ঝালকাঠি: ঝালকাঠিতে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে পৌর প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রোজাউল করিম জাকিরসহ ছাত্রলীগ ও যুবলীগের ৪৩ নেতাকর্মীদের নামে ২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতাদের আসামি করা হয়েছে।
শনিবার রাতে ও রোববার দুপুরে এ মামলা দু’টি দায়ের করা হয়।
মেসার্স ছবির বিল্ডার্সের মালিক ছবির হোসেন বাদী হয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে একটি মামলা (নং ২৮) দায়ের করেন। এতে ঝালকাঠি পৌর প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রোজাউল করিম জাকির, জেলা যুবলীগ নেতা কামাল শরীফ, জামাল শরীফ, জুয়েল শরীফ (৩ জনই ভাই), সদ্য বিদায়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু, তার বড় ভাই আঃ ছালাম, জেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সফিক, সাধারণ সম্পাদক আল আমিন, যুগ্ম-সম্পাদক শেখ রাব্বি, কৃষ্ণকাঠির মজিবর সিকদার, যুবলীগ সদস্য বাহাদুর, আরিফ, নাছির, জন, রাকিব মাঝী, মিল্লাত, মনিরুজ্জামান, মাছুম, উজ্জল, শহীদ, বাবু সিকদার, মাসুদ মধু, রব্বানী, সোহেল, রাজা, রবিন, আমিন কসাই ও রফিকসহ ২৮জনকে আসামি করা হয়।
কৃঞ্চকাঠি এলাকার সোহাগ হাওলাদারের করা অপর মামলায় (নং ১৫) নগদ টাকা ছিনতাই ও হত্যার উদ্দেশে আহত করার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আসামিরা হলো- সদ্য বিদায়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু ও তার ভাই সালাম, রিপন মল্লিকের ছেলে রিয়াজ ও রায়হান, যুবলীগ সদস্য বাহাদুর, মনিরুজ্জামান, জামাল শরীফ, জুয়েল শরীফ, মাছুদ মধু, উজ্জল, রাকিব মাঝি, কৃঞ্চকাঠি এলাকার আল আমিন, সাইফুর, সামিম হাওলাদার, ও আসলামসহ ১৫ জন।