ভোলা: পুলিশি বাধায় চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারেননি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
বৃহস্পতিবার রাতে আমিরাত এয়ার ওয়েজের একটি বিমানে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার সকল কাগজ-পত্র দেখে উপরের নির্দেশের অজুহাত দেখিয়ে তাকে যেতে দেয়নি।
এ নিয়ে অনেক বাকবিতণ্ডার পর তিনি বাসায় ফিরে যান।
এ বিষয়ে নাজিম উদ্দিন আলম বলেন, চিকিৎসার জন্য আমি যুক্তরাষ্ট্রে যেতে চাচ্ছিলাম। সব কাগজপত্র থাকার পরও ইমিগ্রেশন কর্তৃপক্ষ উপরের নির্দেশের কথা বলে আমাকে যুক্তরাষ্ট্রে যেতে দেয়নি। বিমানবন্দর থেকে আমাকে ফেরত দিয়েছে।
এদিকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভোলা জেলা ও চরফ্যাশন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অবিলম্বে নাজিম উদ্দিন আলমকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।