বাংলার খবর২৪.কম: বয়স হলে স্মৃতিশক্তি লোপ পাওয়ার উদাহরণ রয়েছে সারা বিশ্বে। ডায়বেটিস, ওবেসিটির মতোই বর্তমান সময়ের অন্যতম দুঃশ্চিন্তার বিষয় অ্যালঝাইমার। এই অসুখের চিকিত্সা এখনও অজানা বিশ্বের কাছে। তবে সম্প্রতি জানা গিয়েছে গাঁজার মধ্যে খুব কম পরিমানে থাকা ডেল্টা-৯-টেট্রাহাইড্রোক্যানাবিনল বা টিএইচসি রুখে দিতে পারে অ্যালজাইমারের ছড়িয়ে পড়া।
ইউনিভার্সিটি অফ সাইথ ফ্লোরিডার নিউরোসাইন্টিস্টরা জানাচ্ছেন বয়স্ক মস্তিষ্কের অ্যামাইলয়েড বিটার পরিমান কমিয়ে দিতে পারে গাঁজা সেবন। গবেষকরা বলেন খুব কম পরিমানে গাঁজা সেবনের ফলে ধরে রাখা যাবে স্মৃতিশক্তি। গবেষকরা এখন টিএইচসি-র মধ্যে ড্রাগ ককটেলের ব্যবহার নিয়ে গবেষনা করছেন। অ্যালজাইমার রুখতে ক্যাফেন বা ওই জাতীয় দ্রব্যের ব্যবহার নিয়েও গবেষনা চলছে।
জার্নাল অফ অ্যালজাইমারস ডিজিসে প্রকাশিত হয়েছে গবেষনার রিপোর্ট।
শিরোনাম :
স্মৃতিশক্তি বাড়াতে খান গাঁজা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৩২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪
- ১৭৪০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ