পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে : মহাসড়ক বিভাগের সচিব Logo নামে খাকদোন নদী ,নাব্য সংকটে ব্যাহত নৌ চলাচল,সারাবছর ধরেই বাধা থাকে ড্রেজিং মেশিন Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে গরু পারাপারকারী আহত ১ Logo দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ করে দিলো বিজিবি, সীমান্তে টহল জোরদার Logo সীমান্ত আইন লঙ্ঘনে আগ্রাসী বিএসএফ দহগ্রাম-আঙ্গরপোতা জোরপূর্বক বেড়া নির্মাণ, উত্তেজনা Logo সীমান্ত হতে বিজিবি কর্তৃক ১৩ লক্ষ টাকা মাদকদ্রব্যসহ ০৫ জন চোরাকারবারী আটক Logo বিজিবির আপত্তিতে শূন্যরেখা থেকে স্থাপনা সরিয়ে নিল বিএসএফ Logo রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা Logo বাউফলে রাস্তা অবরুদ্ধ করে ঘর তোলার প্রতিবাদে মানববন্ধন! Logo বগুড়ায় নাশকতা মামলায় জেলা যুবলীগের সাবেক সহ–সভাপতি গ্রেপ্তার

বিএনপি নেতা মিলন রামেক হাসপাতালে

রাজশাহী : শ্বাসকষ্ট ও বুকের ব্যাথায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে কয়েক দফা যোগাযোগ করেও মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহেদুল ইসলাম মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

তবে রামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ এএসআই আব্দুল কাদের জানান, ডিবি পুলিশের একটি দল জুমার নামাজের আগে তাকে (মিলন) হাসপাতালের জরুরী বিভাগে নেয়। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে ৩২ নম্বর ওয়ার্ডে (হৃদরোগ বিভাগ) পাঠিয়ে দেন। বর্তমানে তিনি সেখানেই ভর্তি রয়েছেন। বুকে ব্যাথা ছাড়াও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে হাসপাতালে নেয়া হয়।

বিএনপি নেতা মিলনের স্ত্রী সুলতানা সুমাইয়া হক জানান, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা অনুভব করছেন তিনি। বর্তমানে তাকে নেবুলাইজ দেয়া হয়েছে। এখন অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। দুপুরে খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে এসেছেন।

তিনি অভিযোগ করেন, মিথ্যা মামলায় তাকে বার বার হেনস্থা করা হচ্ছে। জামিনে ছাড়া পাবার পরও তুলে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে রাতভর তার উপর ব্যাপক মানসিক নির্যাতন চালানো হয়েছে। অবিলম্বে স্বামীর মুক্তি দাবি করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাকে আটক করে ডিবি। এরপর থেকেই তিনি ডিবি হেফাজতে ছিলেন। রাজশাহীর বিভিন্ন আদালতের চারটি মামলায় জামিন পান তিনি। আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটের দিকে শফিকুল হক মিলন কারাগার থেকে বেরিয়ে যান।

এর পর পরই গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে মাইক্রোবাসে করে নিয়ে যায়।

গতকালই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে বিএনপি নেতা মিলনকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।

উল্লেখ্য, গত ২৬ জুলাই পুলিশের দায়ের করা নাশকতার মামলায় অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে জেলহাজতে পাঠায় আদালত। নগরীর বোয়ালিয়া মডেল থানায় তার বিরুদ্ধে ৫ জানুয়ারির পর নাশকতার অভিযোগে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। ওইসব মামলায় তিনি গত ৩১ মে ও ২৬ জুন উচ্চাদলত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। এরপর উচ্চ আদালতের নির্দেশেই তিন ২৬ জুলাই রাজশাহী আদালতে আত্মসমর্পণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে : মহাসড়ক বিভাগের সচিব

বিএনপি নেতা মিলন রামেক হাসপাতালে

আপডেট টাইম : ০৬:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫

রাজশাহী : শ্বাসকষ্ট ও বুকের ব্যাথায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে কয়েক দফা যোগাযোগ করেও মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহেদুল ইসলাম মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

তবে রামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ এএসআই আব্দুল কাদের জানান, ডিবি পুলিশের একটি দল জুমার নামাজের আগে তাকে (মিলন) হাসপাতালের জরুরী বিভাগে নেয়। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে ৩২ নম্বর ওয়ার্ডে (হৃদরোগ বিভাগ) পাঠিয়ে দেন। বর্তমানে তিনি সেখানেই ভর্তি রয়েছেন। বুকে ব্যাথা ছাড়াও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে হাসপাতালে নেয়া হয়।

বিএনপি নেতা মিলনের স্ত্রী সুলতানা সুমাইয়া হক জানান, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা অনুভব করছেন তিনি। বর্তমানে তাকে নেবুলাইজ দেয়া হয়েছে। এখন অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। দুপুরে খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে এসেছেন।

তিনি অভিযোগ করেন, মিথ্যা মামলায় তাকে বার বার হেনস্থা করা হচ্ছে। জামিনে ছাড়া পাবার পরও তুলে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে রাতভর তার উপর ব্যাপক মানসিক নির্যাতন চালানো হয়েছে। অবিলম্বে স্বামীর মুক্তি দাবি করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাকে আটক করে ডিবি। এরপর থেকেই তিনি ডিবি হেফাজতে ছিলেন। রাজশাহীর বিভিন্ন আদালতের চারটি মামলায় জামিন পান তিনি। আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটের দিকে শফিকুল হক মিলন কারাগার থেকে বেরিয়ে যান।

এর পর পরই গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে মাইক্রোবাসে করে নিয়ে যায়।

গতকালই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে বিএনপি নেতা মিলনকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।

উল্লেখ্য, গত ২৬ জুলাই পুলিশের দায়ের করা নাশকতার মামলায় অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে জেলহাজতে পাঠায় আদালত। নগরীর বোয়ালিয়া মডেল থানায় তার বিরুদ্ধে ৫ জানুয়ারির পর নাশকতার অভিযোগে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। ওইসব মামলায় তিনি গত ৩১ মে ও ২৬ জুন উচ্চাদলত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। এরপর উচ্চ আদালতের নির্দেশেই তিন ২৬ জুলাই রাজশাহী আদালতে আত্মসমর্পণ করেন।