বাংলার খবর২৪.কম : বাংলাদেশের মতো দেশের উন্নয়ন আর উদীয়মান অর্থনীতি সর্বোচ্চ শিখরে পৌঁছাতে স্টক এক্সচেঞ্জ আর ক্যাপিটাল মার্কেট-এর গুরুত্ব সুবিস্তৃতবিশ্লেষণ করেছে এসিসিএ (দ্যা এসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফিকেট একাউন্টেন্টস)। এসিসিএ আয়োজিত এক সেমিনারে এই বিষয়টি তারাউপস্থাপন করে।
অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসাবে ছিলেন এসিসিএ মেম্বার, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবংচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর ইন্টারনাল অডিট হেড কাজী তানজিব শহিদ।
‘উন্নয়নশীল এবং অগ্রসর অর্থনীতিতে পুঁজি বাজারকে কার্যকর করণ’- নামের এই অনুষ্ঠানটি এসিএসিএ আর্ন্তজাতিক রির্পোার্টের উপর ভিত্তি করে আয়েজিন করে। এতে আর্ন্তজাতিকঅর্থনীতির প্রবৃদ্ধিতে নির্ধারিত বাজারের গুরুত্ব এবং সংকটকালে এক্ষেত্রে অর্থায়নের অনিশ্চয়তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. স্বপন কুমার বালা বলেন- পুঁজি বাজারের এই কনফারেন্স আয়োজনের মাধ্যমে স্থানীয় নীতিনির্ধারক,এক্সচেঞ্জ অপারেটর এবং গতিশীলঅর্থনীতির কর্পোরেট সিদ্ধান্ত গ্রহণকারীদের একত্রে এনে পারস্পরিক সফলতা ও ব্যর্থতার বিষয়ে জ্ঞান ও মতবিনিময়ের মাধ্যমে শিক্ষা নেওয়া যা এিসিআই-এর অন্যতম মূখ্যউদ্দেশ্য। এতেই বোঝা যাবে কিছু বাজার সফল হয় যেখানে অন্যরা ব্যর্থ হয়ে যায় এবং বিশেষজ্ঞরা জনস্বার্থে কীভাবে অর্থায়ন সহায়তা করতে পারে।
তিনি আরও বলেন- বাংলাদেশে হিসাব পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ হলো তালিকাভূক্ত নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমস্যাগুলো চিহ্নিত করা যা কঠোরভারে আলাদা একাউন্টেন্ট এবংঅডিটর চ্যালেঞ্জ করবেন আর সিস্টেমেটিক প্রবলেমগুলো উচ্চতর নীতি নির্ধারকগণ বিষয়টা দেখবেন।
এসিসিএ বাংলাদেশের কান্ট্রি হেড মহুয়া রশিদ বলেছেন- এসিসিএ’র গবেষণা ও বাস্তবধর্মী এধরণের সেমিনার প্রধমবারের মতো চট্টগ্রামে আয়োজন করতে পেরেআমরা খুব খুশি। এটা খুশিরবিষয় যে আলোচনার বিষয়টি দারুণভাবে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কিত আর তা বর্তমান বিশ্বের বাণিজ্য চিত্রটাও তুলে ধরেছে।এসিসিএ বিশ্বাস করে অর্থনীতির সেবার এধরনের যোগ্যতা সৃষ্টি’র প্রয়োজন আছে। এতে পুঁজি বাজার প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান পাবে যা পুঁজিকে দক্ষতার সাথেই করেতুলবে নিরাপদ। দক্ষ একাউন্টেন্ট ছাড়া এধরনের প্রতিষ্ঠান প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে না।
শিরোনাম :
স্টক এক্সচেঞ্জ আর ক্যাপিটাল মার্কেটের উপর গুরুত্ব দিলো এসিসিএ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:২৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪
- ১৭৩৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ