পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক Logo সীমান্তে দুই নারী পাচারকারি আটক Logo কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর Logo বরগুনার আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান হোটেল বন্ধ ও দুই নারীকে কারাদণ্ড Logo যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত Logo বগুড়ায় ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার Logo লালমনিরহাট সীমান্তে ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ Logo রুপগঞ্জে সন্ত্রাসী হামলায় মেধাবী ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত Logo নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল সোসাইটির নুর মোহাম্মদ মন্ডল সভাপতি ও এরশাদুল হক সচিব নির্বাচিত

কল্পনাকেও হার মানায় সোনিয়ার ভয়ঙ্কর ঘটনা

বিয়ের কিছুদিনের মধ্যেই গত ২৬ জুন রাতে খুন হন ওবায়দুল হাসান। এত অল্প সময়ে স্বামীকে হারিয়ে নির্বাক সোনিয়া শিরোনামে একটি নিউজ করেছিলাম। মাত্র ৭ মাস আগে বিয়ে হয়েছিল ওবায়দুল ও সোনিয়ার। এখনও বিয়ে উৎসবের আমেজ কাটেনি বাড়িতে। হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বামীর লাশের পাশে কাঁদতে দেখা যায় সোনিয়াকেও।

বিশ্বাসই করতে পারছেন না ভালবাসার মানুষটি বেঁচে নেই। কথা বলতে গিয়ে ভেসে উঠছিল জমে থাকা স্মৃতিগুলো। ‘আমি আর সে দারুণ মানিয়ে গিয়েছিলাম। দুজনের একটা পরিকল্পনা ছিল। কখনও মনে হয়নি সে আমার স্বামী। সবসময় বন্ধু হয়েই থাকার প্রতিশ্রুতি দিয়েছিল ওবায়দুল। এসব কথা বলেন সোনিয়া নিজে।

সোনিয়ার একটা কথাই তখন কানে আসছিল সবার। ‘তুমি ফিরে এসো। আমার স্বামীকে কেন চলে যেতে হলো। কি নিয়ে বাঁচবো আমি। কাকে ধরে বাঁচবো।’ এমনটা শুনার পর এমন কোন পাষান হৃদয় নেই যার চোখে পানি আসবে না।

কিন্তু পুলিশি তদন্তে বেরিয়ে আসে আসল তথ্য
যখন জানতে পারবেন ঘটনার ভয়ঙ্কর নায়িকা সোনিয়া নিজে । সাইফুল্লাহ রুবেলের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়তেন সোনিয়া। ওই সময় থেকে তাদের মধ্যে চার বছরের প্রেম ছিল। আর সেই প্রেমের বলি হলেন ওবায়দুল হাসান। ছিনতাইয়ের নামে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামীকে। এভাবে অভিনয় করে সোনিয়া অনেক অভিনেত্রীকেও হার মানিয়েছে তা বলার অবকাশ রাখে না। এ ঘটনা শুনে অনেকের হয়তবা বিশ্বাস হচ্ছে না। কিন্তু বাস্তবে এমন ভয়ঙ্কর রূপ দেখালেন সোনিয়া।

জিজ্ঞাসাবাদে সোনিয়া স্বীকার করেছেন, তার পরিকল্পনা এবং তার দেয়া টাকায় কেনা অস্ত্র দিয়ে ওবায়দুলকে খুন করা হয়। আর এই কিলিং মিশনে অংশ নেয় তার প্রেমিক সাইফুল হাসান রুবেল। হত্যাকাণ্ডে রুবেলের সহযোগী ছিল তার তিন ভাগ্নে।

ওবায়দুল হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া এ চারজনের মধ্যে মূল ঘাতক তানভীর ও তথ্যদাতা মিঠু ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সোনিয়ার প্রেমিক রুবেল এবং অপর সন্দেহভাজন পাপ্পুও গোয়েন্দা জালে রয়েছে। যে কোনো সময় তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।

যেভাবে রহস্য উন্মোচন : প্রথমদিকে ধারণা ছিল ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু বিনা বাধায় মোবাইল, মানিব্যাগ ও ল্যাপটপ দিয়ে দেয়ার পরও কেন ওবায়দুলকে গুলি করা হল তা নিয়ে তদন্ত কর্মকর্তাদের মধ্যে সন্দেহ জাগে।

এই বিষয়টি মাথায় রেখে মামলার তদন্ত শুরু হয়। চলে মোবাইল ট্র্যাকিং। সোনিয়ার মোবাইল ফোন কললিস্ট থেকে গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যায়। কলাবাগান থানা পুলিশ খুনের পর মোটরসাইকেলে চড়ে তিন যুবকের চলে যাওয়ার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। কিন্তু বৃষ্টির কারণে ফুটেজটি ছিল ঝাপসা। তাতে দেখা যায় বৃষ্টির মধ্যে পলিথিন সামনে দিয়ে ওবায়দুলকে বহনকারী রিকশাটি থামিয়েছে একটি মোটরসাইকেল।

পরে পুলিশ ভূতের গলির আরও একটি বাড়িতে পাওয়া সিসিটিভি ফুটেজ থেকে মোটরসাইকেলের নম্বর উদ্ধার করে। বসুন্ধরা সিটি থেকে প্রাপ্ত একটি ফুটেজে দেখা গেছে ওবায়দুল বের হওয়ার সময় ২২ থেকে ২৩ বছর বয়সী এক তরুণ তাকে অনুসরণ করছে।

ওই তরুণ অনবরত মোবাইল ফোনে কথা বলছিল। পুলিশ তাকে সন্দেহ করে এবং শনাক্ত করতে সক্ষম হয়। প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে চাঁদপুর থেকে আটক করে জানা যায় ওই তরুণের নাম মাহমুদুল হাসান মিঠু। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অজানা অনেক রহস্য।

বেরিয়ে আসে রুবেল, তানভীর ও পাপ্পুর নাম। ডিবি তানভীরকে সম্প্রতি পাবনা থেকে গ্রেফতার করে। তানভীর ও মিঠুকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় মোটরসাইকেল চালাচ্ছিল পাপ্পু। ঘটনার পর থেকে রুবেল ও পাপ্পু আত্মগোপনে আছে। হত্যাকাণ্ড ঘটিয়ে খুনিরা ওবায়দুলের স্ত্রী সোনিয়াকে ফোনে বিষয়টি জানায়। নিয়তির এমনই পরিহাস, সেই স্ত্রীর সাজানো ছকেই প্রাণ দিতে হল তাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

কল্পনাকেও হার মানায় সোনিয়ার ভয়ঙ্কর ঘটনা

আপডেট টাইম : ১২:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫

বিয়ের কিছুদিনের মধ্যেই গত ২৬ জুন রাতে খুন হন ওবায়দুল হাসান। এত অল্প সময়ে স্বামীকে হারিয়ে নির্বাক সোনিয়া শিরোনামে একটি নিউজ করেছিলাম। মাত্র ৭ মাস আগে বিয়ে হয়েছিল ওবায়দুল ও সোনিয়ার। এখনও বিয়ে উৎসবের আমেজ কাটেনি বাড়িতে। হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বামীর লাশের পাশে কাঁদতে দেখা যায় সোনিয়াকেও।

বিশ্বাসই করতে পারছেন না ভালবাসার মানুষটি বেঁচে নেই। কথা বলতে গিয়ে ভেসে উঠছিল জমে থাকা স্মৃতিগুলো। ‘আমি আর সে দারুণ মানিয়ে গিয়েছিলাম। দুজনের একটা পরিকল্পনা ছিল। কখনও মনে হয়নি সে আমার স্বামী। সবসময় বন্ধু হয়েই থাকার প্রতিশ্রুতি দিয়েছিল ওবায়দুল। এসব কথা বলেন সোনিয়া নিজে।

সোনিয়ার একটা কথাই তখন কানে আসছিল সবার। ‘তুমি ফিরে এসো। আমার স্বামীকে কেন চলে যেতে হলো। কি নিয়ে বাঁচবো আমি। কাকে ধরে বাঁচবো।’ এমনটা শুনার পর এমন কোন পাষান হৃদয় নেই যার চোখে পানি আসবে না।

কিন্তু পুলিশি তদন্তে বেরিয়ে আসে আসল তথ্য
যখন জানতে পারবেন ঘটনার ভয়ঙ্কর নায়িকা সোনিয়া নিজে । সাইফুল্লাহ রুবেলের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়তেন সোনিয়া। ওই সময় থেকে তাদের মধ্যে চার বছরের প্রেম ছিল। আর সেই প্রেমের বলি হলেন ওবায়দুল হাসান। ছিনতাইয়ের নামে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামীকে। এভাবে অভিনয় করে সোনিয়া অনেক অভিনেত্রীকেও হার মানিয়েছে তা বলার অবকাশ রাখে না। এ ঘটনা শুনে অনেকের হয়তবা বিশ্বাস হচ্ছে না। কিন্তু বাস্তবে এমন ভয়ঙ্কর রূপ দেখালেন সোনিয়া।

জিজ্ঞাসাবাদে সোনিয়া স্বীকার করেছেন, তার পরিকল্পনা এবং তার দেয়া টাকায় কেনা অস্ত্র দিয়ে ওবায়দুলকে খুন করা হয়। আর এই কিলিং মিশনে অংশ নেয় তার প্রেমিক সাইফুল হাসান রুবেল। হত্যাকাণ্ডে রুবেলের সহযোগী ছিল তার তিন ভাগ্নে।

ওবায়দুল হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া এ চারজনের মধ্যে মূল ঘাতক তানভীর ও তথ্যদাতা মিঠু ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সোনিয়ার প্রেমিক রুবেল এবং অপর সন্দেহভাজন পাপ্পুও গোয়েন্দা জালে রয়েছে। যে কোনো সময় তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।

যেভাবে রহস্য উন্মোচন : প্রথমদিকে ধারণা ছিল ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু বিনা বাধায় মোবাইল, মানিব্যাগ ও ল্যাপটপ দিয়ে দেয়ার পরও কেন ওবায়দুলকে গুলি করা হল তা নিয়ে তদন্ত কর্মকর্তাদের মধ্যে সন্দেহ জাগে।

এই বিষয়টি মাথায় রেখে মামলার তদন্ত শুরু হয়। চলে মোবাইল ট্র্যাকিং। সোনিয়ার মোবাইল ফোন কললিস্ট থেকে গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যায়। কলাবাগান থানা পুলিশ খুনের পর মোটরসাইকেলে চড়ে তিন যুবকের চলে যাওয়ার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। কিন্তু বৃষ্টির কারণে ফুটেজটি ছিল ঝাপসা। তাতে দেখা যায় বৃষ্টির মধ্যে পলিথিন সামনে দিয়ে ওবায়দুলকে বহনকারী রিকশাটি থামিয়েছে একটি মোটরসাইকেল।

পরে পুলিশ ভূতের গলির আরও একটি বাড়িতে পাওয়া সিসিটিভি ফুটেজ থেকে মোটরসাইকেলের নম্বর উদ্ধার করে। বসুন্ধরা সিটি থেকে প্রাপ্ত একটি ফুটেজে দেখা গেছে ওবায়দুল বের হওয়ার সময় ২২ থেকে ২৩ বছর বয়সী এক তরুণ তাকে অনুসরণ করছে।

ওই তরুণ অনবরত মোবাইল ফোনে কথা বলছিল। পুলিশ তাকে সন্দেহ করে এবং শনাক্ত করতে সক্ষম হয়। প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে চাঁদপুর থেকে আটক করে জানা যায় ওই তরুণের নাম মাহমুদুল হাসান মিঠু। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অজানা অনেক রহস্য।

বেরিয়ে আসে রুবেল, তানভীর ও পাপ্পুর নাম। ডিবি তানভীরকে সম্প্রতি পাবনা থেকে গ্রেফতার করে। তানভীর ও মিঠুকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় মোটরসাইকেল চালাচ্ছিল পাপ্পু। ঘটনার পর থেকে রুবেল ও পাপ্পু আত্মগোপনে আছে। হত্যাকাণ্ড ঘটিয়ে খুনিরা ওবায়দুলের স্ত্রী সোনিয়াকে ফোনে বিষয়টি জানায়। নিয়তির এমনই পরিহাস, সেই স্ত্রীর সাজানো ছকেই প্রাণ দিতে হল তাকে।