পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক Logo সীমান্তে দুই নারী পাচারকারি আটক Logo কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর Logo বরগুনার আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান হোটেল বন্ধ ও দুই নারীকে কারাদণ্ড Logo যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত Logo বগুড়ায় ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার Logo লালমনিরহাট সীমান্তে ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত

বিচারকের ফোনালাপ: খালাসপ্রাপ্ত আসামিদের আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

ঢাকা : চাঁদপুরের চাঞ্চল্যকর লিয়াকত হত্যা মামলার খালাসপ্রাপ্ত দুই আসামিকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ওই হত্যা মামলার এক ও পাঁচ নম্বর আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়াকে বেআইনি ও অবৈধ ঘোষণা করা হয়েছে। মামলার প্রধান আসামি মঈন উদ্দিন হোসেন টুনু ও পাঁচ নম্বর আসামি মোহাম্মদ এহসানের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্তেরও নির্দেশ দিয়েছেন আদালত।

লিয়াকত হত্যা মামলার বাদী মো. তৌফিক আজিম মিশুর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

বাদীপক্ষে শুনানি করেন এম. আমিন উদ্দিন ও মোহাম্মদ শফিকুর রহমান। অন্যদিকে বিবাদীপক্ষে শুনানি করেন আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার ফজলে নুর তাপস ও মেহেদী হাসান।

অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ১০ মে রাত সাড়ে নয়টায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে আসামিরা কুপিয়ে হত্যা করে ব্যবসায়ী লিয়াকত উল্যাহ সরকারকে। চাঁদপুরের মতলব উত্তর থানাধীন চাঞ্চল্যকর এ হত্যা মামলার দুই আসামিকে ‘সমঝোতা’র ভিত্তিতে খালাস দেয়ার অভিযোগ উঠেছে জেলা দায়রা জজের বিরুদ্ধে। হত্যা মামলার বাদী মো. তৌফিক আজিম মিশু এই অভিযোগ করে প্রধান বিচারপতির বরাবর আবেদন করেছেন। প্রধান বিচারপতির নির্দেশে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটি ইতিপূর্বে তদন্ত রিপোর্টও জমা দিয়েছে। ওই মামলার বাদীর অভিযোগের ভিত্তিতে আজ হাইকোর্ট এ আদেশ দেন।

বাদী তৌফিক আজিম মিশু গত ৩১ মে প্রধান বিচারপতি বরাবর লিখিত অভিযোগে বলেছেন, ২০১২ সালের ১০ মে রাত সাড়ে নয়টায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে আসামিরা কুপিয়ে হত্যা করেন লিয়াকত উল্যাহ সরকারকে। এ ঘটনার একদিন পর লিয়াকতের ভাতিজা তৌফিক আজিম মিশু বাদী হয়ে ১১ মে জেলার মতলব উত্তর থানায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নম্বর ১০। তদন্ত শেষে ২০১৩ সালের ৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

চাঁদপুর জেলা দায়রা জজ আদালতে মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয়। গত ৮ এপ্রিল শুনানি শেষে মামলার এক নম্বর আসামি মঈন উদ্দিন হোসেন টুনু ও পাঁচ নম্বর আসামি মোহাম্মদ এহসানকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতির বরাবর লিখিত আবেদনে বাদী অভিযোগ করেন, জেলা দায়রা জজ মো. মফিজুল ইসলাম লিয়াকত হত্যা মামলার খালাস প্রাপ্ত পাঁচ নম্বর আসামি এহসানের সঙ্গে মোবাইল ফোনে কথপোকথন করেছেন। দুই আসামিকে খালাস দেয়ার আগের দিন ৭ এপ্রিল আসামি এহসানের সঙ্গে চারবার কথা বলেছেন জেলা দায়রা জজ মো. মফিজুল ইসলাম।

গত (১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল) এক মাসে আসামি এহসানের সঙ্গে মো. মফিজুল ইসলামের ২২ বার (নিজ) মোবাইল ফোনে কথা হয়। জেলা দায়রা জজ মো. মফিজুল ইসলাম ৯ বার নিজ মোবাইল নম্বর থেকে আসামি এহসানকে ফোন করেন। আর আসামি ফোন করেন ১৩ বার। এসব কথপোকথনের ডকুমেন্ট এ প্রতিবেদকের সংগ্রহে রয়েছে। বিচারকের ফোনালাপের কারণে আসামিদের সঙ্গে বিশেষ কোনো ‘সমঝোতা’ হয়ে থাকতে পারে বলে দাবি করেন বাদীপক্ষ।

খবর নিয়ে জানা গেছে, বাদীর আবেদনের ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য যে কমিটি গঠিত হয়েছে। ওই কমিটির তদন্ত কর্মকর্তা গত ৭ জুন চাঁদপুর গিয়ে অভিযোগের তদন্ত করে তখন প্রতিবেদনও জমা দিয়েছেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এ আর মাসুদ (এডমিনিস্ট্রেটর ট্রাইব্যুনাল মেম্বার) সঙ্গে আলাপকালে তদন্তের বিষয়বস্তু নিয়ে কথা বলতে রাজি হননি। তবে সরেজমিনে গিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কয়েকদিন আগেই জমা দিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

বিচারকের ফোনালাপ: খালাসপ্রাপ্ত আসামিদের আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

আপডেট টাইম : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫

ঢাকা : চাঁদপুরের চাঞ্চল্যকর লিয়াকত হত্যা মামলার খালাসপ্রাপ্ত দুই আসামিকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ওই হত্যা মামলার এক ও পাঁচ নম্বর আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়াকে বেআইনি ও অবৈধ ঘোষণা করা হয়েছে। মামলার প্রধান আসামি মঈন উদ্দিন হোসেন টুনু ও পাঁচ নম্বর আসামি মোহাম্মদ এহসানের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্তেরও নির্দেশ দিয়েছেন আদালত।

লিয়াকত হত্যা মামলার বাদী মো. তৌফিক আজিম মিশুর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

বাদীপক্ষে শুনানি করেন এম. আমিন উদ্দিন ও মোহাম্মদ শফিকুর রহমান। অন্যদিকে বিবাদীপক্ষে শুনানি করেন আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার ফজলে নুর তাপস ও মেহেদী হাসান।

অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ১০ মে রাত সাড়ে নয়টায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে আসামিরা কুপিয়ে হত্যা করে ব্যবসায়ী লিয়াকত উল্যাহ সরকারকে। চাঁদপুরের মতলব উত্তর থানাধীন চাঞ্চল্যকর এ হত্যা মামলার দুই আসামিকে ‘সমঝোতা’র ভিত্তিতে খালাস দেয়ার অভিযোগ উঠেছে জেলা দায়রা জজের বিরুদ্ধে। হত্যা মামলার বাদী মো. তৌফিক আজিম মিশু এই অভিযোগ করে প্রধান বিচারপতির বরাবর আবেদন করেছেন। প্রধান বিচারপতির নির্দেশে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটি ইতিপূর্বে তদন্ত রিপোর্টও জমা দিয়েছে। ওই মামলার বাদীর অভিযোগের ভিত্তিতে আজ হাইকোর্ট এ আদেশ দেন।

বাদী তৌফিক আজিম মিশু গত ৩১ মে প্রধান বিচারপতি বরাবর লিখিত অভিযোগে বলেছেন, ২০১২ সালের ১০ মে রাত সাড়ে নয়টায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে আসামিরা কুপিয়ে হত্যা করেন লিয়াকত উল্যাহ সরকারকে। এ ঘটনার একদিন পর লিয়াকতের ভাতিজা তৌফিক আজিম মিশু বাদী হয়ে ১১ মে জেলার মতলব উত্তর থানায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নম্বর ১০। তদন্ত শেষে ২০১৩ সালের ৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

চাঁদপুর জেলা দায়রা জজ আদালতে মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয়। গত ৮ এপ্রিল শুনানি শেষে মামলার এক নম্বর আসামি মঈন উদ্দিন হোসেন টুনু ও পাঁচ নম্বর আসামি মোহাম্মদ এহসানকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতির বরাবর লিখিত আবেদনে বাদী অভিযোগ করেন, জেলা দায়রা জজ মো. মফিজুল ইসলাম লিয়াকত হত্যা মামলার খালাস প্রাপ্ত পাঁচ নম্বর আসামি এহসানের সঙ্গে মোবাইল ফোনে কথপোকথন করেছেন। দুই আসামিকে খালাস দেয়ার আগের দিন ৭ এপ্রিল আসামি এহসানের সঙ্গে চারবার কথা বলেছেন জেলা দায়রা জজ মো. মফিজুল ইসলাম।

গত (১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল) এক মাসে আসামি এহসানের সঙ্গে মো. মফিজুল ইসলামের ২২ বার (নিজ) মোবাইল ফোনে কথা হয়। জেলা দায়রা জজ মো. মফিজুল ইসলাম ৯ বার নিজ মোবাইল নম্বর থেকে আসামি এহসানকে ফোন করেন। আর আসামি ফোন করেন ১৩ বার। এসব কথপোকথনের ডকুমেন্ট এ প্রতিবেদকের সংগ্রহে রয়েছে। বিচারকের ফোনালাপের কারণে আসামিদের সঙ্গে বিশেষ কোনো ‘সমঝোতা’ হয়ে থাকতে পারে বলে দাবি করেন বাদীপক্ষ।

খবর নিয়ে জানা গেছে, বাদীর আবেদনের ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য যে কমিটি গঠিত হয়েছে। ওই কমিটির তদন্ত কর্মকর্তা গত ৭ জুন চাঁদপুর গিয়ে অভিযোগের তদন্ত করে তখন প্রতিবেদনও জমা দিয়েছেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এ আর মাসুদ (এডমিনিস্ট্রেটর ট্রাইব্যুনাল মেম্বার) সঙ্গে আলাপকালে তদন্তের বিষয়বস্তু নিয়ে কথা বলতে রাজি হননি। তবে সরেজমিনে গিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কয়েকদিন আগেই জমা দিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি।