পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক Logo সীমান্তে দুই নারী পাচারকারি আটক Logo কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর Logo বরগুনার আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান হোটেল বন্ধ ও দুই নারীকে কারাদণ্ড Logo যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত Logo বগুড়ায় ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার Logo লালমনিরহাট সীমান্তে ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত

ডেমরায় যত্রতত্র আবর্জনায় নাকাল এলাকাবাসী

ডেমরা : ডেমরায় যত্রতত্র ময়লা-আবর্জনা। রাস্তার পাশ, বাসাবাড়ির সামনে, নর্দমায়, নদীর পাড়ের সর্বত্র যেন আবর্জনার স্তুপ। অব্যবস্থাপনা আর অবহেলায় ঢাকা-সিলেট মহাসড়কসহ ডেমরার টেংরা কোনাপাড়ার বিভিন্ন এলাকা, মাতুয়াইল, বামৈল, ডগাইর, শূন্যা এলাকা ক্রমান্বয়েই ময়লার ভাগাড়ে পরিরণত হচ্ছে। দিনে অন্তত একবার ময়লা অপসারণের কথা থাকলেও কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা তা করছেন না বলে অভিযোগ উঠেছে। এদিকে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নেই নজরদারি। এ অবস্থায় আবর্জনা অপসারণ নিয়ে ডেমরায় দেখা দিয়েছে হ-য-ব-র-ল অবস্থা। এ নিয়ে চরম অসন্তোষ এলাকাবাসী। গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ডগাইর, বড়ভাঙ্গা, দেইল্লা-বামৈল, কোনাপাড়া মুসলিমনগর, আলাআমি রোড , পাড়া ডগাইর, টেংরা, ক্যানেলপাড়, বক্সনগর, সারুলিয়া, কোদালদোওয়াসহ অন্তত অর্ধশতাধিক জায়গায় আবর্জনা পড়ে রয়েছে। কোনো ধরনের নিয়ম-শৃঙ্খলা নেই। বাড়ি-ঘরের আবর্জনা নদী তীরে ফেলা হচ্ছে। এমনকি ড্রেনের ময়লাসহ। আর তা থেকে ছড়ায় উৎকট দুর্গন্ধ। ডেমরা বাজার এলাকার বাসিন্দা কবির মোল্লা বলেন, নদীর পাড় হলো বাজারের আর মানুষ জনের তৈরী বড় ময়লার ভাগাড়। এখানে শুধু রাতে পরিষ্কার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন হোটেল ব্যবসায়ীরাসহ সকলেই তাদের বর্জ্যগুলো নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে রাতের আঁধারে কিছু দূরে নিয়ে ফেলছে। এ ছাড়া হোটেলগুলোর পঁচা ও উচ্ছিষ্ট খাবার, প্লাস্টিকসামগ্রীও রাস্তায় ফেলা হচ্ছে। পরিচ্ছন্নতা বিভাগ সূত্রে জানা যায়, ডেমরায় প্রতিটি এলাকায় ময়লা ফেলার ভাগাড় (ডাস্টবিন) রয়েছে। বিভিন্ন পাড়া-মহল্লায় রয়েছে আরও প্রয়োজনীয় ছোট ভাগাড়। তাদের দাবি, এসব ভাগাড় থেকে সকাল ও রাতে দুই বেলা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এ বিষয়ে সারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম ও মাতুয়াইল ইউনিয়ন চেয়াম্যান মো. নাছিরউদ্দিন বলেন, ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণ করা হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মীরা কাজে ফাঁকি দিচ্ছেন কি না, সেটাও নিয়মিত তদারকি করা হয়। এদিকে বরাবরের মতো ডেমরার কোনাপাড়া সিটি ফিলিং স্টেশনের পাশ থেকে সিটি রোলিং মিলস ও ঢাকা পেপার প্রোডাক্ট মিলস ্এর সামনে, মাতুয়াইল কাঠের পুলের সামনে,বামৈল পাইটি রোডের সামনে এ সকল এলাকায় ময়লার স্তুপ জমা হচ্ছে। বামৈল কোনাপাড়া, বাশেরপুল মাতুয়াইল, ডগাইর,শরিফপাড়া, দক্ষিনপাড়া সহ রাস্তার দক্ষিন পাশের সমস্ত এলকার আবর্জনা,পচামরা জীবজন্তু ও বাজারের বর্জ্যসহ সমস্ত ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত স্থায়ী স্থানে পরিণত হয়েছে উক্ত স্থানগুলো। অথচ এখানে জনবসতিসহ সিটি গ্রুপ ও ঢাকা পেপার প্রোডাক্ট ও সুখী টেক্সটাইল মিলস্সহ ছোট বড় বেশ কয়েকটি কারখানা রয়েছে। এইসব কারখানায় হাজারো শ্রমিক কাজ করছে প্রতিদিন। জায়গাটি ধীরে ধীরে ময়লার ভাগাড়ে স্থায়ীভাবে পরিণত হয়ে উঠেছে। এতে শ্রমীকদের ভিবিন্ন চর্মরোগ সহ বেশকয়েক জনের হাপানী ও দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য একটু এগুলেই ঢাকা সিটি করপোরেশনের ময়লা ফেলার নির্ধারিত স্থান (ডাম্পিং স্টেশন) রয়েছে। অথচ ময়লা ফেলার নির্ধারিত স্থানে ময়লা না ফেলে নতুন করে ময়লার ভাগাড় তৈরি করায় পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। দেখার যেন কেউ নেই। জানা যায়, এলাকার কিছু টোকাই শ্রেনীর লোক কমিটি করে প্রতি বাসা বাড়ী থেকে ৫০/১০০ টাকা মাসিক বেতন হিসেবে ময়লা সংগ্রহ করে এখানে এনে ময়লার স্তুপ করে যাচ্ছে। এদের আবার কমিটিও রয়েছে বলে জানা যায়। আর এই কমিটিতে মোট ২০ টি ময়লা কেরিং করার ভ্যান রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

ডেমরায় যত্রতত্র আবর্জনায় নাকাল এলাকাবাসী

আপডেট টাইম : ০৩:১৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫

ডেমরা : ডেমরায় যত্রতত্র ময়লা-আবর্জনা। রাস্তার পাশ, বাসাবাড়ির সামনে, নর্দমায়, নদীর পাড়ের সর্বত্র যেন আবর্জনার স্তুপ। অব্যবস্থাপনা আর অবহেলায় ঢাকা-সিলেট মহাসড়কসহ ডেমরার টেংরা কোনাপাড়ার বিভিন্ন এলাকা, মাতুয়াইল, বামৈল, ডগাইর, শূন্যা এলাকা ক্রমান্বয়েই ময়লার ভাগাড়ে পরিরণত হচ্ছে। দিনে অন্তত একবার ময়লা অপসারণের কথা থাকলেও কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা তা করছেন না বলে অভিযোগ উঠেছে। এদিকে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নেই নজরদারি। এ অবস্থায় আবর্জনা অপসারণ নিয়ে ডেমরায় দেখা দিয়েছে হ-য-ব-র-ল অবস্থা। এ নিয়ে চরম অসন্তোষ এলাকাবাসী। গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ডগাইর, বড়ভাঙ্গা, দেইল্লা-বামৈল, কোনাপাড়া মুসলিমনগর, আলাআমি রোড , পাড়া ডগাইর, টেংরা, ক্যানেলপাড়, বক্সনগর, সারুলিয়া, কোদালদোওয়াসহ অন্তত অর্ধশতাধিক জায়গায় আবর্জনা পড়ে রয়েছে। কোনো ধরনের নিয়ম-শৃঙ্খলা নেই। বাড়ি-ঘরের আবর্জনা নদী তীরে ফেলা হচ্ছে। এমনকি ড্রেনের ময়লাসহ। আর তা থেকে ছড়ায় উৎকট দুর্গন্ধ। ডেমরা বাজার এলাকার বাসিন্দা কবির মোল্লা বলেন, নদীর পাড় হলো বাজারের আর মানুষ জনের তৈরী বড় ময়লার ভাগাড়। এখানে শুধু রাতে পরিষ্কার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন হোটেল ব্যবসায়ীরাসহ সকলেই তাদের বর্জ্যগুলো নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে রাতের আঁধারে কিছু দূরে নিয়ে ফেলছে। এ ছাড়া হোটেলগুলোর পঁচা ও উচ্ছিষ্ট খাবার, প্লাস্টিকসামগ্রীও রাস্তায় ফেলা হচ্ছে। পরিচ্ছন্নতা বিভাগ সূত্রে জানা যায়, ডেমরায় প্রতিটি এলাকায় ময়লা ফেলার ভাগাড় (ডাস্টবিন) রয়েছে। বিভিন্ন পাড়া-মহল্লায় রয়েছে আরও প্রয়োজনীয় ছোট ভাগাড়। তাদের দাবি, এসব ভাগাড় থেকে সকাল ও রাতে দুই বেলা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এ বিষয়ে সারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম ও মাতুয়াইল ইউনিয়ন চেয়াম্যান মো. নাছিরউদ্দিন বলেন, ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণ করা হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মীরা কাজে ফাঁকি দিচ্ছেন কি না, সেটাও নিয়মিত তদারকি করা হয়। এদিকে বরাবরের মতো ডেমরার কোনাপাড়া সিটি ফিলিং স্টেশনের পাশ থেকে সিটি রোলিং মিলস ও ঢাকা পেপার প্রোডাক্ট মিলস ্এর সামনে, মাতুয়াইল কাঠের পুলের সামনে,বামৈল পাইটি রোডের সামনে এ সকল এলাকায় ময়লার স্তুপ জমা হচ্ছে। বামৈল কোনাপাড়া, বাশেরপুল মাতুয়াইল, ডগাইর,শরিফপাড়া, দক্ষিনপাড়া সহ রাস্তার দক্ষিন পাশের সমস্ত এলকার আবর্জনা,পচামরা জীবজন্তু ও বাজারের বর্জ্যসহ সমস্ত ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত স্থায়ী স্থানে পরিণত হয়েছে উক্ত স্থানগুলো। অথচ এখানে জনবসতিসহ সিটি গ্রুপ ও ঢাকা পেপার প্রোডাক্ট ও সুখী টেক্সটাইল মিলস্সহ ছোট বড় বেশ কয়েকটি কারখানা রয়েছে। এইসব কারখানায় হাজারো শ্রমিক কাজ করছে প্রতিদিন। জায়গাটি ধীরে ধীরে ময়লার ভাগাড়ে স্থায়ীভাবে পরিণত হয়ে উঠেছে। এতে শ্রমীকদের ভিবিন্ন চর্মরোগ সহ বেশকয়েক জনের হাপানী ও দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য একটু এগুলেই ঢাকা সিটি করপোরেশনের ময়লা ফেলার নির্ধারিত স্থান (ডাম্পিং স্টেশন) রয়েছে। অথচ ময়লা ফেলার নির্ধারিত স্থানে ময়লা না ফেলে নতুন করে ময়লার ভাগাড় তৈরি করায় পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। দেখার যেন কেউ নেই। জানা যায়, এলাকার কিছু টোকাই শ্রেনীর লোক কমিটি করে প্রতি বাসা বাড়ী থেকে ৫০/১০০ টাকা মাসিক বেতন হিসেবে ময়লা সংগ্রহ করে এখানে এনে ময়লার স্তুপ করে যাচ্ছে। এদের আবার কমিটিও রয়েছে বলে জানা যায়। আর এই কমিটিতে মোট ২০ টি ময়লা কেরিং করার ভ্যান রয়েছে।