অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

এশিয়ার বৃহত্তম বঙ্গবন্ধু সাফারি পার্কে বিদেশি পর্যটকদের উপচেপড়া ভিড়

গাজীপুরের শ্রীপুরে সরকারি-বেসরকারি নামকরা পিকনিক স্পট, পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে এখন দেশি-বিদেশি পর্যটকদের উপচেপড়া ভিড়। স্পটগুলোর চারপাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। সামনের ছুটির দিনে গুলোতে দর্শনার্থী আরো বাড়তে পারে বলে মনে করছেন স্পট পরিচালকরা।

কেন্দ্রগুলোর প্রবেশপথের সড়কগুলোতে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন প্রকার যানবহনের রয়েছে প্রচন্ড চাপ। তবে কোথাও যানজট সৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়নি। গাজীপুরের প্রধান কয়েকটি পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র পরিদর্শন করে এসব চিত্র লক্ষ্য করা গেছে।

বুধবার দুপুরে সাফারি পার্কে গিয়ে দেখা যায়, ঈদের ছুটি কাটাতে এশিয়ার বৃহত্তম এ পার্ক জুড়ে হাজারো পর্যটকের ভিড়। নগরজীবনের যান্ত্রিকতা থেকে মুক্ত হয়ে প্রকৃতির মাঝে গড়ে তোলা পার্কে মেতেছেন পর্যটকরা। গা ভাসিয়ে দিচ্ছেন অসংখ্য নানা বয়সী মানুষ। তাদের আনন্দ-উচ্ছ্বাসে এখন মুখরিত পার্ক। হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি উপেক্ষা করে ভ্রমণের জন্য পর্যটক ও দর্শনার্থীরা পার্কে ভিড় জমাচ্ছেন। দুদিকে শাল, গজারিগাছসহ নানা প্রজাতির গাছে আচ্ছাদিত গভীর শালবনের ভেতর তৈরি করা এশিয়ার বৃহত্তম এ পার্ক জুড়ে ঈদের আনন্দে হাজারো দর্শনার্থীর ভিড় লেগেই আছে।

হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিতে মনকে শীতল করা এক মনোরম পরিবেশ এ পার্কে আসা সবাই উপভোগ করেন। পার্কে দেখার মতো রয়েছে, জিরাফ, ওয়াইল্ডবিস্ট, বাঘ, হরিণসহ অসংখ্য বন্যপ্রাণী। তারা বন্যপ্রাণী দেখার পাশাপাশি সকাল থেকে বিকাল পর্যন্ত মনের সুখে উপভোগ করেছেন নান্দনিক বনরাজিতে বাগানসমৃদ্ধ পার্কটি।

দর্শনার্থীরা বলছেন, সবচেয়ে বেশি দর্শনার্থীরা কোর সাফারি পার্কে অংশে যাচ্ছেন। সেখান থেকে তিনটি গাড়িতে চড়ে নির্ধারিত মাঠে উন্মুক্ত অবস্থায় থাকা বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, জেব্রা, জিরাফ, হাতিসহ বিভিন্ন প্রাণী দেখছেন দর্শনার্থীরা। অনেকে কোর সাফারি পার্কে প্রবেশ করতে দীর্ঘ লাইনে আড়াই থেকে ৩ঘণ্টা ধরে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষায় রয়েছেন দর্শনার্থীরা। গাড়িতে চড়ে কোর পার্কের ভেতরে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে কিংবা শুয়ে থাকা বাঘ-সিংহগুলো গাড়ি আসতেই দৌড়ে সরে যেতে দেখে শিহরিত হয়ে অনেকে চিৎকার করে ওঠেন।

দর্শনার্থীরা আরও জানালেন, পার্কে বেড়াতে এসে ভালই কেটে যাচ্ছে ঈদের অলস সময়। তাদের কেউ কেউ বলছেন, ঈদের ছুটিটা এখানে বেশ উপভোগ করছি। বেশ মজা করছি এখানে। নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভাল।

বঙ্গবন্ধু সাফারি পার্কের দৃষ্টিনন্দন ফটক পেরুলেই সারি সারি ফুল গাছ, সবাইকে স্বাগত জানায় বাঘ, সিংহ, বাজপাখি, ক্যাঙ্গারু এমনকি বহু আগে পৃথিবী থেকে বিলুপ্ত ডাইনোসরও রয়েছে স্বাগত জানানোর জন্য। তবে এগুলো প্রাণহীন, মাটি, বালু ও সিমেন্ট দিয়ে তৈরি বিভিন্ন বন্যপ্রাণীর ভাস্কর্য। মূল গেট পেরুলে পার্কের প্রথমেই অবস্থিত বঙ্গবন্ধু স্কয়ার। পার্ক সম্বন্ধে যে কোন তথ্য জানার জন্য এখানে রয়েছে একটি পূর্ণাঙ্গ তথ্য ও শিক্ষা কেন্দ্র। জীববিজ্ঞানের নানা তথ্য ও গবেষণার জন্য রয়েছে ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম। পার্কের ভেতরে ঢুকলেই বিশাল অরণ্যে দেখা মেলে আসল বাঘ বা সিংহসহ নানা প্রজাতির স্থলজ, জলজপ্রাণী আর কিচির মিচির শব্দ করতে থাকা পাখিসব। সাফারি পার্ক হচ্ছে বন্য প্রাণীর একপ্রকার অভয়ারণ্য। চিড়িয়াখানায় বন্যপ্রাণীরা থাকে বন্দি ও মানুষ থাকে খোলা অবস্থায়। সাফারি পার্কে বন্যপাণী আছে খোলা অবস্থায়। পার্কে দেখার মতো রয়েছে, বাঘ, সিংহ, উল্টো লেজী বানর, লাম চিতা, হনুমান, উলুক, কালো শিয়াল, ওয়াইল্ডবিস্ট, চিত্রা হরিণ, মায়া হরিণ, প্যারা হরিণ, মিঠা পানির কুমির, ময়ূর, বনমোরগ, বন্য শুকর, বানরসহ অনেক বন্যপ্রাণী। দর্শনার্থীদের মধ্যে যুবক-যুবতী, কিশোর-কিশোরীর আধিক্যই ছিল বেশি। বেশির ভাগ দর্শনার্থী ও পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল বাঘ ও সিংহ বেষ্টনীর। সাফারি পার্কে বাঘ, সিংহ, জিরাফ, হরিণ,বুনো মোষ, হাতি, ক্যাঙ্গারু, আলপাকা, ওয়ালাবি, স্প্রিংবক, অরিক্স ও ওয়াইল্ডবিস্টের অবাধ বিচরণ দেখে সবাই মুগ্ধ হন।

এ ছাড়া ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন জীবজন্তু, পাখি ও সরীসৃপের বিচরণক্ষেত্র দেখে আনন্দ পান দর্শনার্থীরা। ঈদ উপলক্ষে পার্কে নতুন করে কোন বন্যপ্রাণী আনা না হলেও আগত দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করেছে। পার্কে আগত দর্শনার্থীরা মনের আনন্দে ঘুরে দেখছেন এসব বন্যপ্রাণীর বেষ্টনী। ঈদে লোক সমাগণ উপলক্ষে পার্ককে আগে থেকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। তারা বন্যপ্রাণী দেখার পাশাপাশি সকাল থেকে বিকাল পর্যন্ত মনের সুখে উপভোগ করেছেন নান্দনিক নানা ধরনের বাগান সমৃদ্ধ পার্কটি। বেশির ভাগ দর্শনার্থী ও পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল বাঘ ও সিংহ। আঁকাবাঁকা পথ বেঁয়ে পুরো পার্ক ঘুরে ঘুরে দেখেছে দূর-দূরান্ত থেকে আস নানা বয়সী মানুষ। ভাওয়াল গড়ের ছোট ছোট টিলা ও নিচু ভূমিসমৃদ্ধ শালবন, আমলকী, বহেরা, হরীতকী, কড়ই, পলাশ, চাপালিশসহ নানা গাছ আর হরেক লতাগুল্মে ভরা। এ ছাড়া ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন জীবজন্তু, পাখি ও সরীসৃপের বিচরণক্ষেত্র দেখে আনন্দ পান দর্শনার্থীরা।

দর্শনার্থীরা দাবি করেন, অনেক দর্শনার্থীর পক্ষে টাকা খরচ করে সব কিছু দেখা সম্ভব হবে না। এ দেশের মানুষের জন্য সহনশীল খরচ ধার্য করা উচিত। রাজস্ব আয় বাড়ানোর জন্য বিদেশি পর্যটকদের কাছ থেকে টিকিটের বাড়তি মূল্যের ব্যবস্থা করা যেতে পারে।

ঈদের পর প্রতিদিন কম করে হলেও এই পার্কে পা ফেলছে প্রায় ২৫ হাজার মানুষ। ঈদের দিন থেকে পার্কে এই অবস্থা বিরাজ করছে। এত মানুষের ভিড়ে যাতে কোন ধরনের অঘটন না ঘটে এবং নিরাপদে ও নির্বিঘ্নে পর্যটকরা যাতে পার্কে এসে উপভোগ করতে পারেন সে জন্য ট্যুরিস্ট পুলিশ মোতায়ের করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের এসআই তাইজুল ইসলাম জানান, এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর সাফারি পার্কের কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার শিবপ্রাসাদ চত্রবর্তী বলেন, এবারের ঈদ উপলক্ষে পার্কে আগত দর্শনার্থীরা যাতে আনন্দ পায় এবং নিরাপত্তা জোরদার থাকে সেজন্য পূর্ব প্রস্তুতি ছিল পার্ক কর্তৃপক্ষের। সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন স্থাপনাগুলো। এতে ঈদের দিন দুপুর থেকেই পর্যটক ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। যা আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ঢাকা থেকে ৪০কিলোমিটার উত্তরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এই পার্কের অবস্থান। ভাওয়াল গড়ের খ- খ- শাল বনের ছোট বড় বনভূমি মিলিয়ে ৩,৬৯০.০ একর এলাকা বঙ্গবন্ধু সাফারি পার্কের আওতাভুক্ত। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এর সঙ্গে সামঞ্জস্য রেখে ২০১০ সালে পার্ক তৈরির কাজ শুরু হয়। আর ২০১৩ সালে সাফারি পার্ক হিসেবে চালু করা হয়। পুরো পার্ক এলাকাকে এবার নয় ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কোর সাফারি, সাফারি কিংডম,বায়ো-ডাইভারসিটি পার্ক, প্রকৃতিবীক্ষণ কেন্দ্র, হাতির পিঠে চড়ার এলাকা, জলাধার ও পর্যবেক্ষণ টাওয়ার এলাকা। এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ঘুরে অনেকে পেয়েছেন প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ।

শ্রীপুর উপজেলার সিংগারদিঘী এলাকার সী-গাল পিকনিক স্পটের কর্তীপক্ষ বলেন, অন্য অন্য বছর গুলোতে ঈদের দিন থেকেই তার স্পটে দর্শনার্থীদের ভিড় চলে আসছে। এবারের ঈদে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক কম। উপজেলার দক্ষিণ সীমান্ত এলাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের পুষ্পদাম রিসোর্ট ও পিকনিক স্পটের কর্তীপক্ষ জানান, বছর জুড়ে তার এ স্পটে দর্শনার্থীদের ভিড় থাকে। কিন্তু ঈদের সময় চাপ বেড়ে যায়। এবারে সরকারের বৃহত্তম উন্নায়নমূলক ফোর লেন রাস্তার কাজ শেষ করায় রাস্তায় যানজট কম থাকায় এবারের ঈদে আরোও বেশী চাপ বেড়ে গেছে। প্রসাশনের নিরাপত্তা ব্যবস্থাও অনেক বেশি রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ইজারাদারদের পক্ষে শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন জানান, বছর জুড়ে বিএনপি-জামায়াত জুটের লাগাতার হরতালের কারনে পর্যটক্রা তেমন এসে নি এর জন্য সকল ইজারাদারদের লস গুনতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন এবার ঈদে প্রচুর দর্শনার্থী আসায় হয়তোবা লস উঠে যাবে। দর্শনার্থীরা নতুন কিছু পাচ্ছে। এর মধ্যে মাছের একোরিয়াম মিউজিয়াম, প্রজাপতির আবাসন, বাঘ দেখার জন্য সুসজ্জিত বাহন প্রভৃতি।

তিনি আরো বলেন, দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতা করে পার্কের ইজারা নিতে হয়েছে। বন অধিদফতরের নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সেবা দেয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

এশিয়ার বৃহত্তম বঙ্গবন্ধু সাফারি পার্কে বিদেশি পর্যটকদের উপচেপড়া ভিড়

আপডেট টাইম : ০৫:২৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০১৫

গাজীপুরের শ্রীপুরে সরকারি-বেসরকারি নামকরা পিকনিক স্পট, পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে এখন দেশি-বিদেশি পর্যটকদের উপচেপড়া ভিড়। স্পটগুলোর চারপাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। সামনের ছুটির দিনে গুলোতে দর্শনার্থী আরো বাড়তে পারে বলে মনে করছেন স্পট পরিচালকরা।

কেন্দ্রগুলোর প্রবেশপথের সড়কগুলোতে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন প্রকার যানবহনের রয়েছে প্রচন্ড চাপ। তবে কোথাও যানজট সৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়নি। গাজীপুরের প্রধান কয়েকটি পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র পরিদর্শন করে এসব চিত্র লক্ষ্য করা গেছে।

বুধবার দুপুরে সাফারি পার্কে গিয়ে দেখা যায়, ঈদের ছুটি কাটাতে এশিয়ার বৃহত্তম এ পার্ক জুড়ে হাজারো পর্যটকের ভিড়। নগরজীবনের যান্ত্রিকতা থেকে মুক্ত হয়ে প্রকৃতির মাঝে গড়ে তোলা পার্কে মেতেছেন পর্যটকরা। গা ভাসিয়ে দিচ্ছেন অসংখ্য নানা বয়সী মানুষ। তাদের আনন্দ-উচ্ছ্বাসে এখন মুখরিত পার্ক। হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি উপেক্ষা করে ভ্রমণের জন্য পর্যটক ও দর্শনার্থীরা পার্কে ভিড় জমাচ্ছেন। দুদিকে শাল, গজারিগাছসহ নানা প্রজাতির গাছে আচ্ছাদিত গভীর শালবনের ভেতর তৈরি করা এশিয়ার বৃহত্তম এ পার্ক জুড়ে ঈদের আনন্দে হাজারো দর্শনার্থীর ভিড় লেগেই আছে।

হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিতে মনকে শীতল করা এক মনোরম পরিবেশ এ পার্কে আসা সবাই উপভোগ করেন। পার্কে দেখার মতো রয়েছে, জিরাফ, ওয়াইল্ডবিস্ট, বাঘ, হরিণসহ অসংখ্য বন্যপ্রাণী। তারা বন্যপ্রাণী দেখার পাশাপাশি সকাল থেকে বিকাল পর্যন্ত মনের সুখে উপভোগ করেছেন নান্দনিক বনরাজিতে বাগানসমৃদ্ধ পার্কটি।

দর্শনার্থীরা বলছেন, সবচেয়ে বেশি দর্শনার্থীরা কোর সাফারি পার্কে অংশে যাচ্ছেন। সেখান থেকে তিনটি গাড়িতে চড়ে নির্ধারিত মাঠে উন্মুক্ত অবস্থায় থাকা বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, জেব্রা, জিরাফ, হাতিসহ বিভিন্ন প্রাণী দেখছেন দর্শনার্থীরা। অনেকে কোর সাফারি পার্কে প্রবেশ করতে দীর্ঘ লাইনে আড়াই থেকে ৩ঘণ্টা ধরে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষায় রয়েছেন দর্শনার্থীরা। গাড়িতে চড়ে কোর পার্কের ভেতরে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে কিংবা শুয়ে থাকা বাঘ-সিংহগুলো গাড়ি আসতেই দৌড়ে সরে যেতে দেখে শিহরিত হয়ে অনেকে চিৎকার করে ওঠেন।

দর্শনার্থীরা আরও জানালেন, পার্কে বেড়াতে এসে ভালই কেটে যাচ্ছে ঈদের অলস সময়। তাদের কেউ কেউ বলছেন, ঈদের ছুটিটা এখানে বেশ উপভোগ করছি। বেশ মজা করছি এখানে। নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভাল।

বঙ্গবন্ধু সাফারি পার্কের দৃষ্টিনন্দন ফটক পেরুলেই সারি সারি ফুল গাছ, সবাইকে স্বাগত জানায় বাঘ, সিংহ, বাজপাখি, ক্যাঙ্গারু এমনকি বহু আগে পৃথিবী থেকে বিলুপ্ত ডাইনোসরও রয়েছে স্বাগত জানানোর জন্য। তবে এগুলো প্রাণহীন, মাটি, বালু ও সিমেন্ট দিয়ে তৈরি বিভিন্ন বন্যপ্রাণীর ভাস্কর্য। মূল গেট পেরুলে পার্কের প্রথমেই অবস্থিত বঙ্গবন্ধু স্কয়ার। পার্ক সম্বন্ধে যে কোন তথ্য জানার জন্য এখানে রয়েছে একটি পূর্ণাঙ্গ তথ্য ও শিক্ষা কেন্দ্র। জীববিজ্ঞানের নানা তথ্য ও গবেষণার জন্য রয়েছে ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম। পার্কের ভেতরে ঢুকলেই বিশাল অরণ্যে দেখা মেলে আসল বাঘ বা সিংহসহ নানা প্রজাতির স্থলজ, জলজপ্রাণী আর কিচির মিচির শব্দ করতে থাকা পাখিসব। সাফারি পার্ক হচ্ছে বন্য প্রাণীর একপ্রকার অভয়ারণ্য। চিড়িয়াখানায় বন্যপ্রাণীরা থাকে বন্দি ও মানুষ থাকে খোলা অবস্থায়। সাফারি পার্কে বন্যপাণী আছে খোলা অবস্থায়। পার্কে দেখার মতো রয়েছে, বাঘ, সিংহ, উল্টো লেজী বানর, লাম চিতা, হনুমান, উলুক, কালো শিয়াল, ওয়াইল্ডবিস্ট, চিত্রা হরিণ, মায়া হরিণ, প্যারা হরিণ, মিঠা পানির কুমির, ময়ূর, বনমোরগ, বন্য শুকর, বানরসহ অনেক বন্যপ্রাণী। দর্শনার্থীদের মধ্যে যুবক-যুবতী, কিশোর-কিশোরীর আধিক্যই ছিল বেশি। বেশির ভাগ দর্শনার্থী ও পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল বাঘ ও সিংহ বেষ্টনীর। সাফারি পার্কে বাঘ, সিংহ, জিরাফ, হরিণ,বুনো মোষ, হাতি, ক্যাঙ্গারু, আলপাকা, ওয়ালাবি, স্প্রিংবক, অরিক্স ও ওয়াইল্ডবিস্টের অবাধ বিচরণ দেখে সবাই মুগ্ধ হন।

এ ছাড়া ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন জীবজন্তু, পাখি ও সরীসৃপের বিচরণক্ষেত্র দেখে আনন্দ পান দর্শনার্থীরা। ঈদ উপলক্ষে পার্কে নতুন করে কোন বন্যপ্রাণী আনা না হলেও আগত দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করেছে। পার্কে আগত দর্শনার্থীরা মনের আনন্দে ঘুরে দেখছেন এসব বন্যপ্রাণীর বেষ্টনী। ঈদে লোক সমাগণ উপলক্ষে পার্ককে আগে থেকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। তারা বন্যপ্রাণী দেখার পাশাপাশি সকাল থেকে বিকাল পর্যন্ত মনের সুখে উপভোগ করেছেন নান্দনিক নানা ধরনের বাগান সমৃদ্ধ পার্কটি। বেশির ভাগ দর্শনার্থী ও পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল বাঘ ও সিংহ। আঁকাবাঁকা পথ বেঁয়ে পুরো পার্ক ঘুরে ঘুরে দেখেছে দূর-দূরান্ত থেকে আস নানা বয়সী মানুষ। ভাওয়াল গড়ের ছোট ছোট টিলা ও নিচু ভূমিসমৃদ্ধ শালবন, আমলকী, বহেরা, হরীতকী, কড়ই, পলাশ, চাপালিশসহ নানা গাছ আর হরেক লতাগুল্মে ভরা। এ ছাড়া ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন জীবজন্তু, পাখি ও সরীসৃপের বিচরণক্ষেত্র দেখে আনন্দ পান দর্শনার্থীরা।

দর্শনার্থীরা দাবি করেন, অনেক দর্শনার্থীর পক্ষে টাকা খরচ করে সব কিছু দেখা সম্ভব হবে না। এ দেশের মানুষের জন্য সহনশীল খরচ ধার্য করা উচিত। রাজস্ব আয় বাড়ানোর জন্য বিদেশি পর্যটকদের কাছ থেকে টিকিটের বাড়তি মূল্যের ব্যবস্থা করা যেতে পারে।

ঈদের পর প্রতিদিন কম করে হলেও এই পার্কে পা ফেলছে প্রায় ২৫ হাজার মানুষ। ঈদের দিন থেকে পার্কে এই অবস্থা বিরাজ করছে। এত মানুষের ভিড়ে যাতে কোন ধরনের অঘটন না ঘটে এবং নিরাপদে ও নির্বিঘ্নে পর্যটকরা যাতে পার্কে এসে উপভোগ করতে পারেন সে জন্য ট্যুরিস্ট পুলিশ মোতায়ের করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের এসআই তাইজুল ইসলাম জানান, এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর সাফারি পার্কের কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার শিবপ্রাসাদ চত্রবর্তী বলেন, এবারের ঈদ উপলক্ষে পার্কে আগত দর্শনার্থীরা যাতে আনন্দ পায় এবং নিরাপত্তা জোরদার থাকে সেজন্য পূর্ব প্রস্তুতি ছিল পার্ক কর্তৃপক্ষের। সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন স্থাপনাগুলো। এতে ঈদের দিন দুপুর থেকেই পর্যটক ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। যা আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ঢাকা থেকে ৪০কিলোমিটার উত্তরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এই পার্কের অবস্থান। ভাওয়াল গড়ের খ- খ- শাল বনের ছোট বড় বনভূমি মিলিয়ে ৩,৬৯০.০ একর এলাকা বঙ্গবন্ধু সাফারি পার্কের আওতাভুক্ত। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এর সঙ্গে সামঞ্জস্য রেখে ২০১০ সালে পার্ক তৈরির কাজ শুরু হয়। আর ২০১৩ সালে সাফারি পার্ক হিসেবে চালু করা হয়। পুরো পার্ক এলাকাকে এবার নয় ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কোর সাফারি, সাফারি কিংডম,বায়ো-ডাইভারসিটি পার্ক, প্রকৃতিবীক্ষণ কেন্দ্র, হাতির পিঠে চড়ার এলাকা, জলাধার ও পর্যবেক্ষণ টাওয়ার এলাকা। এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ঘুরে অনেকে পেয়েছেন প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ।

শ্রীপুর উপজেলার সিংগারদিঘী এলাকার সী-গাল পিকনিক স্পটের কর্তীপক্ষ বলেন, অন্য অন্য বছর গুলোতে ঈদের দিন থেকেই তার স্পটে দর্শনার্থীদের ভিড় চলে আসছে। এবারের ঈদে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক কম। উপজেলার দক্ষিণ সীমান্ত এলাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের পুষ্পদাম রিসোর্ট ও পিকনিক স্পটের কর্তীপক্ষ জানান, বছর জুড়ে তার এ স্পটে দর্শনার্থীদের ভিড় থাকে। কিন্তু ঈদের সময় চাপ বেড়ে যায়। এবারে সরকারের বৃহত্তম উন্নায়নমূলক ফোর লেন রাস্তার কাজ শেষ করায় রাস্তায় যানজট কম থাকায় এবারের ঈদে আরোও বেশী চাপ বেড়ে গেছে। প্রসাশনের নিরাপত্তা ব্যবস্থাও অনেক বেশি রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ইজারাদারদের পক্ষে শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন জানান, বছর জুড়ে বিএনপি-জামায়াত জুটের লাগাতার হরতালের কারনে পর্যটক্রা তেমন এসে নি এর জন্য সকল ইজারাদারদের লস গুনতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন এবার ঈদে প্রচুর দর্শনার্থী আসায় হয়তোবা লস উঠে যাবে। দর্শনার্থীরা নতুন কিছু পাচ্ছে। এর মধ্যে মাছের একোরিয়াম মিউজিয়াম, প্রজাপতির আবাসন, বাঘ দেখার জন্য সুসজ্জিত বাহন প্রভৃতি।

তিনি আরো বলেন, দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতা করে পার্কের ইজারা নিতে হয়েছে। বন অধিদফতরের নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সেবা দেয়া হয়।