অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত Logo নওগাঁয় স্থানীয়দের উদ্যােগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত Logo আজ ৭৩০ জনযাত্রী নিয়ে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য Logo বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সোহেল হাফিজ সভাপতি।। সালেহ্ সম্পাদক Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ – নারী Logo পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে “রূপসী বাংলা এক্সপ্রেস” ট্রেনের যাত্রা শুরু Logo বরগুনায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার  Logo বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

অর্থ আত্মসাৎ: বেড়া পৌর মেয়রসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পাবনা: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পাবনার বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনসহ ১৩ জনের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাতে দুদক পাবনার উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে পাবনার বেড়া থানায় মামলা দু’টি দায়ের করেন।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা মামলা নিলেও এর তদন্ত করবে দুদক।

উল্লেখ্য, মেয়র আব্দুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর আপন ছোট ভাই।

মামলার বিবরণে জানা যায়, নিয়মনীতি উপেক্ষা করে বেড়া সিএন্ডবি করমজা নতুন হাটকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে ১ বছরের স্থলে দুই দফায় ১৩ বছর অবৈধভাবে ইজারা দিয়ে ভোগদখল করেন মেয়র বাতেনসহ আসামিরা। শুধু তাই নয়, রাজস্ব আয় বাবদ প্রায় ৭৮ লাখ ৬ হাজার ৮৪৫ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আসামিরা আত্মসাত করেছেন বলে অভিযোগ দুদকের।

১৭ নম্বর মামলার আসামিরা হলেন- মেয়র আব্দুল বাতেন, পৌরসভার সহকারী প্রকৌশলী খন্দকার ফিরোজুল আলম, পৌর কাউন্সিলর যথাক্রমে হাবিবুর রহমান হবি, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আব্দুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, শহিদ আলী, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার এবং হাটের ইজারাদার মাহবুব হোসেন বাবলু। অপর মামলায়ও এসব আসামি রয়েছেন। শুধু ১৩ নম্বর আসামি মাহবুব ওরফে বাবলুর জায়গায় সংযুক্ত করা হয়েছে আরেক ইজারাদার রফিকুন নবীর নাম।

দুদক পাবনার উপসহকারী পরিচালক জালাল উদ্দিন জানান, একটি মামলায় অভিযুক্তদের দ্বারা সরকারের ৭৬ লাখ ৩ হাজার ৬০০ টাকা এবং অপর মামলায় ২ লাখ ৩ হাজার ২৪৫ টাকা ক্ষতি দেখানো হয়েছে। যে টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেয়ার কথা ছিল আসামিদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ

অর্থ আত্মসাৎ: বেড়া পৌর মেয়রসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ০৩:০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫

পাবনা: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পাবনার বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনসহ ১৩ জনের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাতে দুদক পাবনার উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে পাবনার বেড়া থানায় মামলা দু’টি দায়ের করেন।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা মামলা নিলেও এর তদন্ত করবে দুদক।

উল্লেখ্য, মেয়র আব্দুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর আপন ছোট ভাই।

মামলার বিবরণে জানা যায়, নিয়মনীতি উপেক্ষা করে বেড়া সিএন্ডবি করমজা নতুন হাটকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে ১ বছরের স্থলে দুই দফায় ১৩ বছর অবৈধভাবে ইজারা দিয়ে ভোগদখল করেন মেয়র বাতেনসহ আসামিরা। শুধু তাই নয়, রাজস্ব আয় বাবদ প্রায় ৭৮ লাখ ৬ হাজার ৮৪৫ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আসামিরা আত্মসাত করেছেন বলে অভিযোগ দুদকের।

১৭ নম্বর মামলার আসামিরা হলেন- মেয়র আব্দুল বাতেন, পৌরসভার সহকারী প্রকৌশলী খন্দকার ফিরোজুল আলম, পৌর কাউন্সিলর যথাক্রমে হাবিবুর রহমান হবি, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আব্দুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, শহিদ আলী, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার এবং হাটের ইজারাদার মাহবুব হোসেন বাবলু। অপর মামলায়ও এসব আসামি রয়েছেন। শুধু ১৩ নম্বর আসামি মাহবুব ওরফে বাবলুর জায়গায় সংযুক্ত করা হয়েছে আরেক ইজারাদার রফিকুন নবীর নাম।

দুদক পাবনার উপসহকারী পরিচালক জালাল উদ্দিন জানান, একটি মামলায় অভিযুক্তদের দ্বারা সরকারের ৭৬ লাখ ৩ হাজার ৬০০ টাকা এবং অপর মামলায় ২ লাখ ৩ হাজার ২৪৫ টাকা ক্ষতি দেখানো হয়েছে। যে টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেয়ার কথা ছিল আসামিদের।