পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক Logo সীমান্তে দুই নারী পাচারকারি আটক Logo কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর Logo বরগুনার আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান হোটেল বন্ধ ও দুই নারীকে কারাদণ্ড Logo যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত Logo বগুড়ায় ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার Logo লালমনিরহাট সীমান্তে ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত

রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণ, মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১২ দিন পর গতকাল বুধবার কলেজছাত্রীর মা থানায় মামলা করেছেন।

কলেজছাত্রীর মা জানান, তাঁর মেয়ে সিদ্ধিরগঞ্জ এলাকার একটি কলেজের শিক্ষার্থী। গত ৩০ জুলাই সে (ছাত্রী) কলেজ থেকে বাড়ি ফিরছিল। সে উপজেলার এসিএস মিলের সামনে পৌঁছলে একদল লোক একটি মাইক্রোবাস দিয়ে তার পথ রোধ করে। পরে তারা জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনার কয়েক দিন পর নিরব নামের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অপহরণের বিষয়টি মোবাইল ফোনে তাঁর (কলেজছাত্রীর মা) কাছে স্বীকার করে। মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গতকাল সকালে থানায় মামলা করেন তিনি।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ‘অপহৃতার মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি। তবে বিষয়টি প্রেমঘটিত বলে মনে হচ্ছে আমার। মেয়েটিকে উদ্ধার করতে পারলে আসল রহস্য জানা যাবে।’

ভাগ্নেকে ‘অপহরণ’ করেছে মামা

এদিকে রূপগঞ্জের তারাব দক্ষিণপাড়া এলাকায় এক শিশুকে তার মামা অপহরণের পর মুক্তিপণ চেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশু ছাব্বির হোসেনের মা স্মৃতি বেগম থানায় মামলা করেছেন।

স্মৃতি বেগম দাবি করেন, গত মঙ্গলবার ছাব্বির হোসেনকে (৪) শিশু পার্কে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যান তাঁর (স্মৃতি) বড় ভাই শাহাদাত হোসেন ও ভাবি কানিজ বেগম। ওই দিন রাত পর্যন্ত ছেলেকে নিয়ে বাড়ি ফিরে না আসায় বড় ভাইকে ফোন করেন স্মৃতি। এ সময় শাহাদাত হোসেন ছাব্বিরকে ফিরে পেতে স্মৃতি বেগমের জমি বিক্রির ৫০ লাখ টাকা দাবি করেন। পরে কানিজ বেগম ফোন করে ১৩ আগস্টের (আজ বৃহস্পতিবার) মধ্যে মুক্তিপণের টাকা না দিলে ছাব্বিরকে হত্যা করা হবে বলে হুমকি দেন। এ ঘটনায় গতকাল সকালে স্মৃতি বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অপহরণের মামলা করেন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণ, মামলা

আপডেট টাইম : ০৩:৩২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১২ দিন পর গতকাল বুধবার কলেজছাত্রীর মা থানায় মামলা করেছেন।

কলেজছাত্রীর মা জানান, তাঁর মেয়ে সিদ্ধিরগঞ্জ এলাকার একটি কলেজের শিক্ষার্থী। গত ৩০ জুলাই সে (ছাত্রী) কলেজ থেকে বাড়ি ফিরছিল। সে উপজেলার এসিএস মিলের সামনে পৌঁছলে একদল লোক একটি মাইক্রোবাস দিয়ে তার পথ রোধ করে। পরে তারা জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনার কয়েক দিন পর নিরব নামের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অপহরণের বিষয়টি মোবাইল ফোনে তাঁর (কলেজছাত্রীর মা) কাছে স্বীকার করে। মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গতকাল সকালে থানায় মামলা করেন তিনি।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ‘অপহৃতার মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি। তবে বিষয়টি প্রেমঘটিত বলে মনে হচ্ছে আমার। মেয়েটিকে উদ্ধার করতে পারলে আসল রহস্য জানা যাবে।’

ভাগ্নেকে ‘অপহরণ’ করেছে মামা

এদিকে রূপগঞ্জের তারাব দক্ষিণপাড়া এলাকায় এক শিশুকে তার মামা অপহরণের পর মুক্তিপণ চেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশু ছাব্বির হোসেনের মা স্মৃতি বেগম থানায় মামলা করেছেন।

স্মৃতি বেগম দাবি করেন, গত মঙ্গলবার ছাব্বির হোসেনকে (৪) শিশু পার্কে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যান তাঁর (স্মৃতি) বড় ভাই শাহাদাত হোসেন ও ভাবি কানিজ বেগম। ওই দিন রাত পর্যন্ত ছেলেকে নিয়ে বাড়ি ফিরে না আসায় বড় ভাইকে ফোন করেন স্মৃতি। এ সময় শাহাদাত হোসেন ছাব্বিরকে ফিরে পেতে স্মৃতি বেগমের জমি বিক্রির ৫০ লাখ টাকা দাবি করেন। পরে কানিজ বেগম ফোন করে ১৩ আগস্টের (আজ বৃহস্পতিবার) মধ্যে মুক্তিপণের টাকা না দিলে ছাব্বিরকে হত্যা করা হবে বলে হুমকি দেন। এ ঘটনায় গতকাল সকালে স্মৃতি বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অপহরণের মামলা করেন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।