পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক Logo সীমান্তে দুই নারী পাচারকারি আটক Logo কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর Logo বরগুনার আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান হোটেল বন্ধ ও দুই নারীকে কারাদণ্ড Logo যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত Logo বগুড়ায় ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার Logo লালমনিরহাট সীমান্তে ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত

শনিবার কেবিনে যাচ্ছে শিশু সুরাইয়া

,ঢাকা : গুলিবিদ্ধ শিশু সুরাইয়া দ্রুতই সবকিছুতে সাড়া দিচ্ছে। নিজের হাতের আঙুল নিজেই মুখে দিচ্ছে। শুধু তাই নয়, হাত দিয়ে সে স্যালাইনের নলও খুলে ফেলেছে। ওর খাওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে। জন্ডিস কমে এসেছে। শনিবার নাগাদ হাসপাতালের কেবিনে মা নাজমা বেগমের কাছে তাকে দেওয়ার চিন্তাভাবনা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা আজ বৃহস্পতিবার এসব তথ্য দেন।

মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ হওয়ার কারণে মাত্র ৩৪ সপ্তাহে অস্ত্রোপচারের মধ্যদিয়ে পৃথিবীর আলো দেখে সুরাইয়া। জন্মের পর ১৫ তম দিন আজ তার। কিন্তু হিসাব অনুযায়ী ভ্রূণ হয়ে মায়ের পেটে আসার পর চলছে ৩৬ সপ্তাহ। সবকিছু ঠিক থাকলে এখনো তার মায়ের পেটেই থাকার কথা।

কানিজ হাসিনা জানালেন, আজ সুরাইয়ার ওজন হয়েছে ১ হাজার ৮৩০ গ্রাম। জন্মের সময় শরীরে যে অতিরিক্ত পানি ছিল তা এখন আর নেই। আজ সুরাইয়াকে ১৮ এম এল করে দুই ঘণ্টা পর পর মায়ের বুকের দুধ এনে খাওয়ানো হয়েছে। দুই ঘণ্টার ফাঁকে বেশ কয়েকবার মায়ের বুকে দেওয়া হয়েছে। যাতে করে সে নিজেই টেনে দুধ খেতে পারে। ওর স্যালাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণে তার বুকের দুধ প্রয়োজন।

কানিজ হাসিনা বলেন, ‘ও আজ ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। যেভাবে অগ্রগতি হচ্ছে তা ঠিক থাকলে শনিবার নাগাদ ওকে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে বের করে মায়ের সঙ্গে কেবিনে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। আপনারা সবাই দোয়া করেন যাতে ওকে দ্রুত মায়ের কাছে দিয়ে দিতে পারি।’

মা নাজমা বেগমের এখন একটু কাশি আছে। এ ছাড়া অস্ত্রোপচারের সেলাই বা অন্-য সবকিছুই ঠিক আছে বলে জানালেন অধ্যাপক কানিজ হাসিনা।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

শনিবার কেবিনে যাচ্ছে শিশু সুরাইয়া

আপডেট টাইম : ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫

,ঢাকা : গুলিবিদ্ধ শিশু সুরাইয়া দ্রুতই সবকিছুতে সাড়া দিচ্ছে। নিজের হাতের আঙুল নিজেই মুখে দিচ্ছে। শুধু তাই নয়, হাত দিয়ে সে স্যালাইনের নলও খুলে ফেলেছে। ওর খাওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে। জন্ডিস কমে এসেছে। শনিবার নাগাদ হাসপাতালের কেবিনে মা নাজমা বেগমের কাছে তাকে দেওয়ার চিন্তাভাবনা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা আজ বৃহস্পতিবার এসব তথ্য দেন।

মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ হওয়ার কারণে মাত্র ৩৪ সপ্তাহে অস্ত্রোপচারের মধ্যদিয়ে পৃথিবীর আলো দেখে সুরাইয়া। জন্মের পর ১৫ তম দিন আজ তার। কিন্তু হিসাব অনুযায়ী ভ্রূণ হয়ে মায়ের পেটে আসার পর চলছে ৩৬ সপ্তাহ। সবকিছু ঠিক থাকলে এখনো তার মায়ের পেটেই থাকার কথা।

কানিজ হাসিনা জানালেন, আজ সুরাইয়ার ওজন হয়েছে ১ হাজার ৮৩০ গ্রাম। জন্মের সময় শরীরে যে অতিরিক্ত পানি ছিল তা এখন আর নেই। আজ সুরাইয়াকে ১৮ এম এল করে দুই ঘণ্টা পর পর মায়ের বুকের দুধ এনে খাওয়ানো হয়েছে। দুই ঘণ্টার ফাঁকে বেশ কয়েকবার মায়ের বুকে দেওয়া হয়েছে। যাতে করে সে নিজেই টেনে দুধ খেতে পারে। ওর স্যালাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণে তার বুকের দুধ প্রয়োজন।

কানিজ হাসিনা বলেন, ‘ও আজ ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। যেভাবে অগ্রগতি হচ্ছে তা ঠিক থাকলে শনিবার নাগাদ ওকে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে বের করে মায়ের সঙ্গে কেবিনে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। আপনারা সবাই দোয়া করেন যাতে ওকে দ্রুত মায়ের কাছে দিয়ে দিতে পারি।’

মা নাজমা বেগমের এখন একটু কাশি আছে। এ ছাড়া অস্ত্রোপচারের সেলাই বা অন্-য সবকিছুই ঠিক আছে বলে জানালেন অধ্যাপক কানিজ হাসিনা।