ঢাকা : নতুন করে ১৯ জনকে হত্যার হুমকি দিয়ে এবার গণমাধ্যমে চিঠি পাঠিয়েছে ইত্তেহাদুল মুজাহিদিন নামের কথিত একটি সংগঠন।
সরকারের মন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগারসহ ১৯ জন রয়েছেন এই হুমকির তালিকায়।
বুধবার বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে পাঠানো চিঠিতে হুমকির শিকার ব্যক্তিদের ইসলাম ও মাদ্রাসা শিক্ষার দুশমন, নাস্তিক, সিলেট বিদ্বেষী, সিলেটের কলঙ্ক, স্যাটানিক ব্লগার, হিন্দুস্তানি দালাল ও মুসলিম নামসর্বস্ব মুনাফিক বলে আখ্যায়িত করা হয়েছে।
হুমকিপ্রাপ্ত ব্যক্তিদের অধিকাংশের বাড়ি সিলেটে। আর সিলেট থেকে চিঠিটি পোস্ট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ধরনের চিঠির বিষয়ে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। আসলেই এ ধরনের কোনো সংগঠনের অস্তিত্ব আছে কিনা তার তদন্ত চলছে।
গণমাধ্যমে পাঠানো চিঠি বা খামে ইত্তেহাদুল মুজাহিদিন নামক সংগঠনটির কোনো ঠিকানা বা নেতার নাম দেয়া হয়নি। কম্পিউটারে কম্পোজ করা চিঠিতে সিলেটের কিছু আঞ্চলিক শব্দ ব্যবহার করা হয়েছে। হুমকি দিয়ে কথাগুলো লেখা হয়েছে ছড়ার মতো করে। খামের ওপর সিলেটের একটি পোস্ট অফিসের সিল রয়েছে। চিঠি পোস্ট করা হয় ১০ আগস্ট।
চিঠিতে মোট ২০ জনের নাম রয়েছে। এর মধ্যে তালিকার এক নম্বরে থাকা ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নাম লাল কালি দিয়ে কেটে দেয়া হয়েছে। গোড়ানের নিজ বাসায় ৭ আগস্ট নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া ওই চিঠিতে ধারাবাহিকভাবে ব্লগার আরিফ জেবতিক, সুশান্ত দাশ গুপ্ত, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, আবদুর রহমান (পরিচয় অজ্ঞাত), শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, উদীচী শিল্পীগোষ্ঠীর মকবুল হোসেন ও সুরঞ্জিত সেনগুপ্ত এমপির নাম রয়েছে।
তালিকায় এরপর রয়েছে ব্লগার আরিফুর রহমান, অমি রহমান পিয়াল, হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ, গণজাগরণ মঞ্চের সংগঠক মাহমুদুল হক মুন্সি, মারুফ রসুল, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক আরাফাত রহমান, ব্লগার নির্ঝর মজুমদার, ড. আতিক, আশফাক আনুপ ও নূর নবী দুলালের নাম।
চিঠির শেষ অংশে লেখা হয়েছে- মরণ একদিন হবেই বন্ধু, আজ নয়তো কাল/খোদার লাগি খোদার দুশমনের লইবো তাহার প্রাণ…/ নবীর অপমানে কাঁদে না তোমার মন!/ কি তোমার পেহচান (পরিচয়)? মরণ একদিন হবেই বন্ধু…/লও জালিমের জান…।
চিঠিটি একটি অনলাইন সংবাদ সংস্থার কার্যালয়ে পাঠানো হয়েছিল। সেখানকার একজন অপরাধ বিষয়ক প্রতিবেদক জানান, এ বিষয়ে কোনো জিডি হয়নি। আইন প্রয়োগকারী সং¯’ার লোকজনও এ বিষয়ে কোনো খোঁজখবর নিতে তাদের অফিসে যায়নি।
২০১৩ সালের অক্টোবরে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আমির মুফতি জসীম উদ্দিন রাহমানীকে গ্রেফতারের পর তার কাছ থেকে ৮৪ জনের নামের একটি তালিকা পায় পুলিশ। রাহমানি ব্লগার রাজিব হত্যা মামলার দায়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন।
জানা গেছে, চলতি বছরে তিন দফায় চিঠির মাধ্যমে বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি দেয় আনসারুল্লাহ বাংলা। প্রথমে ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিকসহ ১০ জনকে হত্যার হুমকি দেয়া হয়। ৪ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাত বিশিষ্টজনের নামে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়। এছাড়া ১৬ জুন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ২৫ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। এসব ঘটনায় কোনো আসামি গ্রেফতার বা কোনো ক্লু উদ্ধার করতে পারেনি ডিবি পুলিশ। সর্বশেষ ৮ আগস্ট ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে ফোনে তিন দিনের মধ্যে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় থানায় জিডি হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।