ঢাকা : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ‘জালিম সরকারের সামনে হক বলা সর্বোত্তম জিহাদ-এই হাদিসের আলোকে নিজেদেরকে উজ্জ্বীবিত করে বর্তমান জালিম ও আল্লাহদ্রোহী সরকারের বিরুদ্ধে প্রচন্ড আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার রাজধানীর সেগুনবাগিচার আত-তরীক টাওয়ার মিলনায়তনে দিনব্যাপী মজলিসে শুরা অধিবেশনে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘যারা সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সহ্য করতে পারে না, কোনো মুসলমানও তাদের সহ্য করতে পারে না।’এসময় তিনি জানান, মুসলমানরা ঐক্যবদ্ধ হলে নাস্তিক-মুরতাদের ঠাঁই এ দেশে হবে না।’
‘দেশে জনগণের মতামতের কোন মূল্য নেই জানিয়ে চরমোনাই পীর বলেন, শাসকশ্রেণি নিজেদের আখের রক্ষায় মরিয়া হয়ে উঠেছে।’তিনি বলেন, ‘তাগুতি শাসন ব্যবস্থার মূলোৎপাটন করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীলদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তাগুতি শাসন ব্যবস্থা বহাল রেখে ইসলাম কায়েম করা সম্ভব হবে না।’
মজলিসে শুরার অধিবেশনে দেশে ভয়াবহ খুন ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ন্যায়ের শাসন না থাকায় এবং আইনশৃঙ্খলার অবনতি কারণে খুন ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।