড Logo যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত Logo বগুড়ায় ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার Logo লালমনিরহাট সীমান্তে ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত

ভয়ে বাড়িও ফিরতে চায় না নির্যাতিত সেই শিশুটি

সাতক্ষীরা: সাতক্ষীরার বিচারিক হাকিম নুরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া নির্যাতিত শিশু গৃহকর্মী বীথি (১০) তাঁর পরিবারেও ফিরে যেতে চায়নি। ফলে শিশুটির ঠিকানা এখন বাগেরহাটের কিশোরী সংশোধন কেন্দ্র।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, আজ শনিবার সকালে সাতক্ষীরা পুলিশের একটি দল বীথিকে সেখানে পৌঁছে দেয়।

গত ১৯ অগাস্ট থেকে টানা ১৭ দিন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা শেষে বীথির শারীরিক অবস্থার বেশ খানিকটা উন্নতি হয়েছে। হাড় জিরজিরে কঙ্কালসার বীথির চেহারা অনেকটাই উধাও। এ যেন এক অন্য বীথি। শরীরের নির্যাতনের চিহ্ণ অনেকটাই মিলিয়ে গেছে।

পুলিশ বীথিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বীথি নিজেই তার বাবা মাগুরার শালিখা উপজেলার বড় আমিনমিয়া গ্রামের গোলাম রসুল ওরফে রসুল আলীর সঙ্গে যেতে চায়নি বলে জানান ওসি এমদাদ শেখ।

পুলিশ জানায়, মূলত পারিবারিক ঝামেলার কারণেই বীথি বাড়ি ফিরতে চায়নি। তার বাবা তিন বিয়ে করেছেন। বীথির মা ছিলেন ডিম ব্যবসায়ী রসুল আলীর প্রথম স্ত্রী। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বীথির বাবা দ্বিতীয় বিয়ে করেন। সেই স্ত্রী চলে যান। পরে আরেকটি বিয়ে করেন রসুল।

বীথি পুলিশকে জানিয়েছে, বাড়িতে নির্যাতন হতে পারে এই ভয়ের সে বাবার সঙ্গে যায়নি। সে লেখাপড়া করতে চায়। সে মনে করে, সরকার ও পুলিশ তাঁকে সেই সুযোগ দেবে।

তবে সাতক্ষীরা ছাড়ার আগে বীথি পুলিশকে হাকিমের বাসায় নির্যাতনের ব্যাপারে আরো তথ্য দিয়েছে। সে পুলিশকে জানিয়েছে, নির্যাতনের কথা পুলিশ ও অন্যদের জানাতে নিষেধ করে দিয়েছিলেন ওই হাকিম ও তাঁর স্ত্রী।

গত ১৯ আগস্ট শিশু বীথিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের টাউন বাজার ব্রিজের কাছে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল ইসলামের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। বীথি এ বাসায় কাজ করত। পুলিশ বীথির গায়ে পোড়া, ছেঁকা ও আঘাতের ৩০টির বেশি চিহ্ন পায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই মেয়েটির ওপর নির্যাতন করা হতো।

শিশুটির ওপর নির্যাতনের খবর প্রকাশ পাওয়ার পর ২০ আগস্ট অভিযুক্ত হাকিম নুরুল ইসলামকে আমলি আদালত থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

ভয়ে বাড়িও ফিরতে চায় না নির্যাতিত সেই শিশুটি

আপডেট টাইম : ০২:০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫

সাতক্ষীরা: সাতক্ষীরার বিচারিক হাকিম নুরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া নির্যাতিত শিশু গৃহকর্মী বীথি (১০) তাঁর পরিবারেও ফিরে যেতে চায়নি। ফলে শিশুটির ঠিকানা এখন বাগেরহাটের কিশোরী সংশোধন কেন্দ্র।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, আজ শনিবার সকালে সাতক্ষীরা পুলিশের একটি দল বীথিকে সেখানে পৌঁছে দেয়।

গত ১৯ অগাস্ট থেকে টানা ১৭ দিন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা শেষে বীথির শারীরিক অবস্থার বেশ খানিকটা উন্নতি হয়েছে। হাড় জিরজিরে কঙ্কালসার বীথির চেহারা অনেকটাই উধাও। এ যেন এক অন্য বীথি। শরীরের নির্যাতনের চিহ্ণ অনেকটাই মিলিয়ে গেছে।

পুলিশ বীথিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বীথি নিজেই তার বাবা মাগুরার শালিখা উপজেলার বড় আমিনমিয়া গ্রামের গোলাম রসুল ওরফে রসুল আলীর সঙ্গে যেতে চায়নি বলে জানান ওসি এমদাদ শেখ।

পুলিশ জানায়, মূলত পারিবারিক ঝামেলার কারণেই বীথি বাড়ি ফিরতে চায়নি। তার বাবা তিন বিয়ে করেছেন। বীথির মা ছিলেন ডিম ব্যবসায়ী রসুল আলীর প্রথম স্ত্রী। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বীথির বাবা দ্বিতীয় বিয়ে করেন। সেই স্ত্রী চলে যান। পরে আরেকটি বিয়ে করেন রসুল।

বীথি পুলিশকে জানিয়েছে, বাড়িতে নির্যাতন হতে পারে এই ভয়ের সে বাবার সঙ্গে যায়নি। সে লেখাপড়া করতে চায়। সে মনে করে, সরকার ও পুলিশ তাঁকে সেই সুযোগ দেবে।

তবে সাতক্ষীরা ছাড়ার আগে বীথি পুলিশকে হাকিমের বাসায় নির্যাতনের ব্যাপারে আরো তথ্য দিয়েছে। সে পুলিশকে জানিয়েছে, নির্যাতনের কথা পুলিশ ও অন্যদের জানাতে নিষেধ করে দিয়েছিলেন ওই হাকিম ও তাঁর স্ত্রী।

গত ১৯ আগস্ট শিশু বীথিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের টাউন বাজার ব্রিজের কাছে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল ইসলামের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। বীথি এ বাসায় কাজ করত। পুলিশ বীথির গায়ে পোড়া, ছেঁকা ও আঘাতের ৩০টির বেশি চিহ্ন পায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই মেয়েটির ওপর নির্যাতন করা হতো।

শিশুটির ওপর নির্যাতনের খবর প্রকাশ পাওয়ার পর ২০ আগস্ট অভিযুক্ত হাকিম নুরুল ইসলামকে আমলি আদালত থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।