ডেস্ক: বিরোধপূর্ণ ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে কমপক্ষে ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এদের মধ্যে পাকিস্তানের ছয়জন ও ভারতের চারজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
পাকিস্তানের স্থানীয় ডন পত্রিকা জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলি ও বোমায় ছয় পাকিস্তানী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। ভোরে শিয়ালকোট চারওয়াহ, হারপাল, চাপরার ও সুচিতগড় সেক্টরে এ ঘটনা ঘটে।
এর আগে নিহতের সংখ্যা সাতজন বলে জানানো হয়েছিল। পরে সেনাবাহিনীর মিডিয়া উইং-এর পক্ষ থেকে নিহতের সংখ্যা ছয়জন বলে নিশ্চিত করা হয়।
অপরদিকে ভারতীয় কর্মকর্তারা জানান, পাকিস্তানী সেনাদের গুলিতে জম্মু ও কাশ্মিরে চার ভারতীয় নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক ভেস্তে যাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটল।
পাকিস্তানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শুক্রবার ভোর ৩টার দিকে গুলিবর্ষণ শুরু করে। সকাল পর্যন্ত তা চলে। এতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২২ নারীসহ ৪৬ জন গুরুতর আহত হয়েছেন।
অপরদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তা রাকেশ কুমার শর্মা বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। তিনি জানান, পাকিস্তানের মর্টার শেলের আঘাতে গ্রামের চারজন বাসিন্দা নিহত হয়েছেন।