পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক Logo সীমান্তে দুই নারী পাচারকারি আটক Logo কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর Logo বরগুনার আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান হোটেল বন্ধ ও দুই নারীকে কারাদণ্ড Logo যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত Logo বগুড়ায় ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার Logo লালমনিরহাট সীমান্তে ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত

রূপগঞ্জে ভূমিগুলোতে চলছে চরম অনিয়ম ও দুর্নীতির আখড়া

ঢাকা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিগুলোতে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। অভিযোগ আছে জমি নামজারি করতে ১৫/২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। জানা যায়, রূপগঞ্জ উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন তহশিল অফিস রয়েছে। সরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে ভূমি অফিসেই সবচেয়ে বেশি দুর্নীতি। ভূমি অফিসগুলোর সাইন বোর্ডের নামজারি ফি ১১৫০ টাকা ও সময় লাগে ৪৫ দিন লেখা থাকলেও এর বিপরীত চিত্র পাওয়া যায় তহশীল অফিসগুলোতে। দিনের পর দিন ফাইল আটকে রাখাই যেন তাদের কাজ। ঘুষ ছাড়া কাজ হয় এমন নজির নেই ভূমি অফিসে। তহশিলদাররা সারা দিন যেকয়টি নামজারি ফাইল তৈরি করি সেগুলো প্রতিদিন বিকেলে উপজেলা সদর ভূমি অফিসে গিয়ে নামজারিকারক ও কাননগোকে বুঝিয়ে দিয়ে আসতে হয়। যে টাকা দিবে তার ফাইলটিতে এসিল্যান্ডসহ সবাই সই করে দিচ্ছে যে টাকা না দিবে তারটা টেবিলে পরে থাকে বছরের পর বছর।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানায়, রূপগঞ্জে প্রতিমাসে দুই থেকে আড়াই শ’নামজারি কেস ফাইল হয়ে থাকে। প্রতিটি কেস বাবদ এসিল্যান্ড অফিসে ২ হাজার টাকা থেকে শুরু করে কোন কোন ক্ষেত্রে ৫০ হাজার টাকাও দিতে হয়। এখানে জমির মূল্যে অনেক। আবাসন প্রকল্প ও মিল ফেক্টরির জমি লাখ লাখ টাকা নিয়ে অনিয়ম করছে ভূমি অফিসের কর্মকর্তা। অন্যদিকে রূপগঞ্জে হাজার হাজার নিরীহ সাধারণ মানুষ দিনের পর দিন মাসের পর মাস রছরের পর বছর তহশিল অফিস ও এসিল্যান্ড অফিসে ঘুরে নিরাশ হয়ে চলে যাচ্ছে।

সরজমিনে গিয়ে ঘুরে পাওয়া গেছে ভূমি অফিসের কিছু ভিন্ন চিত্র। বর্তমান সরকার দেশের জনগণের বৃহতস্বার্থে অর্পিত সম্পতি প্রর্ত্যাপন আইন বাতিল করলেও রূপগঞ্জের সাধারণ মানুষের কোন কাজে আসেছে না। রূপগঞ্জে জনগণের প্রতি শতাংশ জন্য ৫ হাজার টাকা করে দিয়ে খারিজ করতে হচ্ছে। সামান্য ত্রুটি থাকলে তো কথাই নেই। উপজেলা ভূমি আফিসের কাননগো হালিম ভূঁইয়া, সার্ভেয়ার চুন্নু ও রেজাউল করিমকে ম্যানেজ করতে পারলে দলিল পর্চা ত্রুটি হলেও কোন সমস্যা নেই।

অভিযোগ পাওয়া গেছে। কাননগো হালিম ভূঁইয়া, চুন্নু ও রেজাউল করিমকে ম্যানেজ করে বহু সরকারি অর্পিত সম্পতি খারিজ করে নিয়ে গেছে। এমনই কয়েকটি কেসের নাম দেয়া হলো কেস নং ৩৫১/১৪-১৫ মৌজা আমলাবো জমি পরিমাণ তিন একর বিশ শতাংশ, মুসুরী মৌজায় ১৮ শতাংশ কেস নং ৫১১৭/১৪-১৫, কায়েতপাড়া ইউনিয়নের কেস নং ৪৪৫৮/১৪-১৫ প্রতিটি কেসে লাখ লাখ টাকা নিয়ে খারিজ করে দিয়েছেন তারা। কাননগো হালিম ভূঁইয়া, ৪ বছর পূর্বে এখানে কর্মরত ছিলেন। সেই সুবাধে তার রয়েছে বেশ পরিচিতি। উধ্বর্তন প্রতিপক্ষকে ম্যানেজ করে পূনরায় রূপগঞ্জে বদলি হয়ে আসেন। এখন তিনি আরও বেপরোয়া হয়ে উঠেন। এমনকি তাকে ম্যানেজ করতে না পারলে দলিল, পর্চা সঠিক থাকলেও খারিজ হয় না। ম্যানেজ করতে পারলে দলিল, পর্চা গরমিল থাকলেও খারিজ করে নিতে কোন সমস্যা হয় না।

জানা যায়, রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের মৌজার আরএস ১৮৭, ২০৯, ২৭৫, ৫০৭, ৭৭৫, ১৯৫ ও ১৯৯ নং দাগে ১ একর সাড়ে ১৭ শতাংশ জমি আলীম উদ্দিনের বোন ও দক্ষিণ নবগ্রামের জহুরা বেগমের নামে নামজারি করেন। অথচ জহুরা বেগমের ন্যাশনাল আইডি কার্ডে ঠিকানা রয়েছে ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামে, যার হোল্ডিং নং ২২৪। নামজারি নিতে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে নেয়া ওয়ারিশ সার্টিফিকেটে চেয়ারম্যান ও ইউপি সদস্যের স্বাক্ষর জাল করা হয়ে থাকে। এমনিভাবে ভুয়া নামজারির ঘটনা অহরহই ঘটছে। এ ব্যপারে কানুনগো হালিম ভূঁইয়া, সার্ভেয়ার চুন্নু ও রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মাহফুজুর রহমান বলেন, আমি সবেমাত্র যোগদান করেছি। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

রূপগঞ্জে ভূমিগুলোতে চলছে চরম অনিয়ম ও দুর্নীতির আখড়া

আপডেট টাইম : ০৫:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫

ঢাকা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিগুলোতে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। অভিযোগ আছে জমি নামজারি করতে ১৫/২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। জানা যায়, রূপগঞ্জ উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন তহশিল অফিস রয়েছে। সরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে ভূমি অফিসেই সবচেয়ে বেশি দুর্নীতি। ভূমি অফিসগুলোর সাইন বোর্ডের নামজারি ফি ১১৫০ টাকা ও সময় লাগে ৪৫ দিন লেখা থাকলেও এর বিপরীত চিত্র পাওয়া যায় তহশীল অফিসগুলোতে। দিনের পর দিন ফাইল আটকে রাখাই যেন তাদের কাজ। ঘুষ ছাড়া কাজ হয় এমন নজির নেই ভূমি অফিসে। তহশিলদাররা সারা দিন যেকয়টি নামজারি ফাইল তৈরি করি সেগুলো প্রতিদিন বিকেলে উপজেলা সদর ভূমি অফিসে গিয়ে নামজারিকারক ও কাননগোকে বুঝিয়ে দিয়ে আসতে হয়। যে টাকা দিবে তার ফাইলটিতে এসিল্যান্ডসহ সবাই সই করে দিচ্ছে যে টাকা না দিবে তারটা টেবিলে পরে থাকে বছরের পর বছর।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানায়, রূপগঞ্জে প্রতিমাসে দুই থেকে আড়াই শ’নামজারি কেস ফাইল হয়ে থাকে। প্রতিটি কেস বাবদ এসিল্যান্ড অফিসে ২ হাজার টাকা থেকে শুরু করে কোন কোন ক্ষেত্রে ৫০ হাজার টাকাও দিতে হয়। এখানে জমির মূল্যে অনেক। আবাসন প্রকল্প ও মিল ফেক্টরির জমি লাখ লাখ টাকা নিয়ে অনিয়ম করছে ভূমি অফিসের কর্মকর্তা। অন্যদিকে রূপগঞ্জে হাজার হাজার নিরীহ সাধারণ মানুষ দিনের পর দিন মাসের পর মাস রছরের পর বছর তহশিল অফিস ও এসিল্যান্ড অফিসে ঘুরে নিরাশ হয়ে চলে যাচ্ছে।

সরজমিনে গিয়ে ঘুরে পাওয়া গেছে ভূমি অফিসের কিছু ভিন্ন চিত্র। বর্তমান সরকার দেশের জনগণের বৃহতস্বার্থে অর্পিত সম্পতি প্রর্ত্যাপন আইন বাতিল করলেও রূপগঞ্জের সাধারণ মানুষের কোন কাজে আসেছে না। রূপগঞ্জে জনগণের প্রতি শতাংশ জন্য ৫ হাজার টাকা করে দিয়ে খারিজ করতে হচ্ছে। সামান্য ত্রুটি থাকলে তো কথাই নেই। উপজেলা ভূমি আফিসের কাননগো হালিম ভূঁইয়া, সার্ভেয়ার চুন্নু ও রেজাউল করিমকে ম্যানেজ করতে পারলে দলিল পর্চা ত্রুটি হলেও কোন সমস্যা নেই।

অভিযোগ পাওয়া গেছে। কাননগো হালিম ভূঁইয়া, চুন্নু ও রেজাউল করিমকে ম্যানেজ করে বহু সরকারি অর্পিত সম্পতি খারিজ করে নিয়ে গেছে। এমনই কয়েকটি কেসের নাম দেয়া হলো কেস নং ৩৫১/১৪-১৫ মৌজা আমলাবো জমি পরিমাণ তিন একর বিশ শতাংশ, মুসুরী মৌজায় ১৮ শতাংশ কেস নং ৫১১৭/১৪-১৫, কায়েতপাড়া ইউনিয়নের কেস নং ৪৪৫৮/১৪-১৫ প্রতিটি কেসে লাখ লাখ টাকা নিয়ে খারিজ করে দিয়েছেন তারা। কাননগো হালিম ভূঁইয়া, ৪ বছর পূর্বে এখানে কর্মরত ছিলেন। সেই সুবাধে তার রয়েছে বেশ পরিচিতি। উধ্বর্তন প্রতিপক্ষকে ম্যানেজ করে পূনরায় রূপগঞ্জে বদলি হয়ে আসেন। এখন তিনি আরও বেপরোয়া হয়ে উঠেন। এমনকি তাকে ম্যানেজ করতে না পারলে দলিল, পর্চা সঠিক থাকলেও খারিজ হয় না। ম্যানেজ করতে পারলে দলিল, পর্চা গরমিল থাকলেও খারিজ করে নিতে কোন সমস্যা হয় না।

জানা যায়, রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের মৌজার আরএস ১৮৭, ২০৯, ২৭৫, ৫০৭, ৭৭৫, ১৯৫ ও ১৯৯ নং দাগে ১ একর সাড়ে ১৭ শতাংশ জমি আলীম উদ্দিনের বোন ও দক্ষিণ নবগ্রামের জহুরা বেগমের নামে নামজারি করেন। অথচ জহুরা বেগমের ন্যাশনাল আইডি কার্ডে ঠিকানা রয়েছে ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামে, যার হোল্ডিং নং ২২৪। নামজারি নিতে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে নেয়া ওয়ারিশ সার্টিফিকেটে চেয়ারম্যান ও ইউপি সদস্যের স্বাক্ষর জাল করা হয়ে থাকে। এমনিভাবে ভুয়া নামজারির ঘটনা অহরহই ঘটছে। এ ব্যপারে কানুনগো হালিম ভূঁইয়া, সার্ভেয়ার চুন্নু ও রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মাহফুজুর রহমান বলেন, আমি সবেমাত্র যোগদান করেছি। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হবে।